শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মনিটরিং করার নির্দেশ মাউশির
কোভিড-১৯ এর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পাঠদান সংক্রান্ত বিষয়ে জটিলতা তৈরি হয়েছে। পিছিয়ে পড়া ঠেকাতে বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। সম্প্রতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মনিটরিং করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
মাউশির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি এই নির্দেশনা দেওয়া হয়।
গত ০৭ সেপ্টেম্বর ২০২০ মাউশির ওয়েবসাইটে সরকারি/বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মনিটরিং সংক্রান্ত বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়-
কোভিড-১৯ এর সংক্রমন রোধকল্পে গত ১৮ মার্চ হতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীকে শ্রেণি কার্যক্রমের সম্পৃক্ত রাখার লক্ষ্যে নিয়োক্ত নির্দেশনা অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
ক. শিক্ষার্থী কর্তুক সংসদ বাংলাদেশ টেলিভিশনে চলমান পাঠদান কার্যক্রম নিয়মিত দেখা এবং অনলাইনের মাধ্যমে
পাঠদানের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মুঠোফোনের মাধ্যমে শিক্ষকগণ যোগাযোগ করবেশ।
খ. শিক্ষকদের সাথে পাঠদানের বিষয়ে টেলিফোনে যোগাযোগ করার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের উদুদ্ধ করতে
হবে।
গ. পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করতে হবে।
ঘ. শিক্ষকগণ কর্তৃক মুঠোফোন বা টেলিফোনে শিক্ষার্থীদের সাথে যোগাযোগের বিষয় প্রধান শিক্ষক সময় ও
মনিটরিং করবেন।
ঙ. প্রতিষ্ঠান প্রধান তীর প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এস.এম সি
প্রযোজ্যক্ষেত্রে) কে নিয়ে ভারু়াল সভার আয়োজন করবেন। সেক্ষেত্রে একদিনে ০১(এক)টিশ্রেণিকে সম্পৃক্ত করা
যেতে পারে।
প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন, পরিচালক (মাধ্যমিক) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন;
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;