সরকারি মাধ্যমিক ভর্তি লটারীর লাইভ ফলাফল আগামীকাল – যেখাবে জানবেন রেজাল্ট
২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয় সময়হের সরকারি মাধ্যমিক ভর্তি লটারীর লাইভ ফলাফল আগামীকাল; যেখাবে জানবেন রেজাল্ট তা নিয়ে মাউশি ওয়েবসাইটে ১০ জানুয়ারি ২০২১ একটি বিজ্ঞপ্তি ও নির্দেশনা প্রকাশিত হয়েছে।
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়-
কোভিড-১৯ ভাইরাস অতিমারীর কারণে শুধুমাত্র ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
২। উক্ত সিদ্ধান্তের আলােকে আগামী ১১/০১/২০২১ খ্রি. তারিখ সােমবার বিকাল ৩.৩০ মিনিটে আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচা, ঢাকা এর অডিটরিয়ামে ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে।
ডিজিটাল লটারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠান প্রধান/অভিভাবক/শিক্ষার্থী https://gsa.teletalk.com.bd লিংক থেকে তাঁদের নির্ধারিত আই.ডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল ডাউনলােড করতে পারবেন।
ডাউনলােকৃত ফলাফল প্রাপ্তির সাথে সাথে প্রতিষ্ঠান প্রধানগণ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা ভর্তি কমিটির সভাপতি বরাবর ই-মেইলে প্রেরণ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-কে অবহিত করবেন।
উল্লেখ্য, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে ভর্তি কমিটির সভা আহবান করে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা গ্রহণ করবেন।
সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া আয়ােজন সংক্রান্ত আরেকটি পত্রে বলা হয়-
কোভিড-১৯ ভাইরাস অতিমারীর কারণে শুধুমাত্র ২০২১ শিক্ষাবর্ষে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি হতে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
২। উক্ত সিদ্ধান্তের আলােকে আগামী ১১/০১/২০২১ খ্রি. তারিখ সােমবার বিকাল ৩.৩০ মিনিটে ডিজিটাল লটারি অনুষ্ঠানের দিন ধার্য করা /হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট, সেগুনবাগিচা, ঢাকা এর অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থী নির্বাচনের ডিজিটাল লটারির এ অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ফেসবুক পেইজ https://www.facebook.com/dshe.moebd) ও ইউটিউব চ্যানেল এবং টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।
উল্লেখ্য, উক্ত ডিজিটাল লটারি অনুষ্ঠানে ডা. দীপু মনি, এম,পি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, প্রধান অতিথি, মহিবুল হাসান চৌধুরী, এম,পি, মাননীয় উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ অতিথি এবং মো: মাহবুব হােসেন, সচিব, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর ড, সৈয়দ মাে. গােলাম ফারুক, মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ, ঢাকা।
এমতাবস্থায়, ২০২১ শিক্ষাবর্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ডিজিটাল লটারি অনুষ্ঠানে আপনাকে উপস্থিত থাকার জন্য উপরােধ করা হলাে।
আগামীকালের লটারী লাইভ দেখার জন্য ইউটিউব চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে নিন।
আমাদের ফেসবুক পেইজে ২০২১ সালের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী ভর্তির লাইভ উপভোগ করার জন্য Like & Follow করে রাখুন।