সফটওয়্যারের মাধ্যমে কল্যাণভাতা ও দাফন অনুদানের ব্যবস্থাপনা চালু
সফটওয়্যারের মাধ্যমে কল্যাণভাতা ও দাফন অনুদানের ব্যবস্থাপনা চালু: Service Simplification Software” ব্যবহারের মাধ্যমে কল্যাণভাতা, যৌথভীমা এবং দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের অনলাইনে ব্যবস্থাপনা চালু করণ প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। জনপ্রসাশন মন্ত্রণালয়ের ১০ অক্টোবর প্রকাশিত পরিপত্র অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে কল্যাণভাতা ও দাফন অনুদানের ব্যবস্থাপনা চালু এই বিজ্ঞপ্তি জারি করে অধিদপ্তর।
মাউশির ২৯ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত কল্যাণভাতা, যৌথবীমা এবং দাফন/অন্ত্যেষ্টিক্রিয়া অনুদানের “Service Simplification Software” ব্যবহারের মাধ্যমে অনলাইনে ব্যবস্থাপনা চালু বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ড-এর ১৩ অক্টোবর ২০২০ তারিখের ০৫.৮১.০০০০.০০৫.৪১.০০৭.১৯.৭৬৫ সংখ্যক পত্রের কপি সদয় অবগতি ও পরবর্তী প্রয়ােজনীয় কার্যার্থে নির্দেশক্রমে এর সঙ্গে প্রেরণ করা হলাে।
১৩/১০/২০২০ খ্রি. তারিখে জনপ্রসাশন মন্ত্রণালয়ের বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক প্রকাশিত পরিপত্রে বলা হয়-
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডের ৩টি সেবার (কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদান) পৃথক ফরমগুলো।
একত্রিত করে ১টি ফরমে একই কাগজপত্র দিয়ে আবেদন দাখিল ও একসাথে অনুমােদন প্রদান সংক্রান্ত উদ্ভাবনী উদ্যোগটি ২৫তম বাের্ড সভায় অনুমােদিত হয় এবং পরিপত্র জারির মাধ্যমে সমন্বিত ফরমটি কার্যকর করা হয়।
০২। পরবর্তীতে বাংলাদেশ সচিবালয় নির্দেশমালা, ২০১৪ এর ৮ম অধ্যায়ের ২৬০ নং নির্দেশে, এটুআই প্রােগ্রামের সেবাপদ্ধতি সহজিকরণ বাস্তবায়ন বিষয়ক নির্দেশনা, মন্ত্রিপরিষদ বিভাগের ০৮/০৪/২০১৩ তারিখে জারিকৃত প্রজ্ঞাপনে জনপ্রশাসনে কাজের গতিশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি এবং নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া দ্রুত ও সহজিকরণের পন্থা উদ্ভাবন সংক্রান্ত নির্দেশনা মােতাবেক বাের্ডের কল্যাণ-যৌথ-দাফন অনুদানের ফরম-০২ পুনরায় সহজিকরণ করা হয়, যা ৩০তম বাের্ড সভায় অনুমােদিত হয়।
০৩। ৩টি অনুদানের জন্য ১টি ফরমে একই কাগজপত্র দিয়ে আবেদন গ্রহণ এবং একসাথে অনুমােদন সংক্রান্ত উদ্ধাবনী উদ্যোগটি বাস্তবায়নের জন্য সফটওয়্যার (Service Simplification Software) প্রস্তুত করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ডাটা সেন্টারে হােস্টিং করা হয়েছে যার URL: SSS.bkkb.gov.bd।
০৪। বোর্ডের কল্যাণ-যৌথ-দারুন সুনুদান সেবার অনলাইন ব্যবস্থাপনা চার বিষয়ে নিম্নরূপ নির্দেশনা জারি করা হলো:
(ক) কল্যাণভাতা, যৌথবীমা ও দাফন অনুদানের আবেদনের ক্ষেত্রে ১ নভেম্বর, ২০২০ হতে অনলাইনে URL: Ss.bkkb.gov.bd ব্যবহার করে আবেদনের সাথে প্রয়ােজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে আবেদন দাখিল করতে হবে।
অনলাইনের পাশাপাশি আবেদনের হার্ড কপি প্রেরণ করতে হবে;
(খ) প্রাথমিক পর্যায়ে ঢাকা মহানগরের অধিক্ষেত্রে অবস্থিত সকল অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ এ লিংকের সাহায্যে অনলাইনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বাের্ডে আবেদন করতে পারবেন।
পরবর্তীতে কল্যাণ-যৌথ-দাফন অনুদান এর অনলাইন ব্যবস্থাপনা কার্যক্রম সারা দেশে রেপ্লিকেট করা হবে।
জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
আপনার জন্য আরও কিছু জরুরী বিজ্ঞপ্তি: