কারিগরি প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে পূরণের নির্দেশ – যেভাবে করবেন
সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণের নিমিত্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি
অনলাইনে পুরণ করার নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর; ০২./১১/২০২০ কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমপিওভুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনলাইনে পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মাে: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সক্ষমতা বৃদ্ধির জন্য প্রকল্প গ্রহণের নিমিত্ত কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্যাদি অনলাইনে পুরণ প্রসঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। সে মােতাবেক, প্রস্তাবিত প্রকল্পের প্রণয়নে কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্যাদি প্রয়ােজন। উক্ত তথ্যাদি সংগ্রহের নিমিত্ত একটি অনলাইন ফরম তৈরী করা হয়েছে।
২। কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে www.dteplanning.onlinetvet.com লিংকে প্রবেশ করে প্রদত্ত ৩টি ফরম যথা: (১) প্রতিষ্ঠানের সাধারণ তথ্য, (২) ট্রেড ও শিক্ষার্থীদের তথ্য ফরম এবং (৩) শিক্ষক ও কনিক্যাল স্টাফদের তথ্য অনলাইনে পূরণ করতে হবে।
৩। এমতাবস্থায়, কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠানকে আগামী ১৫/১১/২০২০ তারিখের মধ্যে উল্লিখিত চাহিত তথ্যাদি অনলাইনে পূরণ করার জন্য অনুরােধ করা হলাে।
অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
অনলাইনে যেভাবে পূরণ করবেন কারিগরি এমপিও প্রতিষ্ঠানের তথ্য:
নতুন প্রকল্প প্রণয়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের
তথ্যাদি সংগ্রহের অনলাইন ডাটাবেস:
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিও ভুক্ত সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে উন্নয়ন প্রকল্পে অংশগ্রহণের জন্য এই ডাটাবেসে তথ্য প্রদান করতে হবে।
www.dteplanning.onlinetvet.com লিংকে প্রবেশ করে প্রথমে Institute Registration এ ক্লিক করে প্রতিষ্ঠানের একটি একাউন্ট তৈরী করুণ।
কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠানের তথ্যাদি যাচাইবাচাই করে একাউন্টের এপ্রুভাল দেয়া হবে। এরপর Instructions for Data Entry ক্লিক করে ডাটা এন্ট্রির নির্দেশনাবলী অনুসরণ করে সকল তথ্য প্রদান করতে হবে।
একাউন্ট তৈরীর বিস্তারিত জানার জন্য Instruction for registration ক্লিক করে নির্দেশনাবলী ডাউনলােড করুণ।
Institute Registration Form:
সাবধানতার সহিত সকল তথ্য ইংরেজিতে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুণ।
দুই কার্যদিবসের মধ্যে ডাটা যাচাই বাছাই করে একাউন্ট একটিভ করা হবে এবং কনফার্মেশন ইমেইলের মাধ্যমে জানানাে হবে।
এরপর রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাবেসে লগইন করা যাবে এবং সকল ফরম পূরণ করা যেবে।
কোন কারনে কনফার্মেশন ইমেইল না পেলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করুণ। না হলে dte.ad4@gmail.com মেইলে যােগাযােগ করুণ।
ইউজারনেম ও পাসওয়ার্ড ভালভাবে সংরক্ষণ করতে হবে।
রেজিষ্ট্রেশন করতে যেসকল তথ্য লাগবে:
- Institute’s Mobile Number:
- Institute’s MPO Code:
- Institute Code (BTEB):
- Create a New Username *
- EIN Number:
- Create a New User Password:
- Conform New Password:
উপরোক্ত তথ্যাবলি সঠিকভাবে দিয়ে I am not robot চেক বক্সে ক্লিক করে Submit বাটনে ক্লিক করুন;
Registration Confirmation Message:
ধন্যবাদ আপনার Registration Form গৃহীত হয়েছে সাবধানতার সহিত সকল তথ্য ইংরেজিতে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুণ।
দুই কার্যদিবসের মধ্যে ডাটা যাচাই বাছাই করে একাউন্ট একটিভ করা হবে এবং কনফার্মেশন ইমেইলের মাধ্যমে জানানাে হবে।
এরপর রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করে ডাটাবেসে লগইন করা যাবে এবং সকল ফরম পূরণ করা যেবে। কোন কারনে কনফার্মেশন ইমেইল না
পেলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করার চেষ্টা করুণ। না হলে dte.ad4@gmail.com মেইলে যােগাযােগ করুণ।
Login form:
একাউন্ট একটিভ ইন্সটিটিউট রেজিস্ট্রেশন ফরম পূরণের সময় প্রদত্ত ইউজারনেম ও পাসওয়ার্ড এন্ট্রি দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।
ইন্সটিটিউট রেজিস্ট্রেশন সম্পন্ন না করলে নিউ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন করুণ।
- Username or Email Address;
- Password;
- Remember Me:
- LOG IN:
- Lost your password?
