কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়ােগ সম্পর্কিত সমস্যাবলী
২০২১ সালের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এইচএসসি পরীক্ষা ২০২১ ৭ম সপ্তাহের পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান/ উত্তর- কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়ােগ সম্পর্কিত সমস্যাবলী নিয়ে আজকে হাজির হলাম।
এই আলোচনা সঠিকভাবে অনুশীলনের মাধ্যমে তোমরা দেশের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ২০২১ সালের এইচএসসি পরীক্ষার সপ্তম সপ্তাহের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রদানকৃত পদার্থবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট এর সমাধান/ উত্তর খুব ভালো ভাবে সম্পন্ন করতে পারবে। আমরা এইচএসসি পরীক্ষা ২০২১ এর পদার্থবিজ্ঞান ১ম পত্র এসাইনমেন্টের দেওয়া নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করে প্রশ্নে উল্লেখিত নির্দেশনাসমূহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে সুবিধা হয়।
এইচএসসি ২০২১ ৭ম সপ্তাহ পদার্থবিজ্ঞান ১ম পত্র অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট: কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়ােগ সম্পর্কিত সমস্যাবলী
চিত্র ১: আনত তলের উপর দিয়ে কাঠের গুড়ি উপরে তােলা হচ্ছে চিত্রে একটি আনত তল দেখা যাচ্ছে। আনত তলের দৈর্ঘ্য 5m এবং আনত তলের শীর্ষ বিন্দু থেকে ভূমির দূরত্ব 3m; আনত তলের ঘর্ষণ গুনাঙ্ক 0.2 এবং অভিকর্ষজ ত্বরণ 9.78 ms-2; এই আনত তলের উপর দিয়ে 20kg ভরের, 1m দৈর্ঘ্যের এবং 0.25 m ব্যাসার্ধের একটি কাঠের গুড়ি উপরে তােলা হচ্ছে।
চিত্রের ন্যায় একটি দড়ির সাহায্যে গুড়িটি উপরে তােলা হচ্ছে যেখানে দড়ির এক প্রান্ত আনত তলের শীর্ষ বিন্দুতে আটকানাে এবং অপর প্রান্ত দিয়ে উপর থেকে দড়িটি টেনে গুড়িটি গড়িয়ে গড়িয়ে তােলা হচ্ছে।
(ক) কাঠের গুড়িটির গতির প্রকৃতি কোন ধরনের লিখ। যদি দড়িটির মুক্ত প্রান্তের টানে কাঠের গুড়িটি 15 ms-1 বেগে গড়িয়ে চলতে থাকে, তবে কাঠের গুড়িটির গতিশক্তি নির্ণয় করাে।
(খ) কাঠের এই গুড়িটি আনত তলের পাদ বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে তুলতে মােট শক্তির পরিমাণ নির্ণয় করাে।
(গ) কাঠের গুড়িটির স্থলে একই ভর, দৈর্ঘ্য ও ব্যাসার্ধের ফাঁপা সিলিন্ডার হলে, (ক) ও (খ) নং এর ক্ষেত্রে নির্ণেয় গতিশক্তি ও মােটশক্তির মানের কোনাে পরিবর্তন হবে কিনা? উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।
(ঘ) কাঠের গুড়িটি উপরে গড়িয়ে উঠার ক্ষেত্রে, কাঠের গুড়িটির একটি পূর্ণ ঘূর্ণনের জন্য টর্ক 8Nm হলে কাজ কত?
(ঙ) এখন যদি তুমি কাঠের এই গুড়িটিকে আনত তলের সাথে 30° কোণে নিচ থেকে ঠেলা দিয়ে আনত তলের পাদ বিন্দু থেকে শীর্ষ বিন্দুতে উঠাতে চাও, সেক্ষেত্রে তুমি কাঠের গুড়িটির উপর কী পরিমাণ বল প্রয়ােগ করবে? এভাবে উপরে তােলার ক্ষেত্রে টানা ও ঠেলার মধ্যে কোনটি সুবিধাজনক তা ব্যাখ্যা করাে।
(চ) আনত তলের পাদবিন্দু থেকে শীর্ষে ওঠানাের জন্য:
- i) আনত তলের সাথে 30° কোণে নিচ থেকে বল প্রয়ােগ করলে এবং
- ii) দড়ির সাহায্যে আনত তল বরাবর বল প্রয়ােগ করলে। উভয় ক্ষেত্রেই, শীর্ষে তােলার সাথে সাথে কাঠের গুড়িটিকে খাড়া নিচের দিকে ফেলে দিলে। কাঠের গুড়িটি কি উভয় ক্ষেত্রে একই বেগে ভূ-পৃষ্ঠকে আঘাত করবে? এক্ষেত্রে বায়ুর ঘর্ষণজনিত বাধা উপেক্ষণীয়। উত্তরের পক্ষে গাণিতিক যুক্তি বিশ্লেষণ করাে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
অ্যাসাইনমেন্টটি প্রস্তুত করতে নিউটনিয়ান গতিবিদ্যার বিভিন্ন পাঠ দেখে নেয়া যেতে পারে।
এইচএসসি পরীক্ষা ২০২১ ৭ম সপ্তাহের পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান/ উত্তর
এটিই তোমাদের এইচএসসি পরীক্ষা ২০২১ ৭ম সপ্তাহের পদার্থবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর বাছাইকরা সমাধান/ উত্তর- কাজ ও শক্তির সার্বজনীন ধারণার প্রয়ােগ সম্পর্কিত সমস্যাবলী।
এইচএসসি পরীক্ষা ২০২১ ৭ম সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্টের সমাধান-
[ninja_tables id=”12041″]আরো দেখুন-
- জৈব যৌগে বন্ধন বিভাজন এবং অ্যারােমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া
- যৌগ গঠনের সময় অষ্টক নিয়ম ও দুই-এর নিয়ম অনুসরণ, এদের গঠন প্রক্রিয়া, পানিতে দ্রাব্যতা এবং বিদ্যুৎ পরিবাহিতা
- সূর্যকে পরিক্রমণকালে পৃথিবীর চারটি অবস্থায় বাংলাদেশের ঋতু পরিবর্তন
- ৯ম শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ ইংরেজি, বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- সামাজিক জীবনে প্রচলিত চারটি লোকসংস্কৃতির উপাদান চিহ্নিত করা
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।