সমন্বিত উপবৃত্তি কর্মসূচি ২০২৫: ৬ষ্ঠ শ্রেণির নতুন শিক্ষার্থী নির্বাচন ও এন্ট্রির সময়সূচী
২০২৫ সালের ষষ্ঠ, নবম ও একাদশ শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনা প্রদান করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ১০ এপ্রিল ২০২৫ দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫ সালে ৬ষ্ঠ, ৯ম ও ১১শ শ্রেণির ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির যোগ্য শিক্ষার্থীদের ডাটা অনলাইনে প্রেরণ করার এই নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে আগামী ১৫ এপ্রিল ২০২৫ থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সফটওয়্যারে নির্ধারিত নির্দেশনাসমূহ মেনে ডাটা এন্ট্রি করতে বলা হয়েছে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচী ৬ষ্ঠ থেকে ১২শ শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের কার্যক্রম পরিচালনা করে থাকে।
শিক্ষা প্রতিষ্ঠান থেকে উপবৃত্তির যোগ্য প্রার্থী নির্বাচনের পর উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্ধারিত এড্রেস ব্যবহার করে তথ্য এন্ট্রি করার পর পিএমইটি কর্তৃক মনোনয়ন পাওয়ার পর উপকারভোগীরা তাদের মোবাইল ব্যাংকিং একাউন্টে অর্থ পেয়ে থাকে।
প্রতি বছর নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ৬ষ্ঠ শ্রেণির এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয় থেকে আসা ৯ম শ্রেণির শিক্ষার্থীদের এই সুবিধায় যুক্ত করা হয়।
নতুন শিক্ষার্থী নির্বাচন ও ডাটা এন্ট্রি ২০২৫
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট্রের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ম্যানুয়াল অনুযায়ী ২০২৫ সালের ৬ষ্ঠ এবং বিশেষ ক্ষেত্রে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ, যাচাই এবং HSP-MIS এ তথ্য এন্ট্রির বিষয়ে নিম্ন বর্ণিত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরােধ করা হলাে।
HSP-MIS এ তথ্য এন্ট্রি ও প্রেরণ
২০২৫ সালের ৬ষ্ঠ, ৯ম (শর্ত সাপেক্ষে) শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির জন্য আবেদন ফরম বিতরণ, শিক্ষার্থী কর্তৃক যথানিয়মে আবেদন ফরম পূরণপূর্বক শিক্ষা প্রতিষ্ঠানে জমাদান, HSP ম্যানুয়াল মােতাবেক প্রতিষ্ঠান পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে শিক্ষার্থীর তথ্য যাচাই-বাছাই, তালিকা প্রণয়ন এবং তালিকা মােতাবেক শিক্ষার্থীদের তথ্য আগামী ১৫ এপ্রিল ২০২৫ তারিখ হতে শুরু করে ৩০ এপ্রিল ২০২৫ তারিখের মধ্যে HSP-MIS এ নির্ভুলভাবে এন্ট্রি করে সফটয়্যারের নির্ধারিত অপশন ব্যবহার করে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার নিকট প্রেরণ করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSPMIS এ তথ্য এন্ট্রি এবং প্রেরণ সুবিধাটি ৩০.০৪.২০২৫ তারিখ রাত ১২ টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সকল উপজলাে/থানা মাধ্যমকি শিক্ষা কর্মকর্তা উপজেলা/থানা পর্যায়ে গঠিত কমিটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS এ এন্ট্রিকৃত এবং উপজেলায় প্রেরতি তথ্যাদি যাচাই-বাছাই করে আগামী ০৮.০৫.২০২৫ তারিখের মধ্যে নির্ধারিত অপশন ব্যবহার করে HSP/PMEAT-তে প্রেরণ করতে হবে।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাধীন এলাকা
দেশের সকল ভৌগােলিক এলাকার (মেট্রোপলিটন ও জেলা সদরের পৌর এলাকাসহ) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বাের্ডের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল-কলেজ এবং মাদ্রাসা এই কর্মসূচির আওতাভুক্ত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে ভর্তিকৃত শিক্ষার্থীরা এ উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হবে না। উপবৃত্তির তালিকায় যুক্ত হল নতুন প্রতিষ্ঠান এর তালিকা এখানে দেখা যাবে।
উপকারভােগী শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া
দারিদ্র্য ও প্রক্সি মিন্স টেস্টিং যৌথ পদ্ধতির মাধ্যমে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তথ্যাদি যাচাই বাছাই এবং একটি বিশেষায়িত সফটয়্যারের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। শুধুমাত্র ৬ষ্ঠ এবং ১১শ শ্রেণির শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় উপবৃত্তি প্রাপ্তির আবেদন করতে পারবে।
তবে ৯ম শ্রেণির শিক্ষার্থীরা যারা উপবৃত্তি কর্মসূচি বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮ম শ্রেণি পাস করে নতুন ভর্তি হয়েছে তারা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ৯ম শ্রেণির কোন শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে না।
শিক্ষার্থী অন্য কোনাে সরকারি উৎস থেকে উপবৃত্তি অথবা অভিভাবক কর্তৃক শিক্ষাভাতা গ্রহণ করলে উপবৃত্তির জন্য যােগ্য বলে বিবেচিত হবে না।
নিচের ছবিতে ২০২৫ সালের ষষ্ঠ, নবম শ্রেণির উপবৃত্তির তথ্য এন্ট্রির নির্দেশনাটি দেখুন

আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন;