৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত
৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত হয়েছে: কোভিড-১৯ মহামারীর এর কারণে বিদ্যালয় সমূহ বন্ধ থাকায় দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন করার জন্য ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে সেই আলোকে সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; সপ্তাহিক অ্যাসাইনমেন্ট প্রকাশের কার্যক্রমের আওতায় ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম অ্যাসাইনমেন্ট (নির্ধারিত কাজ) প্রকাশ করা হয়েছে ২৫ নভেম্বর ২০২০; এর আগে ৬ষ্ঠ শ্রেণির ১ম অ্যাসাইনমেন্ট, ২য় অ্যাসাইনমেন্ট, ৩য় এস্যাইনমেন্ট ও ৪র্থ এসাইনমেন্ট প্রকাশ করা হয়।
৬ষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বার্ষিক পাঠ মূল্যায়নের লক্ষ্যে ৫ম সপ্তাহের এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রকাশ করে ওয়েব সাইটে প্রকাশ করেছে মাউশি;
৬ষ্ঠ শ্রেণির বিষয় ভিত্তিক শিক্ষার্থীদের জন্য ৫ম এস্যাইনমেন্ট বা নির্ধারিত কাজ বাংলা নোটিশ ডট কম এ প্রকাশ করা হল।
এই পোস্টের শেষে ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট ধর্ম ভিত্তিক এক পাতায় পিডিএফ করে দেওয়া হয়েছে। প্রত্যেক ধর্মের জন্য এক পাতা; শুধু ডাউনলোড করে প্রিন্ট করে শিক্ষার্থীদের বিতরণ করতে পারবেন।
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের পঞ্চম এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ)
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: গণিত, ৫ম এসাইনমেন্ট
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- দ্বিতীয় অধ্যায়: ৫. শতকরা ও ঐকিক নিয়ম ৬. অনুপাত, শতকরা ও ঐকিক নিয়ম সংক্রান্ত সমস্যা;
- তৃতীয় অধ্যায়: ১. পূর্ণ সংখ্যা ২. পূর্ণ সংখ্যা ৩. সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যার অবস্থান ও তুলনা ৪. চিহ্নযুক্ত সংখ্যার যােগ, বিয়ােগ;
- চতুর্থ অধ্যায়: ১. বীজ গণিতীয় প্রতীক, চলক, সহগ, সূচকের ব্যবহার;
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
প্রশ্ন: ০১ একটি ফলের দোকান থেকে ২৫০ টি ফজলি আম কিনে আনা হলাে। দুইদিন পর ২৫ টি আম পচে গেল এবং একটি আমের দাম ৩০ টাকা।
- ক) ২৫ টাকা ৭৫ টাকার শতকরা কত?
- খ) শতকরা কতটি আম ভাল আছে?
- গ) একটি আম কত টাকায় বিক্রয় করা হলে মােটের উপর ১০% লাভ হবে?
প্রশ্ন: ০২। -15, 6, 11 তিনটি পূর্ণ সংখ্যা
- ক) -15 এবং 6; (6+5) এবং 11 এর মধ্যে > বা < বা = চিহ্ন বসাও।
- খ) -(-15) +(-11) +6 এর মান নির্ণয় কর।
- গ) সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 যােগফল এবং 11 ও 6 এর বিয়ােগফল নির্ণয় কর।
প্রশ্ন: ০৩: +, -, X, চিহ্নের সাহয্যে লেখ:
- (ক) x এর সাতগুণ থেকে y এর তিনগুণ বিয়ােগ
- (খ) a ও b এর গুণফল এর সাথে c এর আটগুণ যােগা।
- (গ) a ও b এর যােগফলকে x থেকে y এর বিয়ােগফল দ্বারা ভাগ
- (ঘ) x কে ) দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ
- (ঙ) একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার তিনগুণ যােগ;
প্রশ্ন: ০৪ একটি খাতার দাম a টাকা ও একটি বইয়ের দাম b টাকা এবং কলমের দাম c টাকা হলে,
- (i) পাঁচটি কলম ও তিনটি খাতার দাম কত?
- (ii) দশটি বই ও চারটি খাতার দাম কত?
- (iii) আটটি খাতা, ছয়টি বই এবং নয়টি কলমের দাম কত?
