৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত একপাতায় সব বিষয় উত্তরসহ
৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ৬ষ্ঠ এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে: কোভিড-১৯ মহামারীর এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় ৮ম (অষ্টম) শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ৬ষ্ঠ অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ০৩ ডিসেম্বর ২০২০; এর আগে অষ্টম (৮ম) শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট, ২য় অ্যাসাইনমেন্ট, ৩য় এস্যাইনমেন্ট, ৪র্থ এসাইনমেন্ট ও ৫ম এসাইনমেন্ট প্রকাশ করা হয়।
-
আরও দেখুন: মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
৮ম (অষ্টম) শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পাঠ মূল্যায়নের লক্ষ্যে ৬ষ্ঠ সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করে ওয়েব সাইটে প্রকাশ করেছে মাউশি;
অষ্টম (৮ম) শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ বাংলা নোটিশ ডট কম এ প্রকাশ করা হল।
এই পোস্টের শেষে ৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের ষষ্ঠ এসাইনমেন্ট কৃষি ও গার্হস্থ্য ভিত্তিক এক পাতায় পিডিএফ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ধর্মের জন্য এক পাতা; শুধু ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষার্থীদের বিতরণ করতে পারবেন।
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের ষষ্ঠ এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
শ্রেণি: ৮ম, বিষয়: বাংলা, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
বাড়ির কাজ : (নমুনা প্রশ্ন)
প্রশ্ন: ০১ সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি, স্বাধীনতার স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য যে সব যুক্তি তুলে ধরেছেন সেগুলাে সাজিয়ে লিখ।
উত্তর দেখুন: বাংলা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার যুক্তি
মূল্যায়ন নির্দেশক:
স্বাধীনতার পক্ষে যুক্তিগুলাে সঠিকভাবে উল্লেখ করতে হবে, বাক্যগঠন ও বানান শুদ্ধ হতে হবে।
শ্রেণি: ৮ম, বিষয়: গনিত, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- ষষ্ঠ অধ্যায়: • দুই চলকবিশিষ্ট সরল, • সমীকরণের সমাধান, • লেখচিত্রের সাহায্যে সরলসহ সমীকরণের সমাধান।
- নবম অধ্যায়: • সমকোণী ত্রিভুজ • পিথাগােরাসের উপপাদ্য।
- অষ্টম অধ্যায়: • চতুর্ভুজের প্রকারভেদ • চতুর্ভুজের ক্ষেত্রফল • চতুর্ভুজ অঙ্কন
- দশম অধ্যায়: • বৃত্ত সম্পর্কিত আলােচনা • বৃত্তের ক্ষেত্রফল • বেলন বা সিলিন্ডারের ক্ষেত্রফল
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সৃজনশীল প্রশ্ন:
১. রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা। ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1
- ক. প্রদত্ত তথ্যের আলােকে দুইটি সমীকরণ গঠন করা;
- খ. প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে, তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় কর;
- গ. ‘ক’ হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে, ‘খ’ এর উত্তরের সত্যতা যাচাই কর;
সংক্ষিপ্ত প্রশ্ন: ক
- ১. পিথাগােরাসের উপপাদ্যটি বিবৃত কর?
- ২. একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে, অপর বাহু কত?
- ৩. কোন ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখ, যা দ্বারা একটি সমকোনী ত্রিভুজ আঁকা সম্ভব?
- ৪. ABC ত্রিভুজের AB2 = Bc2 + CA2 হলে, কোন্ কোণটি সমকোণ হবে?
সংক্ষিপ্ত প্রশ্ন: খ
১. আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়?
২. ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখা।
৩. ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়?
৪. একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সে.মি. ও উচ্চতা 11.50 সে.মি। বেলনটির সমগ্রতলের ক্ষেত্রফল কত?
৫. একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়ােজন?
৬. যে কোন সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
৭. একটি চাকার ব্যাসার্ধ 34 সে.মি. হলে, চাকাটি একবার ঘুরলে কত সে.মি. দূরত্ব অতিক্রম করবে?
