সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর মেয়াদ বৃদ্ধি
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SESIP) এর মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের ওয়েবসাইট dshe.gov.bd তে ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তারিখ:২৯/১২/২০২০ খ্রি: স্মারক নং: মাউশি/সেসিপ/জনবল/১-২/২০১৩/১৩৮৭ প্রকাশিত বিজ্ঞপ্তিটি হলো-
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SESIP)-এর বাস্তবায়ন মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২০ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল।
ইতােমধ্যে উন্নয়ন সহযােগী সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এ প্রােগ্রামের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে Loan Closing তারিখ আগামী ৩১ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করণে সম্মতি জ্ঞাপন করেছে।
এ পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় হতে এ প্রােগ্রামের বাস্তবায়ন কাল এক বছর বৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি), পরিকল্পনা মন্ত্রণালয়-এ সম্মতির জন্য প্রক্রিয়াধীন আছে।
পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে শীঘ্রই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রােগ্রামের মেয়াদ বৃদ্ধির আদেশ জারি করা হবে।
এমতাবস্থায়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SESIP) এর অধীনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে স্ব স্ব দপ্তরে যথারীতি দায়িত্ব পালন অব্যাহত রাখার নির্দেশ প্রদান করা হলাে।