বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে ১১০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে ১১০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি; বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষে ১১০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি;
নিয়োগকারী কর্তৃপক্ষ: | বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: | ২২-০১-২০২০ |
বিজ্ঞপ্তি নং- | ০১/২০২০ |
মোট পদের সংখ্যা: | ১১০ |
আবেদনের শেষ তারিখ: | ২০-০২-২০১০ |
অনলাইন আবেদন লিংক- | http://jobsbiwta.gov.bd/website/ |
আবেদন ফি- | ২১৫ (দুইশত পনের টাকা) |
আবেদন ফি জমার পদ্ধতি: | রকেট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। বিলার আইডি: 422 |
বিস্তারিত:
ক্রমিক নং | পদের নাম | পদ সংখ্যা | অনলাইন অবেদন লিংক |
---|---|---|---|
1 | অফিসার্স কুক | 01 | আবেদন করুন |
2 | গ্রীজার | 58 | আবেদন করুন |
3 | ট্রেসার | 01 | আবেদন করুন |
4 | তত্ত্বাবধায়ক-কাম-রক্ষণাবেক্ষণকারী, গুদাম সহকারী ও সহকারী | 03 | আবেদন করুন |
5 | তোপাষ | 22 | আবেদন করুন |
6 | নিম্নমান সহকারী, সময় রক্ষক এবং সহকারী কোষাধ্যক্ষ | 03 | আবেদন করুন |
7 | নিম্নমান সহকারী /মুদ্রাক্ষরিক | 02 | আবেদন করুন |
8 | ভান্ডারী | 17 | আবেদন করুন |
9 | মেডিকেল এটেনড্যান্ড | 01 | আবেদন করুন |
10 | রেফ্রিজারেটর মেকানিক | 01 | আবেদন করুন |
অনলাইনে আবেদনের নিয়মাবলি:
আবেদন এর জন্য নিম্নে উল্লেখিত ফর্মটি অবশ্যই বাংলা ইউনিকোড ফন্টে পূরণ করতে হবে৷ শুধুমাত্র নিজ নাম বাংলা এবং ইংরেজীতে লিখতে হবে। অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে । বাংলা ইউনিকোড ফন্টে টাইপ করার জন্য এই লিংকটিতে (http://www.google.com/intl/bn/inputtools/try/) ক্লিক করুন৷ অথবা আপনার কম্পিউটার এ গুগল ইনপুট টুলস এর মাধ্যমে ইউনিকোডে বাংলা টাইপিং প্রক্রিয়া ইনস্টল করার জন্য এই লিঙ্কটিতে যান (http://www.google.com/intl/bn/inputtools/windows/) ৷ এছাড়াও আপনি অভ্র অথবা যেকোনো বাংলা ইউনিকোড ফন্টে এই ফর্মটি পূরণ করতে পারেন। চাকুরীর জন্য আবেদন ফর্মটি সাবমিট করার পর যে Applied ID টি দেয়া হবে সেটা সংরক্ষণ করে রাখুন। পরিবর্তিতে সকল ক্ষেত্রে এই নম্বর টি দরকার হবে।