করোনাকালীন অনলাইন ক্লাসে ব্যবহৃত ডিভাইসের তালিকা ও ব্যবহার প্রক্রিয়া
৬ষ্ঠ শ্রেণির কোমলমতী শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে ষষ্ঠ শ্রেণির ১৭তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান : করোনাকালীন অনলাইন ক্লাসে ব্যবহৃত ডিভাইসের তালিকা ও ব্যবহার প্রক্রিয়া লিখন।
২১ সেপ্টেম্বর ২০২১ এর নির্ধারিত এসাইনমেন্ট প্রকাশের রুটিন অনুযায়ী সকল নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাঠ্যক্রম মূল্যায়নের লক্ষ্যে ৬ষ্ঠ শ্রেণির ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তাই তোমাদের জন্য উপযুক্ত নির্দেশনা অনুসরণ করে ষষ্ঠ শ্রেণির ১৭তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান তৈরি করেছি।
৬ষ্ঠ শ্রেণি ১৭তম সপ্তাহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট:
“করােনায় স্কুল বন্ধ থাকায় তুমি তােমার দৈনন্দিন পড়ালেখার ঘাটতি পূরণে সংসদ টেলিভিশনে প্রচারিত ক্লাসসমূহ অনুসরণ করে থাকো। এছাড়া তুমি তােমার স্কুল পরিচালিত অনলাইন ক্লাসসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষকের ক্লাসও দেখে থাকো।”
তুমি এসব ক্লাসে অংশগ্রহণ করতে কোন কোন ডিভাইস ব্যবহার করাে? তার একটি তালিকা তৈরি করে ব্যবহার প্রক্রিয়া লিখ।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
শিরােনাম, বিষয়বস্তু উপস্থাপন, পরিশিষ্ট (প্রতিবেদন প্রস্তুতকারীর নাম, শ্রেণি, রােল, প্রতিবেদন তৈরির সময়, তারিখ ও স্থান)
ষষ্ঠ শ্রেণির ১৭তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের উত্তর/ সমাধান
তারিখ : ২২/০৯/২০২১ ইং
বরাবর ,
প্রধান শিক্ষক
‘ক’ উচ্চ বিদ্যালয়
বিষয় : করোনাকালীন অনলাইন ক্লাসে ব্যবহৃত ডিভাইসের তালিকা ও ব্যবহার প্রক্রিয়া।
জনাব,
বিনীত নিবেদন এই যে , আপনার আদেশ নং ক.উ.বি.৩৫৫-১ তারিখ : ২১/০৯/২০২১ ইং অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার স্বব্যখ্যাত প্রতিবেদনটি নিম্নে পেশ করলাম ।
করোনাকালীন অনলাইন ক্লাসে ব্যবহৃত ডিভাইসের তালিকা ও ব্যবহার প্রক্রিয়া
করােনা মহামারিতে প্রযুক্তির ব্যবহার
করােনা মহামারীতে সারা পৃথিবী স্থবীর হয়ে পড়েছে। অফিস-আদালত, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান সহ সব সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান কার্যত লডাউন, মহামারির এই সময়ে করােনা নিয়ন্ত্রনে সবাইকে বাসায় থাকতে হচ্ছে। বাসায় থেকেই প্রযুক্তির কল্যানে সরকারি-বেসরকারি সহ বিভিন্ন অফিসের কাজ বাসায় বসেই করা সম্ভব হচ্ছে।
গত ০৮ ই মার্চ দেশে করােনা ভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে সাধারন ছুটি ঘােষনা করে প্রকার বিভিন্ন ধাপে ধাপে সাধারন ছুটি বাড়িয়েও জনগনের অসচেতনতা এবং স্বাস্থবিধি না মানার কারনে করােনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। কতদিন এই মহামারি চলবে বা কবে নাগাদ শেষ হবে তার হদিস কেউ জানেনা। সবাই এক রকম ঘরবন্দী জীবন যাপন করছে।
কিন্তু তাই বলে জীবন তাে থেমে থাকবে না। বর্তমান আধুনিক প্রযুক্তির কল্যানে ঘরে বসেই বিভিন্ন অত্যা| ধুনিক সুবিধা পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করে কর্মস্থলে উপস্থিত না হয়েই অফিস – আদালত পরিচালনা মিটিং, শিক্ষা কার্যক্রম পরিচালনা অনলাইন শপিং, ই-কমার্স, সমাজিক যােগাযােগ ছাড়াও বহু সুবিধা পাওয়া যাচ্ছে।
ইন্টারনেট প্রযুক্তি :
ইন্টারনেটের কল্যানে বর্তমানে বেশিরভাগ কাজ অনলাইন প্রযুক্তিতেই পরিচালিত হয়। যার মাধ্যমে সামাজিক যােগাযােগ থেকে শুরু করে, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে ও কাজ করা যাচ্ছে। বর্তমানে করােনা মহামারীতে ইন্টারনেটের ব্যবহার ৫০ শতাংশ বেড়ে গেছে।
শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার :
শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষাখাতে প্রযুক্তির ব্যবহার করা সম্ভব হচ্ছে। দেশের বিভিন্ন | সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় মনােযােগী হচ্ছে। এই ভার্চুয়াল ক্লাস কার্যক্রমে যারা যেতে পারছে না। তাদের জন্য ক্লাস গুলাের ভিডিও আপলােড দিচ্ছে যাতে পরবর্তীতে এগুলাে দেখা যায় । করােনার এই পরিস্থিতির পরও অনলাইন শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখা যাবে শিক্ষর্থীদের। আমার ব্যবহৃত ডিভাইস গুলাের আলােচনা করা হলাে: টেলিভিশন, মােবাইল ফোন, কম্পিউটার।