সৃজনশীল প্রশ্ন: ০৩
১. কোনাে বর্গের পরিসীমা 12 সে.মি. এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি.।
- ক. চিত্রসহ ঘুড়ির সংগা লিখ।
- খ. অঙ্কনের বিবরণসহ উদ্দীপকের আলােকে বর্গটি আঁক।
- গ. ‘খ’ তে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে, আয়তটি আঁকা (অঙ্কনের বিবরণসহ)
উত্তর দেখুন: গণিত: ৮ম শ্রেণির ৬ষ্ঠ এ্যাসাইনমেন্ট গণিত সমাধান সহায়িকা
মূল্যায়ন নির্দেশক:
১. দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ গঠন করে বাস্তব সমস্যার সমাধান করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্ন: ক পিথাগােরাসের সূত্র ব্যবহার করতে পারা।
সংক্ষিপ্ত প্রশ্ন: খ বিভিন্ন ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারা। বেলন ও বৃত্তের সংক্রান্ত সমস্যা সমাধান করতে পারা।
৩. তথ্য ও উপাত্তের মাধ্যমে বর্গ ও আয়ত নির্ণয় করতে পারা।
শ্রেণি: ৮ম, বিষয়: কৃষি শিক্ষা, ৬ষ্ঠ এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
পঞ্চম অধ্যায়: (কৃষিজ উৎপাদন)
- পাঠ-৯: মিশ্র (মাছ) চাষের জন্য পুকুর প্রস্তুতি
ষষ্ট অধ্যায়: (বনায়ন)
- পাঠ- ২: নার্সারি তৈরির কৌশল
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সৃজনশীল প্রশ্ন: ১
সখিপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের ৫ শতক জমির পুকুরে রুই, কাতলা, সিলভার কার্প ও কার্পিও জাতের মাছ চাষের উদ্যোগ নেন। এজন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রয়ােজনীয় চুন, সার প্রয়ােগ করে পুকুর প্রস্তুত করেন।
- ক) মিনারা বেগম পুকুরে কি পরিমাণ ইউরিয়া সার প্রয়ােগ করেছিলেন? নির্ণয় কর।
- খ) মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন কর।
২। পলিব্যাগে চারা তৈরী সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর।
উত্তর দেখুন: কৃষি শিক্ষা: পুকুরে ইউরিয়া সার প্রয়ােগের পরিমাণ নির্ণয় কর ও পলিব্যাগে চারা তৈরী
মূল্যায়ন নির্দেশক:
ক) • পাঠ্যপুস্তকের আলােকে ধারণা প্রদান।
- সঠিক ধারণা সাপেক্ষে সারের পরিমাণ নির্ণয়
খ) • বিষয়বস্তুর ধারণা প্রদান
পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে ব্যাখ্যা প্রদান বিষয়বস্তুর ধারণা ও উদ্দীপকের আলােকে সংশ্লেষণ/বিশ্লেষণ/সিদ্ধান্ত গ্রহণ
২। • বিষয়বস্তু সম্পর্কে ধারণা
- ধারণা সুবিধাজনক কেন? তার ব্যাখ্যা প্রদান
শ্রেণি: ৮ম, বিষয়: গার্হস্থ্য বিজ্ঞান, ৬ষ্ঠ এসাইনমেন্ট
অ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
পঞ্চম অধ্যায়: রােগ সম্পর্কে সতর্কতা
- পাঠ-১: শিশুর সাধারণ রােগব্যাধি
- পাঠ-২: ডায়রিয়া।
- পাঠ-৩: সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ও কৃমি
- পাঠ-৪: হাম, যক্ষ্মা, পােলিও, মাইলাইটিস, মাম্পস।
- পাঠ-৫: সংক্রমণ মুক্তকরণ টিকা, ইনজেকশন
সপ্তম অধ্যায়: বিভিন্ন প্রতিকূল অবস্থা থেকে নিজেকে রক্ষা করা
- পাঠ-১: মাদকাসক্তি
- পাঠ-২: বাল্যবিবাহ, যৌতুক
- পাঠ-৩: যৌন নিপীড়ন
অষ্টম অধ্যায়: খাদ্য পরিকল্পনা
- পাঠ-১: মেনু পরিকল্পনার নীতি
