যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০ প্রকাশিত
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশাের থেকে ২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল Jashore Education Board HSC Scholarship Result 2020 (এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০) প্রকাশিত হয়েছে ২১ এপ্রিল ২০২১; যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশিত হবে বাংলা নোটিশ ডট কম-এ;
২০২০ সালের এইসএসসি বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অটোপাসকৃত পরীক্ষার্থীদের যশাের বোর্ডের জন্য নির্ধারিত মেধা ও সাধারণ বৃত্তি সংক্রান্ত সকল তথ্য পাওয়া যাবে বাংলা নোটিশ ডট কম;
যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০ Jashore Board HSC Scholarship Result 2020 প্রকাশের তারিখ: ২১ এপ্রিল ২০২১;
এবছর যশাের শিক্ষাবোর্ডের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের উপর ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক ৯৪ জনকে মেধাবৃত্তি এবং ১০০২ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।
জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের উপর দেওয়া উচ্চ মাধ্যমিক অর্থাৎ ২০২০ সালের এইচএসসি ফলাফলের উপর এই বৃত্তি দেওয়া হয়েছে।
২০২০ সালে যশাের শিক্ষাবোর্ডের এইচএসসি বৃত্তিরপ্রাপ্তদের মধ্যে মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক শিক্ষার্থীরা মাসিক ৮২৫ (আটশত পঁচিশ) টাকা ও এককালীন অনুদান (বাৎসরিক) : ১৮০০ (এক হাজার আটশত) টাকা এবং
সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসিক ৩৭৫ (তিনশত পঁচাত্তর) টাকা এবং এককালীন অনুদান (বাৎসরিক): ৭৫০ (সাতশত পঞ্চাশ) টাকা করে পাবে।
শিক্ষার্থীদের বৃত্তির টাকা সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর সফটওয়্যারের মাধ্যমে G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।
যশাের বোর্ডের উচ্চমাধ্যমিক বা এইচএসসি বৃত্তির বরাদ্দকৃত অর্থ G2P পদ্ধতিতে EFT এর মাধ্যমে ব্যাংক হিসাবে প্রাপ্তির জন্য শিক্ষার্থীরা বৃত্তির গ্যাজেট প্রকাশের ০৭ (সাত) দিনের মধ্যে
বাংলাদেশ তফসীলভুক্ত অনলাইন সুবিধাসম্পন্ন ব্যাংকে একাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
ব্যাংকে একাউন্ট খোলার পর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সমন্বিত উপবৃত্তি কর্মসূচীদের সফটওয়্যারে ডাটা এন্ট্রি সহজীকরণের জন্য নিচের ফরমটি ডাউনলোড করে পূরণ করে ভর্তিকৃত শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০ প্রকাশিত হওয়ার সাথে সাথে বাংলা নোটিশ পাঠকদের জন্য পিডিএফ আকারে এবং ওয়েবভার্সন আকারে প্রকাশ হয়েছে।
আপনারা চাইলে যশাের শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি পরীক্ষার মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল পিডিএফ ডাউনলোড করতে পারবেন অথবা সরাসরি এখান থেকে দেখতে পাবেন।
Jashore Education Board HSC Scholarship Result যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০ সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন।
যশাের এইচএসসি ২০২০ বৃত্তির ফলাফল ডাউনলোড
অন্যান্য শিক্ষাবোর্ডের ২০২০ সালের এইচএসসি বৃত্তির ফলাফল ২০২০ HSC Scholarship Result ফলাফল দেখুন-
- ঢাকা শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
- ময়মনসিংহ শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি ফলাফল ২০২০;
- রাজশাহী শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি ফলাফল ২০২০;
- কুমিল্লা শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
- সিলেট শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
- বরিশাল শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি ফলাফল ২০২০;
- যশাের শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
- চট্রগ্রাম শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি ফলাফল ২০২০;
- দিনাজপুর শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
- মাদ্রাসা শিক্ষাবোর্ড এইচএসসি বৃত্তি রেজাল্ট ২০২০;
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–