মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণিতে অবস্থান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান– মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণিতে অবস্থান। মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ো।
নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট: তােমার ঘরের জানালায় বিভিন্ন বস্তু রয়েছে। প্রতিটি বস্তুতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনাে একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
- ১. বস্তুর প্রধান উপাদান মৌলের নাম নির্বাচনে প্রয়ােজনে শিক্ষকের সহায়তা নিবে। এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারাে।
- ২. পর্যায় সারণির চিত্রে সম্ভব হলে রং ব্যবহার করতে পারাে।
- ৩. 2n2 সূত্রের ধারণায় কক্ষ পথে বা শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও।
- ৪. (n+1) সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস করাে।
- ৫. ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়সারণিতে এর অবস্থান নির্ণয় কর এবং পর্যায়সারণির চিত্র অংকন করে এর অবস্থান দেখাও।
নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান
তারিখঃ
বরাবর
প্রধান শিক্ষক
জি.এম.হাট উচ্চ বিদ্যালয়
ফুলগাজী, ফেনী
বিষয়ঃ ঘরের জানালায় থাকা বস্তু গুলোতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনো একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আপনার আদেশ নং ম.উ.বি ৯১৭-৪ তারিখ : ২৩ সেপ্টেম্বর, ২০২১ অনুসারে. “ঘরের জানালায় থাকা বস্তু গুলোতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনো একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বোর মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন” নিয়ে প্রতিবেদনটি নিম্নে পেশ করছি।
জানালার প্রধান উপাদানের নাম, বোর মডেলে এর চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে এর ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান
আমাদের ঘরের জানালায় সাধারণত গ্লাস, লোহা বা স্টিল / ইস্পাত বিদ্যমান । গ্লাসের প্রধান উপাদান সিলিকন ডাই অক্সাইড (SiO2 ) হলেও লোহা এবং ইস্পাত উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আয়রন (Fe) | আয়রন একটি ধাতব পদার্থ । নিম্নে আয়রনের বোর মডেলের চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরের ইলেক্ট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে নিম্নে আয়রনের বোর মডেলের চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরের ইলেক্ট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে তার অবস্থান দেখানো হলো :
Fe মৌলের বাের মডেল চিত্রঅংকন :
পর্যায় সারণিতে Fe এর অবস্থান :
কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের প্রধান শক্তিস্তরে যদি S অরবিটাল থাকে এবং আগের প্রধান শক্তিস্তরে যদি d – অরবিটাল থাকে তকে তবে s ও d -অরবিটালের ইলেকট্রন সংখ্যা যোগ করলেই ঐ মৌলের গ্রুপ পাওয়া যাবে।
যেমন – Fe এর ইলেকট্রন বিন্যাস : Fe (26)—> 1s² 2s² 2p⁶ 3s² 3p⁶ 4s² 3d⁶
Fe এর ইলেকট্রন বিন্যাসে বাইরের শক্তিস্তরে S – অরবিটাল এবং তার আগের শক্তিস্তরে d – অরবিটাল আছে। এখানে s -অরবিটাল এবং d-অরবিটাল মোট ইলেকট্রন সংখ্যা (6+2)= 8. তাই Fe এর গ্রুপ হবে 8.
আবার, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের প্রধান শক্তিস্তরের নম্বরই ঐ মৌলের পর্যায় নম্বর হবে। সুতরাং, Fe এর পর্যায় হবে 4.
পর্যায়সারণির চিত্র অংকন করে Fe এর অবস্থান-
প্রতিবেদকের নাম : শাখাওয়াত
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক
প্রতিবেদনের শিরোনাম : মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণিতে অবস্থান।
প্রতিবেদন তৈরির স্থান : জি.এম.হাট উচ্চ বিদ্যালয়
তারিখ : ২৩/০৯/২০২১ ইং ।
এটিই তোমাদের নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান– মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণিতে অবস্থান।
আরো দেখুন-
- Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to skilled workforce
- নবম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।