সাধু থেকে চলিত রীতি তে রূপান্তর ও এর ব্যবহার
প্রিয় ছোট্ট বন্ধুরা, ভালো আছো তো ? ভালো থাকার মুহূর্তকে আরো ভালো করার জন্য আজ একটা মজার টপিক নিয়ে এসেছি। আজকের আলোচনায় বাক্যের সাধু থেকে চলিত রীতি রূপান্তর শিখবো। চলো আর দেরি নয়-
১। নিচের রচনা অংশটুকু চলিত রীতিতে রূপান্তর কর:
সাধু রূপঃ-
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল, তাহার কাছে গেলেন। সেখানে গিয়া আগের মতো একটি গাভি চাহিলেন।
সেও ধবল রোগীর মতো তাহাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাক, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করিবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, তাহার কাছে গিয়া বলিলেন, আমি এক বিদেশি বিদেশি।
বিদেশে আমার সম্বল ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছিবার আর কোন উপায় নাই।
যিনি তোমার চক্ষু ভালো করিয়া দিয়াছেন, আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়া একটি ছাগল চাহিতেছি;
যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়া দেশে ফিরিয়া যাইতে পারি।
চলিত রূপঃ-
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে টাকাওয়ালা ছিল, তার কাছে গেলেন। সেখানে গিয়ে আগের মতো একটি গাভি চাইলেন।
সেও ধবল রোগীর মতো তাকে কিছুই দিল না। তখন স্বর্গীয় দূত বললেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলে থাক, তবে যেমন ছিলে আল্লাহ তোমাকে আবার তেমনি করবেন।
তারপর স্বর্গীয় দূত পূর্বে যে অন্ধ ছিল, তার কাছে গিয়ে বললেন, আমি এক বিদেশি। বিদেশে আমার সম্বল ফুরিয়ে গেছে।
এখন আল্লাহর দয়া ছাড়া আমার দেশে পৌঁছার আর কোন উপায় নাই। যিনি তোমার চক্ষু ভালো করে দিয়েছেন,
আমি তোমাকে সেই আল্লাহর দোহাই দিয়ে একটি ছাগল চাচ্ছি; যেন আমি সেই ছাগল-বেচা টাকা দিয়ে দেশে ফিরে যেতে পারি।
এই ছিলো সাধু থেকে চলিত রীতি তে রূপান্তরের উদাহরণ।
আরো দেখুন-
- পরীক্ষায় ফলাফলের মাপকাঠিতে সন্তানকে বিচার করবেন না
- এসএসসি-২০ এর বৃত্তি প্রদানের জন্য বোর্ডসমূহের কাছে তথ্য চেয়েছে মাউশি – বাংলা নোটিশ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড,
পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার
আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।