টেলিভিশন:
পৃথিবীর প্রায় সব দেশেই টেলিভিশন ব্যবহার করা হয়। মূলত বিনাদনের মাধ্যম হিসেবে টেলিভিশন ব্যবহার করা হয়। আমাদের দেশে টেলিভিশন চালু হয়েছে আজ থেকে প্রায় আটচল্লিশ বছর আগে। বিনাদনের পাশাপাশি আমাদের দেশে টেলিভিশনে গণশিক্ষা, নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলা প্রচার করে থাকে। বিভিন্ন চ্যানেলে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীদের আলাদাভাবে শিক্ষাদানের মাধ্যম হলো টেলিভিশন।
মোবাইল ফোন:
প্রতিদিন দীর্ঘ সময় ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস গুলোর মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইলের ব্যবহার এখন শুধুমাত্র যোগাযোগেই থেমে নেই। শপিং, ব্যাঙ্কিং, অনলাইন পড়াশোনা, বিনোদন সবকিছুতেই মোবাইল ফোনের ব্যবহার রয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের জন্য জুম, গুগল ক্লাসরুমে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন ক্লাস করানো হয়।
মোবাইল ফোনের ব্যবহার এখন আর সমাজের নির্দিষ্ট কোন স্তরে সীমাবদ্ধ নেই। সমাজের সর্বস্তরের মানুষের কাছেই মোবাইলফোন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথা প্রয়োজনীয় বস্তু। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারে মোবাইল ফোনের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ প্রয়োজনীয় ও আকর্ষণীয় সকল সুবিধা সমাজের সব স্তরের মানুষের সামর্থের মধ্যে পাওয়া যায় বলে অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে থাকেন। ভবিষ্যতে মোবাইল ফোনের ব্যবহার আরো বাড়বে বলে আশা করা যায়।
কম্পিউটার:
কম্পিউটারের ব্যাবহার আমাদের দেশে সমস্ত ক্ষেত্রে, ব্যাক্তিগত ও সামাজিক জীবনে নিয়ে এসেছে এক বিরাট পরিবর্তন। কম্পিউটার কর্ম জীবনে ব্যাবহারিক ক্ষেত্রে খুলে দিয়েছে একের পর এক নতুন দিগন্ত। অনেক জন মানুষের কাজ। একমুহূর্তে নির্ভুল ভাবে করতে পারে কম্পিউটার। দৈনন্দিন জীবনে সবকাজেই রয়েছে কম্পিউটারের ব্যাবহার ব্যাংকের কাজ নির্ভুল ও তাড়াতাড়ি করে দেয়। শেয়ার বাজারকে নির্ভুল প্রদর্শন করে। স্কুল, কলেজ অফিস আদালত সমস্ত ক্ষেত্রে তথ্য জমার কাজ করে।
চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও কম্পিউটারের ব্যাবহার উল্লেখযােগ্য। মুদ্রণ শিল্পে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে কম্পিউটার। কম্পিউটারে উপলব্ধ ইন্টারনেট পরিষেবা | গােটা পৃথিবীকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শুধু কাজের ক্ষেত্রেই কম্পিউটারের ব্যাবহার সীমাবদ্ধ নয়। কম্পিউটারের প্রমােদ মূল্যও যথেষ্ট। অনলাইনে গেম খেলা, গান শােনা, সিনেমা দেখা প্রভৃতি কাজে কম্পিউটার ব্যবহার করে থাকি আমরা। টিকিট বুকিং, পরীক্ষার ফল প্রকাশ থেকে পাত্র পাত্রী নির্বাচন, অপরাধী খোঁজা সবকিছুতেই কম্পিউটার -তাই নিঃসন্দেহে বলা যায় আধুনিক সভ্যতা কম্পিউটার ছাড়া অচল। এসকল ডিভাইস ব্যবহার করে আমি সংসদ টিভিতে ক্লাসগুলাে করেছি।
প্রতিবেদকের নাম : খাদিজাতুল স্বর্ণা
রোল নং : ০১
প্রতিবেদনের ধরন : প্রাতিষ্ঠানিক,
প্রতিবেদনের শিরোনাম : করোনাকালীন অনলাইন ক্লাসে ব্যবহৃত ডিভাইসের তালিকা ও ব্যবহার প্রক্রিয়া।
প্রতিবেদন তৈরির স্থান : কুমিল্লা
তারিখ : ২২/০৯/২০২১ ইং ।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি ১৭তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত
- ৬ষ্ঠ শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান
- অষ্টম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান
- সপ্তম শ্রেণির ১৫তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান
- ৮ম শ্রেণি ৭ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট ২০২১ গণিত এবং ধর্ম ও নৈতিক শিক্ষা
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।