- New Registration
Form home page:
ইউজারনেম ও পাসওয়ার্ড এন্ট্রি দিয়ে লগইন করলে Form home page এ তিনটি ফরমের জন্য তিনটি বাটন দেয়া আছে পর্যায়ক্রমে বাটনে ক্লিক করে সকল ফরম পূরণ করুন।
প্রথমে Institute general information form পূরণ করতে হবে, না হলে পরের ফরম পূরণ করা যাবেনা।
সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শুধুমাত্র কারিগরি শাখার সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও টেকনিক্যাল স্টাফদের তথ্য পূরণ করতে হবে।
কোন তথ্য না থাকলে বা প্রযােজ্য না হলে ‘০০০০’ (৪ শূন্য) দ্বারা পূরণ করুন। সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
Institute general information form:
সাবধানতার সহিত সকল তথ্য ইংরেজিতে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুণ। কোন তথ্য না থাকলে বা প্রযােজ্য না হলে ‘০০০০ (৪ শূন্য) দ্বারা পূরণ করুন।
Institute Name, Institute Code (BTEB), EIIN Number, MPO Code রেজিস্ট্রেশন ফরমের তথ্য অনুযায়ী নির্ভুল ভাবে পূরণ করতে হবে।
Trades and students information form:
প্রতি ট্রেডের জন্য আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে।
এক ট্রেডের তথ্য পূরণের পর সাবমিট দিয়ে পুনরায় অন্য ট্রেডের তথ্য পূরণ করতে হবে।
প্রতিক্ষেত্রে সংশ্লিষ্ট ট্রেডের ছাত্রছাত্রীর তথ্য দিতে হবে।
কোন তথ্য না থাকলে বা প্রযােজ্য না হলে ‘০০০০ (৪ শূন্য) দ্বারা পূরণ করুন। সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
Teachers and technical staff information form:
প্রতি শিক্ষক এবং টেকনিক্যাল স্টাফের জন্য আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে।
কোন তথ্য না থাকলে বা প্রযােজ্য না হলে ‘০০০০ (৪ শূন্য) দ্বারা পূরণ করুন। সকল তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
শিক্ষকদের যেসকল তথ্য লাগবে:
- Teachers/Technical staff name:
- Select Institute Code:
- Designation
- Date of Birth:
- MPO Status *:
- Index No.:
- Mobile No:
- Email ID:
সকল তথ্য এন্ট্রি করার পর Submit বাটনে ক্লিক ডাটা সেভ করুন;
আরও ডাটা যোগ করতে চাইলে Click for another entry বাটনে ক্লিক করুন।
কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন এমপিও ভুক্ত সকল কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে উল্লেখিত নির্দেশনা মােতাবেক সকল তথ্য পূরণ করার জন্য অনুরােধ করা হল।
প্রয়ােজনে কারিগরি সহায়তার জন্য যােগাযােগ করুণ:
পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগ
কারিগরি শিক্ষা অধিদপ্তর
টেলিফোনঃ (+৮৮) ০২৫৮১৫৩৩৮৫ 2612076- dte.ad4@gmail.com
কারিগরি শিক্ষার যেকোন তথ্য সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল Subscribe করুন;
আসসালামুআলাইকুম স্যার ভোকেশনাল ক্লাস নাইনের এসএসসি প্রথম কোশ্চেন এর এবং উত্তর দেওয়া যাবে কি