সপ্তম শ্রেণির ১৩ তম সপ্তাহ ২০২১ অ্যাসাইনমেন্ট ও সমাধান
চলমান কোভিড-১৯ অতিমারির কারণে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (NCTB) ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ১৩তম সপ্তাহের এসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ২৫ আগষ্ট ২০২১ সপ্তম শ্রেণির ১৩ তম সপ্তাহ ২০২১ অ্যাসাইনমেন্ট প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রণীত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ আকারে দেয়া হলো;
সপ্তম শ্রেণি ১৩তম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট
বিষয়: বাংলা, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পদ্য;
শিখনফল/বিষয়বস্তু: শােন একটি মুজিবরের থেকে গৌরীপ্রসন্ন মজুমদার;
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ:
যৌক্তিকতা নিরুপণ ‘’শােন একটি মুজিবরের থেকে” কবিতাটিতে ৭ই মার্চের ভাষণের প্রতিচ্ছবি পরিলক্ষিত হয়; এই মতের পক্ষে যৌক্তিকতা তুলে ধর;
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
শিক্ষার্থী যথাযথ যুক্তি দিয়ে ও তথ্য দিয়ে যৌক্তিকতা তুলে ধরবে;
সপ্তম শ্রেণি ১৩তম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট
বিষয়: গণিত, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৩
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়: চতুর্থ; বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ;
অ্যাসাইনমেন্ট:
২. A = a2 – a + 1, B = a2 + ০ + 1 এবং C = a + a2 + 1 হলে দেখাও যে, BC – B2 – A = 0 ৩. 18×3 + 15×2 = x – 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে (-) চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত কর এবং প্রাপ্ত রাশিটিকে (2x + 1) ও (3x + 2) এর গুণফল দ্বারা ভাগ কর;
শিখনফল/বিষয়বস্তু:
১. বীজগণিতীয় রাশির গুণ;
২. বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ;
৩. বীজগণিতীয় রাশির যােগ, বিয়ােগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা;
১. বীজগণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বণ্টন বিধি উদাহরণসহ উল্লেখ কর
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
১. শিক্ষার্থীরা বীজগণিতীয় রাশির গুণ করার জন্য গুণের বিধিগুলাে উদাহরণসহ উল্লেখ করবে;
২. বামপক্ষের রাশিটিকে সরলীকরণ করে A, B ও C এর মান বসিয়ে সঠিক প্রক্রিয়ায় সরলীকরণ করে সমীকরণের সত্যতা যাচাই করবে;
৩. সঠিক প্রক্রিয়ায় দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীভুক্ত করবে এবং প্রাপ্ত রাশিটিকে প্রদত্ত রাশি দুইটির গুণফল দ্বারা ভাগ করবে;
২০২১ সালের সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ
সপ্তম শ্রেণি ২০২১ শিক্ষার্থীদের সুবিধার্থে শিক্ষার্থীদের জন্য ১৩ম সপ্তাহের এক পাতায় অ্যাসাইনমেন্ট পিডিএফ আকারে দেওয়া হলো;
নিচের কাঙ্খিত বাটনে ক্লিক করে তোমার ১৩ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এক পাতায় পিডিএফ ডাউনলোড করে নাও;
আপনার জন্য আরো কিছু তথ্য…
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।
সপ্তম শ্রেণির ১৩ তম সপ্তাহ ২০২১ অ্যাসাইনমেন্ট ও সমাধান