এসএসসি-২০ বৃত্তির ফল প্রকাশ করল কুমিল্লা শিক্ষাবোর্ড
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা এর ২০২০ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সাধারণ ও মেধাবৃত্তির ফলাফল প্রকাশিত হয়েছে।
কুমিল্লা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল দেখুন-
সূত্র : মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের স্মারক নং- ৩৭. ০২. ০০০০.১১৭.৩১.০০৬.১২-৪৯৩ তারিখ : ১০/০৮/২০২০
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-
(i) ৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-১১২ তারিখ : ০৪/০২/২০১৬
(ii) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫-৪০২ তারিখ : ১১/০৫/২০১৫ এবং
(i) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-৩৭.০০.০০০০.০৭১.০৮.০০১.০৫.৭৪১ তারিখ: ১৪/০৮/২০১৪ সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা ২০২০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফলের ভিত্তিতে সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে নিয়মিত শিক্ষার্থীদের ‘‘মেধাবৃত্তি’’ ও ‘‘সাধারণ বৃত্তি’’ প্রদান করা হলো। এ বৃত্তির অর্থ প্রদানের সময় নিম্নে বর্ণিত শর্তাবলী অবশ্যই মেনে চলতে হবে।
> আরও পড়ুন: শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
শর্তাবলী
- ১. এ বৃত্তির অর্থ প্রদানের সময় নিম্নে বর্ণিত শর্তাবলী:
- (ক) বৃত্তির গেজেটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছে সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে এবং অধ্যক্ষ বা প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে বিধি মোতাবেক বৃত্তির অর্থ উত্তোলন করতে হবে।
- (খ) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সদাচরণ, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতি সাপেক্ষে বৃত্তি প্রদান করা হবে।
- (গ) কোন শিক্ষার্থী উচ্চ শ্রেণিতে অধ্যয়নের জন্য অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না হলে বৃত্তি পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না।
- (ঘ) এ বৃত্তিগুলোর সংখ্যা, হার ও মেয়াদ আপাতত নির্ধারিত। প্রয়োজনবোধে সরকার কোন কারণ না দেখিয়েই তা পরিবর্তন বা বাতিল করতে পারবে।
> আরও পড়ুন: নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড
- ২. বাংলাদেশের অভ্যন্তরে মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃত্তি কাযৃকর হবে। মঞ্জুরি (অনুমোদন) প্রাপ্ত নয় এমন
কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃত্তি কোনক্রমেই কার্যকর হবে না। কারণ সরকারি আইন অনুযায়ী অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে
অধ্যয়নরত শিক্ষার্থী বৃত্তি পাওয়ার যোগ্য নয় এবং অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নকাল পাঠ বিরতি (ব্রেক অব ষ্টাডি)
হিসেবে গণ্য হবে। - ৩. সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে। সরকার অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত
শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন দাবী করতে পারবে না। তাদের নিকট মাসিক বেতন দাবী করলে ঐ শিক্ষা প্রতিষ্ঠান
প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। - ৪. (ক) মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৬০০/- (ছয়শত) টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী মাসিক ৩৫০/-
(তিনশত পঞ্চাশ) টাকা হারে বৃত্তি পাবে।- (খ) বইপত্র ও যন্ত্রপাতি ক্রয় করার জন্য অনুদান হিসেবে মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বৎসর ৯০০/-(নয়শত) টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী প্রতি বৎসর ৪৫০/- (চারশত পঞ্চাশ) টাকা এককালীন অর্থ সাহায্য পাবে।
