সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি
সোনালী সেবা স্লীপ প্রিন্ট: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর বেশিরভাগ সেবাই এখন অনলাইনে সম্পন্ন হয় এবং আবেদনের যাবতীয় ফি সোনালী সেবা স্লীপ এর মাধ্যমে সম্পন্ন করতে হয়। কুমিল্লা বোর্ডের বিভিন্ন সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে সর্বসাধারণের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ;
১৯ অক্টোবর ২০২০ কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েব সাইট এর নোটিশ বোর্ডে সোনালী সেবা ফি পরিশোধ স্লীপ সংক্রান্তি এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড, কুমিল্লা এর যে সকল সেবাগ্রহীতা বাের্ডে এসে “সােনালী সেবা স্লিপ” এর মাধ্যমে টাকা জমা দিতে ইচ্ছুক তাদের জানানাে যাচ্ছে যে, এখন থেকে বাের্ড সংলগ্ন সােনালী ব্যাংক লিমিটেড, বাের্ড শাখা কর্তৃক “সােনালী সেবা স্লিপ প্রদান করা হবে। উল্লেখ্য, “সােনালী সেবা স্লিপ” প্রিন্ট বাবদ কোন প্রকার অর্থ পরিশােধ করতে হবে না
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড, কুমিল্লা এর সচিব প্রফেসর নুর মোহাম্মদ স্বাক্ষরিত
সোনালী সেবা ফি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন
এই কুমিল্লা বোর্ড বিজ্ঞপ্তি বোর্ডের আক্ষরিক সংশোধন, নাম সংশোধন, জন্ম তারিখ সংশোধন, কমিটি অনুমোদন, শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি নবায়ন সহ সকল সেবার সোনালী সেবা অনলাইন প্রিন্ট বের করার বিষয়টি সহজ করে দেয়া হলো।
উত্তরোত্তর কুমিল্লা বোর্ডের বিভিন্ন সেবার মান এবং কর্মকাণ্ডে গতি নিয়ে আসার জন্য শতভাগ অনলাইনে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন বোর্ড কর্তৃপক্ষ।
বেশিরভাগ সেবাই ঘরে বসে যে কোনো সেবা গ্রহীতা নিতে পারেন এজন্য কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে বিভিন্ন কর্মকর্তাদের মোবাইল নম্বর প্রদান করা হয়েছে। আপনি চাইলে ফোন করে বা ওয়েবসাইটে প্রবেশ করে কুমিল্লা বোর্ডের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন।
কুমিল্লা বোর্ড সহ দেশের শিক্ষা চাকরি প্রশিক্ষণ ও সকল অফিশিয়াল সংক্রান্ত যেকোন তথ্য সবার আগে আপনার ফেসবুক পেইজে পেতে চাইলে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন একবার ভিজিট করুন।
আপনার জন্য গুরুত্বপূর্ণ:
- শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড রেজিষ্টার; বিনামূল্যে ডাউনলোড
- নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড
আপনাদের জন্য আমাদের আরও কয়েকটি সাইট:
- SoftDows.com – Tech Review and Software Tutorial
- TechSupport- Free Online Technical Support in Bangla