প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের প্রতি অধিদপ্তরের জরুরি নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের প্রতি অধিদপ্তরের জরুরি নির্দেশনা প্রদান করা হয় ২ জুলাই ২০২১। নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তর কর্তৃক পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর ব্রডশিটে জবাব চাওয়া যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান অদ্যাবধি জবাব জমা দেয়নি সেই সকল প্রতিষ্ঠান প্রধান ও সভাপতির নিকট এই জরুরী নির্দেশনা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল খবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের জানানো হয় যে-
প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের প্রতি অধিদপ্তরের জরুরি নির্দেশনায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট সকলকে জানানাে যাচ্ছে যে,
নিরীক্ষা ও পরিদর্শন অধিদপ্তর কর্তৃক যে সব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রদান করে ঐ সকল পরিদর্শনের জবাব ব্রডশিট আকারে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করার নির্দেশনা রয়েছে।
লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান যথাসময়ে ব্রডশিট জবাব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করছেন না; এ কারণে জটিলতা সৃষ্টি হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ব্রডশিট জবাব প্রেরণ করার জন্য এখন থেকে আর শিক্ষা প্রতিষ্ঠানকে পত্র প্রেরণ করা হবে না।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ব্রডশিটের জবাব, প্রমাণক তথ্য ও কাগজপত্র স্বপ্রণােদিত হয়ে প্রতিষ্ঠান কর্তৃক অত্র অধিদপ্তরে প্রেরণ করতে হবে।
যথাসময়ে প্রয়ােজনীয় কাগজপত্রসহ পূর্ণাঙ্গ ব্রডশিট জবাব প্রেরণ করতে ব্যর্থ হলে ঐ সকল প্রতিষ্ঠান প্রধান এর বিরুদ্ধে বিধি মােতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে যথাযথ সহযােগিতা প্রদান করার জন্য পরিচালনা কমিটির সভাপতিকে নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মোঃ শাহেদুল খবির স্বাক্ষরিত প্রতিষ্ঠান প্রধান ও সভাপতিদের প্রতি অধিদপ্তরের জরুরি নির্দেশনা বিজ্ঞপ্তি ডাউনলোড করুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–