শিক্ষার্থীদের বিকাশ একাউন্ট সংক্রান্ত বিষয়ে মাউশির জরুরি নির্দেশনা
শিক্ষার্থীদের বিকাশ একাউন্ট সংক্রান্ত: মাধ্যমিক স্কুল কলেজে অধ্যায়নরত উপবৃত্তি ধারী শিক্ষার্থীদের বিকাশ একাউন্ট সম্পর্কে জরুরি নির্দেশনা প্রদান করেছে মাউশি; শিক্ষার্থীদের বিকাশ একাউন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্ব নির্দেশনা দেওয়া হয়েছে;
১৭ আগস্ট ২০২০ মাউশির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে উপবৃত্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।
উপবৃত্তি সংক্রান্ত তথ্যের জন্য বিকাশ কেয়ার ও সেন্টারে যোগাযোগকরণ প্রসঙ্গে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি হলো-
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে. শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম SEDF এর আওতায় সমন্ষিত উপবৃত্তি কর্মসূচি (HSP) এর আওতায় উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নিম্নলিখিত তথ্যাদির বিষয়ে বিকাশ কেয়ার এন্ড সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো;
১. পিন রিসেট :
বিকাশ পিন নম্বর ভুলে গেলে/পিন নম্বর ব্লক হয়ে গেলে ।
২. ব্যালেন্স ট্রাসফার :
কোন কারণে টাকা উত্তোলণ করতে না পারলে অনা কোন নতুন একাউন্টে টাকা ট্রান্সফার করার জনা আগের জাতীয় পরিচয় পত্র নম্বর এবং শিক্ষার্থীর আইডি নম্বর ঠিক থাকতে হবে (তথ্য হালনাগাদ, ব্যালেন্স ট্রান্সফার, ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রত্যয়ন পত্র আনতে হবে এবং সাথে পূর্বের একাউন্ট নম্বর ও অভিভাবকের মূল জাতীয় পরিচয়পত্রসহ অভিভাবককে সশরীরে উপস্থিত থাকতে হবে)
৩. সিমধারী ব্যক্তির মৃতাজনিত/সিম হারানো/সিম নষ্ট/অন্যান্য কারণ:
উল্লেখিত কারণে তথ্য হালনাগাদের মাধ্যমে নতুন একাউন্ট করতে হবে। বিকাশ কেয়ার ও সেন্টারের ঠিকানা উপজেলা মাধামিক শিক্ষা কর্মকর্তার ই-মেইলে প্রেরণ করা হবে।
মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির জন্য hsp.sstipend@gmail.com মেইলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বিকাশ একাউন্ট সংক্রান্ত এই নির্দেশনাটি প্রদান করেছেন
(শরীফ মোর্তজা মামুন), স্কীম পরিচালক
উপবৃত্তি প্রাপ্ত ৭ম শ্রেনীর একজন ছাত্রী মাসে বা বছরে কত টাকা পায়।