- ৫. ‘‘মেধাবৃত্তি’’ ও ‘‘সাধারণ বৃত্তি’’ সরকারি নির্দেশনামাতে ছাত্র-ছাত্রী উভয়ের মধ্যে ৫০% হারে বণ্টনকৃত। এ বৃত্তিগুলোর মেয়াদ ২০২০ সালের জুলাই মাস হতে ২০২২ সালের জুন মাস পর্যন্ত মোট ০২(দ্ইু) বৎসর।
- ৬. (ক) সকল বৃত্তিই কেবল নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণকারী উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধানুসারে এবং নীতিমালার অন্যান্য শর্ত মোতাবেক প্রদান করা হবে। কোন ভাবেই অনিয়মিত শিক্ষার্থী বৃত্তি পাবে না।
(খ) সংশ্লিষ্ট শিক্ষার্থীগণকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। - ৭. যে সকল শিক্ষার্থী একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, এ বিজ্ঞপ্তি বলে তাদের বৃত্তির টাকা তোলা যাবে না। সংশ্লিষ্ট শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধানগণকে এরুপ নিজ নিজ শিক্ষার্থীদের স্বীকারোক্তি এবং পূর্বতন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি বাতিলের সত্যায়িত
কপিসহ প্রকৃত অধ্যয়নস্থল সস্পর্কে অতি সত্ত¡র বোর্ডকে জানাতে হবে, যাতে বোর্ড হতে বৃত্তির টাকা তোলার চূড়ান্ত নির্দেশ নিয়ে ৩০ শে জুন, ২০২২ এর মধ্যে টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীদের দিতে পারেন। অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে এরুপ
শিক্ষার্থীদের বৃত্তির টাকা সময়মত তোলা না গেলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণই দায়ী থাকবেন। - ৮. এ বিজ্ঞপ্তিতে বৃত্তির তালিকাভুক্ত শিক্ষার্থীগণ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত অন্য কোন বৃত্তি গ্রহণ করলে বোর্ড কর্তৃক প্রদত্ত বৃত্তি বাতিল বলে গণ্য হবে। সরকারি নির্দেশ অনুসারে কোন শিক্ষার্থী একসাথে একাধিক বৃত্তি ভোগ করতে পারে না;
- ৯. সরকারি আদেশ মোতাবেক বৃত্তি পাওয়ার যোগ্যতা সর্বনিন্ম জিপিএ ৩.০০।
- বৃত্তির তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নিন্ম লিখিত বিষয়গুলো পর্যায়ক্রমে অনুসরণ করা হয়েছে-
- (ক) সংশ্লিষ্ট পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে (৪র্থ বিষয় ব্যতীত) বৃত্তি প্রদান করা হলো।
- (খ) একাধিক শিক্ষার্থী একই জিপিএ পেলে প্রথমে ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হলো।
- (গ) ৪র্থ বিষয় ব্যতীত প্রাপ্ত মোট নম্বর একই হলে ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম প্রস্তুত করা হলো।
(ঘ) ৪র্থ বিষয়সহ প্রাপ্ত মোট নম্বর একই হলে পর্যায়ক্রমে বাংলা, ইংরেজি সাধারণ গণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত করা হলো।
- ১০. বৃত্তির টাকা তোলার সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ শিক্ষার্থীর বৃত্তির বিলে তার পাঠোন্নতির সার্টিফিকেট প্রদান করবেন।
- ১১. সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ বৃত্তির টাকা স্থানীয় সরকারি কোষাগার হতে উত্তোলনপূর্বক বণ্টন করবেন এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ নির্ধারিত বিল ফরমে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রতিস্বাক্ষরপূর্বক স্থানীয় সরকারি কোষাগার হতে বৃত্তির টাকা উত্তোলন পূর্বক বৃত্তিপ্রাপ্ত ছাত্র/ছাত্রীদের মধ্যে বণ্টন করবেন।
- ১২. বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এক শিক্ষা প্রতিষ্ঠান হতে ছাড়পত্র নিয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দুটি প্রতিষ্ঠানের প্রধানগণ বৃত্তি বদলির ব্যাপারে নি¤œবর্ণিত তথ্যাবলিসহ অবশ্যই বোর্ডকে জানাবেন, অন্যথায় প্রয়োজনীয় অনুমতির অভাবে সংশ্লিষ্ট বৃত্তির টাকা সময়মত তোলা না গেলে সে জন্য উভয় প্রতিষ্ঠানের প্রধানগণই দায়ী থাকবেন:
- (ক) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম
- (খ) যে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়েছে সে পরীক্ষার নাম, সন ও কেন্দ্র এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর রোল নম্বর ও শাখা