নমুনা উত্তর দেখুন: ৬ষ্ঠ শ্রেণির গণিত ৫ম এসাইনমেন্ট গণিত সমাধান কৌশল
মূল্যায়ন নির্দেশক:
- ১. শতকরা ও ঐকিক নিয়ম ব্যবহার করে সমস্যার সমাধান করতে পারা।
- ২. চিহ্নযুক্ত সংখ্যার যােগ বিযােগ করতে পারা এবং সংখ্যা রেখার সাহায্যে পূর্ণ সংখ্যার যােগ বিয়ােগ করতে পারা।
- ৩. বীজ গণিতীয় প্রতীক, চলক, সূচক ব্যবহার করে যােগ বিয়ােগ গুণ ভাগ করতে পারা।
- ৪. বীজ গণিতীয় প্রতীক, চলক, সূচক ব্যবহার কওে সমস্যা সমাধান করতে পারা।
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: বিজ্ঞান, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-৩
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
অষ্টম অধ্যায়: মিশ্রণ
- ১-২ পাঠ : মিশ্রণ ও দ্রবণ
- ৩-৪ পাঠ : দ্রব ও দ্রাবক
- ৫-৭ পাঠ : সম্পৃক্ত দ্রবণ ও অসম্পৃক্ত দ্রবণ।
- ১০-১২ পাঠ : লবনাক্ত পানি হতে লবণের স্ফটিক প্রস্তুতকরণ।
একাদশ অধ্যায়: বল এবং সরল যন্ত্র
- ৩য় পাঠ: সরল যন্ত্র।
- ৪র্থ পাঠ : লিভার
- ৫ম-৬ষ্ঠ পাঠ: লিভারের শ্রেণিবিভাগ
- ৭ম পাঠ: হাতুড়ি
- ৮ম-৯ম পাঠ: হেলানাে তল ও কপিকল
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
- ১। এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন? এই মিশ্রণকে কী বলে?
- ২। দুধ কী জাতীয় মিশ্রণ, ব্যাখ্যা কর।
- ৩। নিচের ছকে ছবিগুলাে দেখে i) ও ii) নং এর উত্তর দাও:
সরল যন্ত্র | i) কোন শ্রেণির লিভার যুক্তি দাও | কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানো যায় |
নমুনা উত্তর: এন্টিবায়ােটিক সিরাপ ঝাঁকিয়ে খেতে হয় কেন – দুধ কী জাতীয় মিশ্রণ
মূল্যায়ন নির্দেশক:
- নির্ভুল তথ্য ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান;
- প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা;
- সরল যন্ত্র চিহ্নিত করার সক্ষমতা;
- সরল যন্ত্র ব্যবহার করে কীভাবে যান্ত্রিক সুবিধা বাড়ানাে যায় তার কৌশল;
- প্রশ্নের অনুধাবন ক্ষমতা
- বিষয়বস্তুর গভীরতা
- প্রয়ােগ ক্ষমতা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: ইসলাম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
পঞ্চম অধ্যায়: আদর্শ জীবন চরিত
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
- ১। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত উমর (রাঃ) এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি? তােমার পাঠ্য বইয়ের আলােকে বিশ্লেষণ কর।
- ২। “প্রজাহিতৈষী হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর (রাঃ)”-ব্যাখ্যা কর।
নমুনা উত্তর দেখুন:
মূল্যায়ন নির্দেশক:
- ১। বিষয়বস্তুগত জ্ঞান।
- ২। নির্ভুল তথ্য ও যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদানের সক্ষমতা
- ৩। নিজস্ব মতামত প্রদানের যােগ্যতা
- ৪। সমস্যা সমাধানের যৌক্তিক বিশ্লেষণের দক্ষতা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
ষষ্ঠ অধ্যায়: ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
ধর্মীয় নৈতিক শিক্ষামূলক যে কাজটি তুমি চর্চা কর (দেশপ্রেম/ অধ্যাবসায়) তার বর্ণনায় নিচের বিষয়গুলাে অন্তর্ভূক্ত করে একটি প্রতিবেদন তৈরি কর।
- (১) কাজের ধারণা
- (২) কাজের উদ্দেশ্য
- (৩) ব্যক্তিগত অভিজ্ঞতা
- (৪) কাজটি করে তােমার অনুভূতি
- (৫) কাজের গুরুত্ব
মূল্যায়ন নির্দেশক:
- (১) কাজের নাম ও তার ধারণা।
- (২) কাজের উদ্দেশ্যের বর্ণনা
- (৩) ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা
- (৪) অনুভূতির বর্ণনা
- (৫) কাজের গুরুত্বের বর্ণনা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- ষষ্ঠ অধ্যায়: চতুরার্য সত্য
- সপ্তম অধ্যায়: ধর্মীয় আচার অনুষ্ঠান ও উৎসব
- দশম অধ্যায়: বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থান
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
সংক্ষিপ্ত প্রশ্ন:
- ১। চতুরার্য সত্য কয়টি ও কি কি?
