ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এইচএসসি ফল প্রকাশ শনিবার
ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এইচএসসি ফল প্রকাশ শনিবার: কোভিড-১৯ বা করোনা ভাইরাসের কারণে আরও একবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। সেই সাথে আগামী শনিবার অর্থ্যাৎ ৩০ জানুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করার ঘোষনা দেওয়া হয়েছে।
২৯ জানুয়ারি ২০২১ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা সাপেক্ষ্যে শিক্ষামন্ত্রী ড. দীপু মণির পক্ষ থেকে ছুটি বাড়ানো বিষয়ে জানানো হয়।
১৭ মার্চ ২০২০ থেকে কোভিড-১৯ এর সামাজিক সংক্রমণ ঠেকাতে এবং কোমলমতী শিক্ষার্থীদের করোনার হাত থেকে রক্ষা করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
কয়েক ধাপে ছুটি বাড়ানোর পর ৩০ জানুয়ারি ২০২১ পর্যন্ত ছুটি ছিল, সেই ছুটি এবার ১৪ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত বাড়াল সরকার। ছুটি চলাকালে অনলাইন পাঠদান কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
সেই সাথে ২০২০ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাশের ফলাফল আগামী শনিবার ৩০ জানুয়ারি প্রকাশ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইচএসসি ২০২০ এর অটোপাশের ফলাফল প্রকাশের এই সংবাদ নিশ্চিত করেছেন।
৩০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১০টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফলাফল ঘোষণা করা হবে। এইচএসসি ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
২০২০ সালের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল থেকে। কিন্তু কোভিড-১৯ কারনে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা সম্ভব না হওয়ায় জেএসসি ও এসএসসি ফলাফল মূল্যায়ন করে অটোপাশের সিদ্ধান্ত নেয় সরকার।
১১ শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল।
শিক্ষামন্ত্রী ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ঘোষনা করেন, অষ্টমের সমাপনী এবং এসএসসির ফলাফলের গড় করে ২০২০ সালের এইচএসসির ফল নির্ধারণ করা হবে।
জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষিত হবে।
ছুটি বাড়ল ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত, এইচএসসি ফল প্রকাশ শনিবার
আরও দেখুন: এইচএসসি ও আলিম পরীক্ষার রেজাল্ট ২০২০ মার্কশীট ও নম্বরসহ
HSC & Alim Result 2020 With Marksheet
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।