৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় এবং বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় আগামীকাল ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল স্কুল, কলেজ, মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ প্রসঙ্গে দৈনিক শিক্ষা ডটকম সহ বেশ কটি অনলাইন পত্রিকা একটি খবর প্রকাশ করে।
যাতে বলা হয়-
আজ ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে দেশের সকল অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে পরিপত্র প্রকাশ করে।
এদিকে গতকাল রোববার সকালে দেশে করোনা কইরা সংক্রান্ত বিষয়ে সব স্কুল-কলেজ-মাদ্রাসা বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিমানবন্দরসহ নৌবন্দর গুলো বন্ধ করার জন্য রিট দায়ের করা হয়।
বেশ কিছুদিন যাবৎ ফেসবুক সহ সকল সোশ্যাল মিডিয়ায় স্কুল-কলেজসহ সকল প্রতিষ্ঠান বন্ধ করার জন্য জোর দাবি উঠেছিল।
দেশবাসীর দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক বলেন স্কুল-কলেজ বন্ধ হবে কিনা সে সিদ্ধান্ত মন্ত্রণালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে পরামর্শ প্রদান করেছে।
প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর থেকে বিদ্যালয় বন্ধ দেওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে তথ্য পেতে বিলম্ব হলে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ ক্রমে বিদ্যালয়ের ব্যাপারটি নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেয়া হচ্ছে।
বাংলা নোটিশের ফেসবুক পেইজে লাইক দিন
আরও দেখুন-
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠান আয়োজন
- আনন্দধারা: সবাই মিলে বনভোজন আয়োজন
- সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক তথ্য উপস্থাপন
- কলেজ ভর্তি নিশ্চায়ন বাতিল আবেদন ফরম ও নিয়মাবলি
- প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন
- অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ইসলামি উৎসবের পরিকল্পনা তৈরি
- একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন