কুমিল্লা বোর্ডের ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড বিলি সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০২০-২১ শিক্ষাবর্ষের কুমিল্লা বোর্ডের ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড বিলি সংক্রান্ত সময়সূচী নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। বর্ণিত চিঠির আলোকে কুমিল্লা বোর্ডের ৯ম শ্রেণির রেজিষ্ট্রেশন কার্ড গ্রহণ করে রেজিষ্ট্রেশন কার্ড বিলি করতে হবে শিক্ষার্থীদের মাঝে।
কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ২৮ অক্টোবর ২০২০ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বাের্ডের আওতাধীন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপ্রাপ্ত সকল নিম্নমাধ্যমিক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে জানানাে হয় যে,
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণি রেজিস্ট্রেশন কার্ড নির্ধারিত তারিখে সরবরাহ করা হবে। সেই সাথে কিছু নির্দেশনাও প্রদান করা হয়-
১. শিক্ষার্থী প্রতি অতিরিক্ত ২০/-(বিশ) টাকা হারে ক্রীড়া ফি প্রদানের প্রমাণক দাখিল করতে হবে।
২. সর্বশেষ কমিটি ও স্বীকৃতি নবায়নের কপি (নতুন স্কুলের ক্ষেত্রে পাঠদানের কপি) দাখিল করতে হবে।
৩. নির্দিষ্ট তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ না করলে এক হাজার (প্রতিষ্ঠান প্রতি) টাকা জরিমানা প্রদানপূর্বক রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে।
২০২০-২০২১ শিক্ষাবর্ষের ৯ম শ্রেণি রেজিস্ট্রেশন কার্ড নিম্নবর্ণিত তারিখে সরবরাহ করা হবে:
- নাম কুমিল্লা সদর, কুমিল্লা সদর দক্ষিণ ,লাকসাম, ফেনী সদর ,পরশুরাম,ফুলগাজী ও মনােহরগঞ্জ উপজেলার প্রতিষ্ঠানসমূহ – ১৯/১১/২০২০
- ব্রাহ্মণবাড়িয়া সদর , বিজয়নগর , নাঙ্গলকোট ,আখাউড়া, কসবা, নােয়াখালী সদর ও কবিরহাট উপজেলার প্রতিষ্ঠানসমূহ – ২২/১১/২০২০
- লালমাই, দাগনভূঞা রামগতি, সােনাগাজী হাজীগঞ্জ বুড়িচং, দেবিদ্বার ও হােমনা উপজেলার প্রতিষ্ঠানসমূহ- ২৩/১১/২০২০
- নাসিরনগর, সরাইল, বাঞ্ছারামপুর, আশুগঞ্জ, মেঘনা, চাটখিল, কোম্পানীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠানসমূহ-২৩/১১/২০২০
- লক্ষ্মীপুর সদর, সােনাইমুড়ী, দাউদকান্দি, কমলনগর, মতলব(উত্তর) মতলব(দক্ষিণ) ও তিতাস উপজেলার প্রতিষ্ঠানসমূহ- ২৫/১১/২০২০
- রামগঞ্জ, সেনবাগ, সুবর্ণচর, মুরাদনগর, চান্দিনা, হাইমচর ও কচুয়া উপজেলার প্রতিষ্ঠানসমূহ- ২৬/১১/২০২০
- ছাগলনাইয়া বেগমগঞ্জ, ব্রাহ্মণপাড়া ,চৌদ্দগ্রাম ,বরুড়া ,ও শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠানসমূহ- ২৯/১১/২০২০
- চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ,রায়পুর ,হাতিয়া ও নবীনগর উপজেলার প্রতিষ্ঠানসমূহ – ৩০/১১/২০২০
চেয়ারম্যান মহোদয়ের অনুমতিক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেন বিদ্যালয় পরিদর্শক মোঃ আজহারুল ইসলাম;
কুমিল্লা বোর্ড সংক্রান্ত যেকোন খবর ও তথ্য পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ডট কম প্রতিদিন ভিজিট করুন।
শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের সহযোগিতা পেতে ফেসবুকের ডিজিটাল শিক্ষা গ্রুপে যোগদান করুন। গ্রুপের লিংক-https://web.facebook.com/groups/eduhub.bd