সর্বশেষ আপটেড

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান

২১ সেপ্টেম্বর ২০২১ এর নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠ্যক্রম মূল্যায়নের লক্ষ্যে নবম শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চারটি বিষয় ইংরেজি, রসায়ন, ব্যবসায় উদ্যোগ, ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট।

শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের সুবিধার্থে ১৭তম সপ্তাহে নির্ধারিত বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন, লেখার নির্দেশনা এবং বিষয় ভিত্তিক বিস্তারিত দেয়া হল। এবং শিক্ষক শিক্ষার্থীরা খুব সহজে অষ্টম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরন করতে পারবে।

কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত সপ্তম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০২১ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বিতরণ করা হলাে। এর পূর্বে গত ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৬তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে।

বিঃদ্রাঃ-অ্যাসাইনমেন্ট বিতরণ ও গ্রহনের সময় সকল শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ করা হলাে।

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ইংরেজি অ্যাসাইনমেন্ট

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ইংরেজি অ্যাসাইনমেন্ট
Class Nine 17th Week Assignment English

শ্রেণি: নবম; বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: ইংরেজি; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৫

অধ্যায়ের শিরােনাম: Unit Four: Are We Aware?

অ্যাসাইনমেন্ট:

Bangladesh is one of the densely populated countries in the world where about 18 crores people live in within 1,47,570 square kilometers. The age range of about 10 crores people is 15-64. By upgrading unskilled workforce to skilled workforce many countries in this world have turned into a developed one. Think how Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to skilled workforce. Give five (5) ideas and explain in not more than 200 words.

শিখনফল/বিষয়বস্তু:

Lesson 1: The Ferry Boat Lesson.

2: Are we Too Many? Lesson.

3: Our Food and Shelter Lesson.

4: The Story of Lipi Lesson.

5: Let’s become skilled workforce.

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

1.Topic/Title:

2.Introduction:

3.Body/Description: (para or para title may vary assignment to assignment)

4.Conclusion:

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট
Class Nine 17th Week Assignment Chemistry

শ্রেণি: নবম; বিভাগ: বিজ্ঞান; বিষয়: রসায়ন; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-চতুর্থ: পর্যায় সারণি (আংশিক)

অ্যাসাইনমেন্ট: তােমার ঘরের জানালায় বিভিন্ন বস্তু রয়েছে। প্রতিটি বস্তুতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনাে একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করাে।

শিখনফল/বিষয়বস্তু:

ক. পর্যায় সারণির বিকাশ।

খ. পটভূমি।

গ. পর্যায় সারণির বৈশিষ্ট্য।

ঘ. বিভিন্ন পর্যায় সূত্র।

ঙ. পর্যায় সারণির মূল ভিত্তি।

চ. পর্যায় সারণির কিছু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়।

ছ. শ্রেণি নির্ণয়।

জ. পর্যায় নির্ণয়।

ঝ. মৌলের পর্যায় বৃত্ত ধর্ম।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. বস্তুর প্রধান উপাদান মৌলের নাম নির্বাচনে প্রয়ােজনে শিক্ষকের সহায়তা নিবে। এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারাে।

২. পর্যায় সারণির চিত্রে সম্ভব হলে রং ব্যবহার করতে পারাে।

৩. 2n^2 সূত্রের ধারণায় কক্ষ পথে বা শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও।

৪. (n+1) সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস করাে।

৫. ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়সারণিতে এর অবস্থান নির্ণয় কর এবং পর্যায়সারণির চিত্র অংকন করে এর অবস্থান দেখাও।

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ব্যবসায় উদ্যেগ অ্যাসাইনমেন্ট

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ব্যবসায় উদ্যেগ অ্যাসাইনমেন্ট
Class Nine 17th Week Assignment Business ventures

শ্রেণি: নবম; বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: ব্যবসায় উদ্যেগ; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়: আত্মকর্মসংস্থান।

অ্যাসাইনমেন্ট: যুব সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলাে নিয়ে একটি নিবন্ধ রচনা কর।

সংকেতঃ-

ক. সূচনা।

খ. আত্মকর্মসংস্থানের ধারণা।

গ. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান।

ঘ. আত্মকর্মসংস্থানে সরকারের গৃহীত অন্যান্য পদক্ষেপ।

ঙ. উপসংহার।

শিখনফল/বিষয়বস্তু:

১. আত্মকর্মসংস্থানের ধারণা।

২. আত্মকর্মসংস্থানের প্রয়ােজনীয়তা।

৩. আত্মকর্মসংস্থানে প্রশিক্ষণের প্রয়ােজনীয়তা।

৪. বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বিবেচনায়।

৫. আত্মকর্মসংস্থানের উপযুক্ত ও লাভজনক ক্ষেত্র।

৬. আত্মকর্মসংস্থানে উপযুক্ত ক্ষেত্র নির্বাচনে বিবেচ্য বিষয়।

৭. আত্মকর্মসংস্থানে সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান।

৮. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে করণীয়।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

  • পাঠ্যপুস্তকের ৩য় অধ্যায় ভালােভাবে পড়ে নিতে হবে।
  • প্রয়ােজনীয় ছবি সংযুক্ত করা যেতে পারে।
  • প্রয়ােজনে অন্যান্য বই, জার্নাল, পেপার।
  • কাটিং এবং সরকারী প্রকাশনার সহায়তা নেয়া যেতে পারে।

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট

নবম শ্রেণি ১৭তম সপ্তাহ ব্যবসায় ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট
Class Nine 17th Week Assignment Geography

শ্রেণি: নবম; বিভাগ: মানবিক; বিষয়: ভূগোল ও পরিবেশ; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়: মানচিত্র পঠন ও ব্যবহার।

অ্যাসাইনমেন্ট: তােমার পাঠ্যপুস্তকে উল্লিখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলাে ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন কর।

সংকেত:

১। বাংলাদেশের মানচিত্র।

২। আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন।

৩। মানচিত্রের শিরােনাম।

৪। মানচিত্রে উত্তর দিক নির্দেশ।

৫। সূচক।

শিখনফল/বিষয়বস্তু:

ক. মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার।

খ. মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি মানচিত্রের প্রকারভেদ।

গ. মানচিত্রে তথ্য-উপাত্ত উপস্থাপনের নিয়মাবলি।

ঘ. মানচিত্রে প্রচলিত প্রতীক চিহ্নসমূহ।

ঙ. মানচিত্রে তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়।

চ. স্থানীয় সময়, প্রমাণ সময়, স্থান ভেদে সময়ের পার্থক্যের গাণিতিক সমাধান।

ছ. মানচিত্রে জিপিএস ও জিআইএস।

জ. জিপিএস এর কার্যনীতি।

ঝ. জিপিএস এর সুবিধা ও অসুবিধা।

ঞ. জিআইএস।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১। পাঠ্যপুস্তকে উল্লিখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলাে জানতে হবে।

২। ভূসংস্থানিক মানচিত্র, ভূচিত্রাবলি, দেয়াল মানচিত্র দেখা যেতে পারে।

৩। পােস্টার পেপার/ ক্যালেন্ডারের উল্টো পৃষ্ঠা ব্যবহার করা যেতে পারে।

৯ম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ডাউনলোড

নবম শ্রেণির অ্যাসাইনমেন্ট একপাতায় পিডিএফ ডাউনলোড করতে নিচের দেওয়া ডাউরলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিন ।

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