৩১ ডিসেম্বরের মধ্যে তুলতে হবে শিওর ক্যাশে থাকা প্রাথমিকের উপবৃত্তির টাকা
প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা রূপালী ব্যাংকের শিওর ক্যাশ একাউন্ট এ জমা থাকলে তা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তুলতে হবে শিওর ক্যাশে থাকা প্রাথমিকের উপবৃত্তির টাকা। শিওর ক্যাশ এ থাকা মোবাইল ব্যাংকিং একাউন্ট এ উপবৃত্তির টাকা উত্তোলন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায়।
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান প্রকল্প তৃতীয় পর্যায় এর সহকারি পরিচালক মোহাম্মদ কোভিদ উদ্দিন স্বাক্ষরিত ৩১/১২/২০২০ খ্রি রাত ১২ টা কাট আপ পয়েন্ট ধরে রূপালী ব্যাংক শিওরক্যাশ এর মােৰাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে ২০১৯-২০২০ অইরের অভ্রোলিত অর্থ উত্তোলন প্রসঙ্গ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের জন্য বলা হয়-
রূপালী ব্যাংক শিওরক্যাশ এর মােবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে ২০১৯-২০২০ অর্থবছরের ৩য় কিঞ্জি পর্যন্ত (জানু-মার্চ/২০২০) বিতরণকৃত ‘উপবৃত্তির অর্থের ক্ষেত্রে ২০২০ সালের ৩১ ডিসেম্বর রাত ১২ টা-কে কাট আপ পয়েন্ট ধরে সুবিধাভােগী কর্তৃক অনুত্তোলিত অর্থের হিসাব বিবরণী জরুরী ভিত্তিতে প্রদান করার জন্য রূপালী ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
২। বর্ণিত অবস্থায় আপনার উপজেলার সুবিধাভােগীদের মােৰাবাইল একাউন্টে প্রেরিত উপবৃত্তির অর্থের মধ্যে যদি সুবিধাভােগী কর্তৃক অনুত্তোলিত অবস্থায় থাকে তবে ৩১/১২/২০২০ ফ্রি এর মধ্যে সে সব অর্থ উত্তোলনের নিমিত্ত সংশ্লিষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং অভিভাবকগণকে অবহিতকরণ পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে আদিষ্ট হয়ে বিশেষভাবে অনুরােধ করা হলাে।
উল্লেখ্য, ৩১/১২/২০২০ খ্রি এর পর বর্ণিত উপবৃত্তির অর্থ উত্তোলনের আর কোন সুযােগ থাকবে না।
আপনার জন্য আরও কিছু তথ্য:
- প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি প্রকাশ
- নগদে প্রাথমিকের উপবৃত্তি পেতে শিক্ষক ও অভিভাবকদের করণীয়
- ই-প্রাইমারি স্কুল সিস্টেম এ প্রাথমিক বিদ্যালয়ের তথ্য আপডেট করার নির্দেশ
দেশের প্রাথমিক শিক্ষার সকল তথ্য, বিজ্ঞপ্তি, পরিপত্র, আদেশ, ঘোষনা প্রভৃতি সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ Like & Follow করে রাখুন এবং ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।