সর্বশেষ আপটেড
করোনা ভাইরাস চিকিৎসা বিষয়ে জরুরী গণবিজ্ঞপ্তি – স্বাস্থ্য মন্ত্রণালয়
করোনা ভাইরাস চিকিৎসায় জরুরী গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশিত গণ বিজ্ঞপ্তিতে বলা হয়-
আপনার জ্বর, কাশি, গলা ব্যথা, মেজ মেজ ভাব, শরীর ব্যথা, হাঁচি, কাশি, সর্দি এসব উপসর্গ যদি থাকে। তবে শ্বাস কষ্ট না থাকে-
তাহলে বাড়িতেই থাকুন এবং নিন্মোক্ত নিয়ম মেনে চলুন:
- কুসুম গরম পানি পান করুন এবং গরম পানি দিয়ে গড়গড়া করুন;
- বাড়ির অন্যদের থেকে আলাদা থাকুন;
- দিনে অন্তত দুবার শরীরের তাপমাত্রা মাপুন;
- মাস্ক পড়ুন;
- বাড়িতে অতিথিদের আসা বন্ধ করুন;
- ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবেন;
- জ্বর কমানোর জন্য প্যারাসিটেমল খাবেন;
- সর্দি, কাশির জন্য এন্টি হিস্টাসিন (ফেক্সোফেনডিন, ক্লোরফেনিরামিন ইত্যাদি) খেতে পারেন;
- হাত দিয়ে নাক, চোখ ও মুখ ছোবেন না;
প্রয়োজনে ১৬২৬৩ বা ৩৩৩ তে ফোন করে বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ নিন
আপনার উপরোক্ত উপসর্গ সমূহ থাকলে এবং বয়স ৬০ এর বেশি হলে অন্যান্য অসুস্থ্যতা (যেমন- হাঁপানী, হৃদরোগ, ডায়াবেটিক্স বা গর্ভাবস্থা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহন করুন;
শ্বাসকষ্ট হলে বা অন্যান্য জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন;
স্বাস্থ্য অধিদপ্তর