- (গ) যে বোর্ড হতে বৃত্তি দেওয়া হয়েছে তার নাম এবং বৃত্তির প্রকার
- (ঘ) যে বিজ্ঞপ্তি মারফৎ বৃত্তি প্রদান করা হয়েছে তার নম্বর ও তারিখ এবং তাতে (পৃষ্ঠা নম্বর সহ) শিক্ষার্থীর বৃত্তির ক্রমিক নম্বর
- (ঙ) সংশ্লিষ্ট ট্রেজারি/সাব-ট্রেজারি, জেলা/থানা হিসাবরক্ষণ অফিসারের নাম
- (চ) ছাড়পত্র-এর সত্যায়িত কপি
- (ছ) বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের নাম ও ভর্তির তারিখ
- (জ) শিক্ষার নিয়মিত অগ্রগতি হিসাবে বর্তমানে শিক্ষার্থী কোন বর্ষে অধ্যয়ন করছে
- (ঝ) প্রকৃত পক্ষে সে কখন কোন শ্রেণি ও শিক্ষাবর্ষে অধ্যয়নরত
- (ঞ) বৃত্তির টাকা এ যাবৎ যে তারিখ পর্যন্ত তোলা হয়েছে ইত্যাদি।
বৃত্তির টাকা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা না হলে সরকারি কোষাগারে ফেরৎ দিয়ে ট্রেজারি চালানের সত্যায়িত কপিসহ বৃত্তি বদলির আবেদন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষার্থীর বৃত্তির টাকা সরকারি কোষাগার থেকে উত্তোলন না করে থাকলে প্রত্যয়নপত্রে তা উল্লেখ করতে হবে।
১৩. কোন কারণে অর্থ বছরের নির্ধারিত সময় পার হয়ে গেলে মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর অনুমোদনক্রমে
সর্বোচ্চ ০১(এক) বছরের তামাদি (বকেয়া) বৃত্তি প্রদান করা যাবে।
১৪. নির্ধারিত সময়ের মধ্যে বৃত্তির অর্থ উত্তোলনপূর্বক বৃত্তিধারীদের মধ্যে বিতরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে
শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫. এ বিজ্ঞপ্তিতে অনিচ্ছাকৃত কোন ক্রটি পরিলক্ষিত হলে তা সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে।
প্রয়োজনবোধে কোন রকম কারণ না দেখিয়ে কোন বৃত্তি বোর্ড বাতিল করতে পারে। সে কারণে বৃত্তির টাকা প্রদানের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ এই মর্মে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট হতে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করবেন যে, তারা বোর্ডের বৃত্তি সংক্রান্ত নিয়ম কানুন মেনে চলবে এবং প্রয়োজন হলে বৃত্তির সম্পূর্ণ অর্থ ফেরত দিতে বাধ্য থাকবে।
১৬. ‘‘মেধাবৃত্তি’’ ও ‘‘সাধারণ বৃত্তি’’ ব্যয় বাজেটের ‘‘১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭’’ বৃত্তি/স্কলারশীপ খাত হতে নির্বাহ করা হবে।
মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা এর স্মারক নং-৩৭.০২.০০০০.১১৭.৩১.০০৬.১২-৪৯৩
তারিখ : ১০/০৮/২০২০ ইং এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট বৃত্তির টাকা ২০২০ সনের ১লা জুলাই হতে ৩০শে জুন ২০২২ পর্যন্ত নিয়মিতভাবে তুলে বিতরণ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে অনুরোধ করা যাচ্ছে।
এসএসসি ২০২০ এর বৃত্তির ফলাফল ডাউনলোড করুন
অন্যান্য বোর্ডের এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল-
- ঢাকা শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- চট্টগ্রাম শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- রাজশাহী শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- বরিশাল শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- সিলেট শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- দিনাজপুর শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- কারিগরি শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
- মাদ্রাসা শিক্ষাবোর্ড এসএসসি ২০২০ এর মেধা ও সাধারণ বৃত্তির ফলাফল
স্যার বৃত্তির টাকা উত্তোলনের জন্য আমাদের শিক্ষার্থীদের করণীয় কি কি?
আমাদের কি কি কাজ করতে হবে একটু বললে খুবি উপকৃত হবো।
এ জন্য কলেজে কি কি কাগজ পত্র জমা দিতে হবে তা কি বলতে পারেন?
একটু বিস্তারিত তথ্য দিলে ভালো হতো,,
ধন্যবাদ