করোনাভাইরাস প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি মাউশির বিশেষ নির্দেশনা
করোনাভাইরাস প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি মাউশির বিশেষ নির্দেশনা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ১১ মার্চ তারিখে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাস সম্পর্কে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ কে বিশেষ সতর্কতার কথা বলা হয়েছে।
মাউশির প্রকাশিত বিজ্ঞপ্তি কে করোনাভাইরাস নিয়ে সচেতনতা অবলম্বন করার জন্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের প্রতি পরামর্শ প্রদান করেছেন মাউশি।
“করোনাভাইরাস: সচেতন হোন, নিরাপদ থাকুন” শিরোনামের বিজ্ঞপ্তিটি নিচে হুবহু তুলে ধরা হলো-
উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা যাচ্ছে সরকার ইতোমধ্যে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। এ ভাইরাস সংক্রমণ রোধে সবার সর্তকতা ও সচেতনতা প্রয়োজন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীন সকল অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সকলকে এ পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেয়া হলো।
এ পরিপ্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক ক্রীড়া ও অন্যান্য যে কোন অনুষ্ঠানসমূহে জনসমাগম হয় সে অনুষ্ঠানসমূহ আয়োজন এর সূচি পুনর্বিন্যাস করে পরবর্তীতে আয়োজনে নির্দেশনা দেওয়া হলো।
এছাড়া পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রত্যাহিক সমাবেশ শ্রেণিকক্ষ গুলোতে আয়োজন করতে হবে।
সেখানে জাতীয় সংগীত গাওয়া সহ অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট এর ওয়েবসাইটে প্রকাশিত কোন ভাইরাসের তথ্য সম্বলিত নির্দেশনা ও পরামর্শ অনুসরণীয়।
করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের করণীয় কি তা জানুন
আরও পড়ুন-
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
করোনাভাইরাস প্রসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতি মাউশির বিশেষ নির্দেশনা