অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান
১৫তম সপ্তাহে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্ধারিত অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
০৭ সেপ্টেম্বর ২০২১ খ্রিঃ অধিদপ্তর কর্তৃক সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সমূহের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ১৫ তম সপ্তাহে এসাইনমেন্ট সমূহ প্রকাশ করা হয়।
৮ম শ্রেণির শিক্ষার্থীদের ১৫তম সপ্তাহের নির্ধারিত অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞান, কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয় সমূহ। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য ১৫তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট সমূহ বিষয় ও বিভাগভিত্তিক পিডিএফ আকারে দেওয়া হলো।
[ninja_tables id=”12039″]অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
বিষয়: বিজ্ঞান, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-সপ্তম; পৃথিবী এ মহাকর্ষ।
অ্যাসাইনমেন্ট: একটি কাগজ ও একটি ছােট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করাে।
১) প্রায় ১০ ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও ও কী ঘটছে লক্ষ্য করাে।
২) কাগজটিকে মুড়িয়ে একটি গােল বলের মতাে তৈরি করাে এবং বস্তুদুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করাে। কারণ বিশ্লেষনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করাে। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যেক্ষণ ধারাবাহিকভাবে লিখ।
সংকেতঃ
ক) উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ, অভিকর্ষজ ত্বরনে ও ভরের প্রভাব।
খ) মহাকর্ষ ও অভিকর্ষ সুত্রের সঠিক ব্যবহার।
শিখনফল/বিষয়বস্তু:
পাঠ-১: মহাকর্ষ, পাঠ-২-৩ : অভিকর্ষ ও অভিকর্ষজ ত্বরন, পাঠ-৪: ভর ও ওজন, পাঠ-৫ : ভর ও ওজনের সম্পর্ক, পাঠ-৬ : পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষজ ত্বরণ ও বস্তুর ওজন, পাঠ ৮-৯ : লিফটে ও মহাশূন্যে ওজনের তারতম্য : ওজনহীনতা।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের সকল পাঠ সম্পন্ন করতে হবে।
২. প্রয়ােজনে অন্যের সাহায্য নিতে হবে।
অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট
বিষয়: কর্ম ও জীবনমুখী শিক্ষা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অধ্যায় ও অধ্যায়ের শিরােনাম:অধ্যায়-প্রথম; মেধা, কায়িকশ্রম ও আত্ম-অনুসন্ধান।
অ্যাসাইনমেন্ট: তুমি কী নিজেকে আত্মমর্যাদা সম্পন্ন মনে কর? নিচের ছকের সাহায্যে তােমার বাবা/মা/একজন অভিভাবকের আত্মমর্যাদা পরিমাপ করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁর অবস্থান নির্ণয় কর।
ক্রঃ | নির্দেশনা | সবসময় | মাঝে মধ্যে | কম |
১০ | ৭ | ৩ | ||
১ | কর্তব্যপরায়নতা | |||
২ | নিয়মানুবর্তীতা | |||
৩ | স্বনির্ভরতা | |||
৪ | মানবতা | |||
৫ | মূল্যবােধ |
শিখনফল/বিষয়বস্তু:
পাঠ ১ ও ২: সভ্যতার অগ্রযাত্রায় মেধা ও কায়িক শ্রম, পাঠ ৩: আগুন আবিষ্কারের কাহিনী, পাঠ ৪: চাকা অবিষ্কার : একটি মাইলফলক
পাঠ ৫: পাত্র নিয়ে যত কথা, পাঠ: ৬ লিখন পদ্ধতি : মেধাশ্রম সংরক্ষণ, পাঠ ৭: বল দেখি কোনটা কী?
পাঠ ৮: রােবট: অসম্ভব হলাে সম্ভব।, পাঠ ৯: মহাকাশে অভিযান, পাঠ ১০: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মমর্যাদাবােধ
পাঠ ১১: আমি কী আত্মমর্যাদাসম্পন্ন? পাঠ ১২: শিক্ষা ও কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস, পাঠ ১৩: এসাে আত্মবিশ্বাস যাচাই করি
পাঠ ১৪: শিক্ষা ও কর্মক্ষেত্রে সৃজনশীলতা, পাঠ ১৫: আমি কি সৃজশীল?
অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
নিচের দেওয়া কাঙ্খিত বাটনে ক্লি করে অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করুন।
আপনার জন্য আরো কিছু তথ্য…