- পাঠ-৪: ১১ থেকে ১৫ বছরের শিশুর খাবার
- পাঠ-৫: ওজনাধিক্য শিশুর খাদ্য পরিকল্পনা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
১। সৃজনশীল প্রশ্ন: ১
সম্প্রতি করিম চাচা বিদেশ থেকে এসে দুই সপ্তাহ তাঁর ঘরে একা অবস্থান করলেন৷ কোনাে সমস্যা না হওয়ায় এরপর থেকে পরিবারের অন্যদের সাথে মেলামেশা করতে শুরু করলেন।
- ক) উদ্দীপকে কোন রােগের সচেতনতার প্রতি ইঙ্গিত করা হয়েছে- ব্যাখ্যা কর৷
- খ) উদ্দীপকের রােগটিকে কীভাবে প্রতিরােধ করা যায়- বর্তমান পরিস্থিতির আলােকে মূল্যায়ন করা
২। রােগের নাম ও প্রতিরােধক টিকার চার্ট তৈরি কর।
৩। যৌন হয়রানি বা যৌন নিপীড়নের শিকার হলে কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়ােজন?
৪। সৃজনশীল প্রশ্ন: ২
মুন্না চতুর্থ শ্রেণির ছাত্র। সে খেতে খুব পছন্দ করে। চকলেট, চিপস, ড্রিংকস তার খুব পছন্দ৷ ইদানীং সে সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাঁপিয়ে যায়। বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়না৷ অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। তার মা পুষ্টিবিদের শরণাপন্ন হলেন৷
- ক) উদ্দীপকের ছেলেটির সমস্যার কারণ ব্যাখ্যা কর।
- খ) মুন্নার সমস্যা উত্তরণের উপায় বিশ্লেষণ কর।
মূল্যায়ন নির্দেশক
১। ক) • রােগের নাম/ধারণা • পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে রােগ/ধারণার ব্যাখ্যা প্রদান।
রােগের নাম/ধারণা পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে রােগ/ধারণার ব্যাখ্যা প্রদান প্রতিরােধের উপায় নির্ধারণ এবং শিক্ষার্থীদের নিজস্ব সংশ্লেষণ/বিশ্লেষণ/ মন্তব্য প্রদান
- চার্ট তৈরিতে সঠিকতা • সঠিক তথ্য উপস্থাপন।
- বিষয়বস্তুর ধারণা প্রদান। • বিষয়বস্তুর ধারণার ব্যাখ্যা প্রদান • কমপক্ষে ৫টি সাবধানতা নির্ধারণ
৪। ক) • বিষয়বস্তুর ধারণা প্রদান। • ধারণার ব্যাখ্যা (পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে)
- সমস্যা থেকে উত্তরণের উপায় নির্ধারণ
ব্যাখ্যা প্রদান পাঠ্যপুস্তক ও উদ্দীপকের আলােকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ
আপনাদের জন্য ৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত এর এক পাতায় পিডিএফ করে দেওয়া হল। শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
৮ম শ্রেণির ৬ষ্ঠ এসাইনমেন্ট ডাউনলোড
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
আপনার জন্য অন্যান্য ক্লাসের ৬ষ্ঠ এসাইনমেন্ট:
-
মাধ্যমিকের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশিত
-
৬ষ্ঠ শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
৭ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
৮ম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
-
নবম শ্রেণির ৬ষ্ঠ সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
৬ ষ্ঠ এস্যাইনমেন্ট ৮ ম শ্রেণির PDF ফাইল।
whatapp :01641909285
দয়া করে একটু পাঠিয়ে দিলে খুশি হতাম।
reselt to first got my fine
math er ans koi???