মাধ্যমিকে সভাপতির যোগ্যতা ডিগ্রী পাস করার হাইকোর্টের নোটিশ
মাধ্যমিকে সভাপতির যোগ্যতা ডিগ্রী: ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয় সমূহের সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী করা হলেও এখনো পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় সমূহের সভাপতির যোগ্যতা বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।
এই বিষয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। হাই স্কুল পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সভাপতির যোগ্যতা ডিগ্রী করা নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে।
এরমধ্যে দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলোর পরিচালনা কমিটির সভাপতি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম ডিগ্রী পাস করার দাবি উল্লেখ করে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিস পাঠানো হয়েছে।
একটি মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার রেজিস্ট্রি যুগে এই লিগ্যাল নোটিস পাঠান।
আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কে নোটিশের জবাব দিতে হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনজীবী বলেন মাধ্যমিক পর্যায়ে স্কুলগুলোতে চাকরি করার জন্য একজন শিক্ষকের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করতে হয়।
সেই শিক্ষকদের কার্যক্রম তদারকি করার জন্য একজন সভাপতির যোগ্যতা ন্যূনতম ডিগ্রী পাস হওয়া প্রয়োজন।
আইনজীবীরা আরো বলেন ২০১৯ খ্রিস্টাব্দের দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস করা হয়।
- আরও পড়ুন: এমপিও কমিটির বিশেষ সভা আগামীকাল – মাউশি
প্রাথমিক বিদ্যালয়গুলোতে এ বিধান চালু হলেও এখনো পর্যন্ত সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূন্যতম যোগ্যতা নির্ধারণ করা হয়নি।
স্নাতক পাস অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রী পাস নির্ধারণ করা আছে অন্যদিকে হাইকোর্টের রায় গ্রাজুয়েট ছাড়া ডিগ্রি পাস এর নিচে ফাযিল স্নাতক মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবেনা বলেও অভিমত দিয়েছে হাইকোর্ট।
প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি স্নাতক পাস নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
হাই স্কুলের ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস করা হলে বিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে আরো বেশি অগ্রগতি আসবে এবং শিক্ষকরা আরো বেশি দায়িত্বশীল হওয়ার সুযোগ পাবে।
ম্যানেজিং কমিটির সভাপতিদের শিক্ষাগত যোগ্যতা না থাকায় বেশিরভাগ প্রতিষ্ঠান অনিয়মের সাথে জড়িয়ে যায়।
তাই সময়ের স্বার্থে স্কুলগুলোতে স্বচ্ছতা ফিরিয়ে আনার জন্য সভাপতি এবং ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ সময়ের দাবি।
শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেইসবুক পেইজ টি লাইক করে রাখুন।
বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।