সরকারি বৃত্তির তথ্য সংশোধনের সময় বৃদ্ধি
দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন সরকারি বৃত্তির তথ্য সংশোধনের সময় বৃদ্ধি করা হয়েছে। ০৯ নভেম্বর ২০২১ মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মাে. গােলাম ফারুক স্বাক্ষরিত সরকারি বৃত্তির তথ্য সংশোধনের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহের সুবিদার্থে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিসহ বিভিন্ন সরকারি বৃত্তির তথ্য সংশোধনের সময় দেওয়া হয়।
দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকারী রাজস্ব খাতভুক্ত মেধা ও সাধারণ কোটায় বৃক্তিপ্রাপ্ত [পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক (পাস/সম্মান) পরীক্ষার ফলাফলের ভিক্তিতে] এবং রাজস্ব খাতভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়সমূহের উপবৃত্তি ও পেশামূলক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের Bounced Back কৃত ব্যাংক সংক্রান্ত তথ্য ও অন্যান্য সাধারণ তথ্যের ভুল সংশোধনের সময়সীমা আগামী ১৫/১১/২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়।
নিচের ছবিতে সরকারি বৃত্তির তথ্য সংশোধনের সময় বৃদ্ধি করার বিজ্ঞপ্তিটি দেওয়া হল
আপনার জন্য আরও তথ্যঃ
বাংলাদেশের সকল জাতীয় পত্রিকায় প্রকাশিত যাবতীয় খবর সবার আগে পাওয়ার জন্য বাংলা নোটিশ ডট কম ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। আপনার মোবাইলে দ্রুত সকল বিষয়ে আপডেট পেতে গুগল প্লে-স্টোর থেকে আমাদের এন্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে নিন।