মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি হাইস্কুলে ২০২২ সালের ভর্তি বিজ্ঞপ্তি
মহানগর ও বিভাগীয় পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয় সমূহ জন্য ২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১৬ নভেম্বর ২০২১ মহানগর ও জেলা পর্যায়ে বেসরকারি হাইস্কুলে ২০২২ সালের ভর্তি বিজ্ঞপ্তিসহ আবেদনের পদ্ধতি প্রকাশ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক (মাধ্যমিক) প্রফেসর মোঃ বেলাল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২০২২ শিক্ষাবর্ষে মহানগর ও জেলা পর্যায়ের সরকারি হাই স্কুল সমূহ ভর্তির বিজ্ঞপ্তি আবেদন করার নির্ধারিত পদ্ধতি জানানো হয়েছে যা বাংলা নোটিশ ডট কম পাঠকদের জন্য বিস্তারিত উল্লেখ করা হলো।
মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২২ সালের মহানগর ও জেলা পর্যায়ের মাধ্যমিক বিদ্যালয় সমূহে অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের সময়সূচী-
- অনলাইনে আবেদন শুরুঃ ২৫/১১/২০২১ খ্রি. সকাল ১১:০০ টা থেকে;
- আবেদন শেষঃ ০৮/১২/২০২১ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত;
- অনলাইন ভর্তি আবেদন ফিঃ ১১০/- (একশত দশ টাকা);
ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় হতে কোনাে ভর্তি ফরম বিতরণ করা হবে না।
ভর্তির আবেদন শুধুমাত্র অন-লাইনে http://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে। অন-লাইনে আবেদন গ্রহণের প্রক্রিয়া ২৫/১১/২০২১ খ্রি. সকাল ১১:০০ টা হতে শুরু হয়ে ০৮/১২/২০২১ খ্রি. বিকাল ০৫:০০ টা পর্যন্ত চলমান থাকবে। ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০/- (একশত দশ) টাকা নির্ধারণ করা হয়েছে যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল হতে SMS এর মাধ্যমে প্রদান করা যাবে।
উল্লেখ্য, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে ১টি এবং সর্বোচ্চ ৩টি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়াও আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে।
এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ ০৫টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। উল্লেখ্য, ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে।
একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না৷ ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলােকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিস্পন্ন করা ব্যতিত অন্য কোন পরীক্ষা গ্রহণ করা যাবে না।
ঢাকা মহানগরীসহ সারাদেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৯/১২/২০২১ খ্রি. অন-লাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
অন-লাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি www.dshe.gov.bd এর secondary circular/order ও www.teletalk.com.bd ওয়েবসাইট হতে জানা যাবে।
নিচের ছবিতে ২০২২ সালে মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ভর্তি বিজ্ঞপ্তি দেখুন
মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে নিচের বাটনে ক্লিক করুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত যাবতীয় খবর সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইলে দ্রুত সকল বিষয়ে আপডেট পেতে গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।