- ২। বুদ্ধের জন্মস্থানের বর্তমান নাম কোনটি হয়েছে?
- ৩। বৌদ্ধ পূর্ণিমায় বৌদ্ধরা কি কি করে থাকে?
- ৪। বাংলাদেশের বৌদ্ধ ঐতিহ্য ও দর্শনীয় স্থানের নামগুলাে লিখ।
মূল্যায়ন নির্দেশক:
- প্রশ্নের ধরণ অনুযায়ী উত্তর প্রদান ।
- উত্তরের যথার্থতা
- বিষয়বস্তুর গভীরতা
- অনুধাবন ও প্রয়ােগ দক্ষতা
- যুক্তি প্রয়ােগ
- মতামত প্রদান ক্ষমতা
শ্রেণি: ৬ষ্ঠ, বিষয়: খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা, ৫ম এসাইনমেন্ট এর প্রশ্ন
এ্যাসাইনমেন্টের ক্রম: নির্ধারিত কাজ-২
অধ্যায় ও বিষয়বস্তুর শিরােনাম:
- পঞ্চম অধ্যায়: ঈশ্বরের আহ্বানে ইসাইয়ার সাড়াদান
- ষষ্ঠ অধ্যায়: মুক্তিদাতা যীশুর জন্ম ও শৈশব
- নবম অধ্যায়: সত্যবাদিতা, শৃংখলা ও সেবা
এ্যাসাইনমেন্ট/নির্ধারিত কাজ:
বর্ণনামূলক প্রশ্ন :
- ১। শয়তানের প্রলােভনে কিভাবে মানুষের পতন ঘটেছিল ব্যাখ্যা কর।
- ২। পাপের প্রলােভন জয় করার উপায় বর্ণনা কর।
- ৩। মানুষের প্রতি ঈশ্বরের আহ্বানের অর্থ ব্যাখ্যা কর।
- ৪। মুক্তিদাতা যীশুর জন্মের তাৎপর্য লিখ।
- ৫। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্যবাদিতার গুরুত্ব বর্ণনা কর।
- ৬। পরিবার, সমাজ; মণ্ডলী ও রাষ্ট্রে সেবার গুরুত্ব ব্যাখ্যা কর।
মূল্যায়ন নির্দেশক:
- উত্তর দানের ধরণ ঠিক আছে কী-না
- বিষয়বস্তুর গভীরতা কতটুকু
- গাছ লাগানাের গুরুত্ব অনুধাবন করেছে কী-না।
- শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের আলােকে লিখেছে কী-না
- শিক্ষকগণ শিক্ষার্থী প্রদত্ত উত্তরের মধ্যে জ্ঞান, অনুধাবন, উচ্চতর ও প্রয়ােগ দক্ষতার ধাপ অনুসরণ করেছে।
- কী-না মূল্যায়ণ করবেন।
আপনাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির ৫ম সপ্তাহের পঞ্চম এসাইনমেন্ট প্রকাশিত এর এক পাতায় পিডিএফ করে দেওয়া হল। শুধুমাত্র ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে।
৬ষ্ঠ শ্রেণির ৫ম এসাইনমেন্ট ডাউনলোড
এসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে যোগ দিন; এখানে দেশের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করছে [Join Now]
ভাল
ষষ্ঠ শ্রেণীর ৫ম সাপ্তহের গণিত এ্যাসাইনমেন্ট
Dyjhiguhfiih