মাদ্রাসা সমূহকে IMS সফটওয়্যার যাচাই করে প্রত্যয়ন প্রেরণের নির্দেশ
মাদ্রাসা সমূহকে IMS সফটওয়্যার যাচাই করে প্রত্যয়ন প্রেরণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের MEMIS প্রকল্পের ২৩-০২-২০২০ তারিখের প্রকাশিত নোটিশে এমন নির্দেশনা প্রদান করা হয়েছে। মাদ্রাসা সমূহকে IMS প্রত্যায়ন সংক্রান্ত তথ্য:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের MEMIS প্রকল্পের IMS Module প্রস্তুত করে প্রতিষ্ঠানের সকল ডাটা মাইগ্রেশন করা হয়েছে।
প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানকে ডাটা যাচাই করে আগামী ২৯-০২-২০২০ তারিখের মধ্যে প্রত্যয়ন প্রেরণ করতে হবে।
MEMIS Module যাচাই করার জন্য আপনার কম্পিউটার থেকে memis.gov.bd এই লিংকে প্রবেশ করে IMS অপশনে ক্লিক করলে IMS Database Login form আসবে।
সেখান থেকে আপনার প্রতিষ্ঠানের ইউজার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তথ্য যাচাই করতে হবে।
তথ্য প্রেরণের লিংকঃ ক্লিক করুন
আরও দেখুনঃ ২০২০ সালের জে.ডি.সি পরীক্ষার বিজ্ঞপ্তি।
তথ্যটি প্রেরণের নির্দেশনা এই পোস্টে দেওয়া আছে-
তথ্য প্রেরণের জন্য মাদ্রাসা অধিপ্তরের ওয়েবসাইট www.dme.gov.bd তে প্রবেশ করে গুরুত্বপূর্ণ লিংক ট্যাব থেকে MEMIS-IMS সংক্রান্ত প্রত্যয়ন প্রেরণের লিংক এর প্রবেশ করুন।
এর পর নিন্মোক্ত নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রেরণ করুন-
১. মাদ্রাসা নাম: (আপনার প্রতিষ্ঠানের নাম প্রদান করুন)
২. EIIN নাম্বার: (প্রতিষ্ঠানের EIIN নম্বর প্রদান করুন)
৩. প্রতিষ্ঠানের মোবাইল নম্বর: (আপনার প্রতিষ্ঠানের মোবাইল নম্বরটি প্রদান করুন)
৪. ইমেইল এড্রেস: (আপনার প্রতিষ্ঠানের একটি সচল ইমেইল আইডি দিন)
৫. এরপর Add File এ ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের প্যাডে লিখিত প্রত্যয়নপত্রটি সংযুক্ত করুন। (ফাইলটি ১ এমবি’র কম হতে হবে)
সংযুক্তি সম্পন্ন হলে Submit বাটনে ক্লিক করুন।
আপনাদের জরুরী যেকোন প্রয়োজনে MEMIS হেল্প লাইনে যোগাযোগ করুন।
MD. SHORIFUL ISLAM PROGRAMMER (MEMIS) PHONE: 0241-030197, 0241-030194, 0241-030193, 0241-030196 ( 9:30am to 5.00pm ) EMAIL: programmer.memis@dme.gov.bd Shoriful.memis@gmail.com |
মোঃ শরিফুল ইসলাম প্রোগ্রামার (MEMIS) ফোন: ০২৪১০৩০১৯৭, ০২৪১-০৩০১৯৪, ০২৪১-০৩০১৯৩ ইমেইল: programmer.memis@dme.gov.bd Shoriful.memis@gmail.com |