এমপিওভুক্ত মাদ্রাসায় গ্রন্থাগারিক ও সহকারি গ্রন্থাগারিক নিয়োগ নীতিমালা
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় গ্রন্থাগারিক ও সহকারি গ্রন্থাগারিক নিয়োগ নীতিমালা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর dme.gov.bd. ০৩ ফেব্রুয়ারি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এমপিওভুক্ত মাদ্রাসায় গ্রন্থাগারিক ও সহকারি গ্রন্থাগারিক নিয়োগ নীতিমালা ও শর্তাবলী প্রকাশ করা হয়েছে।
এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাসমূহে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদে নিয়ােগের নিমিত্ত শর্তাবলী/নীতিমালা প্রণয়ন প্রসঙ্গে প্রকাশিত আদেশে বলা হয়-
সূত্র: কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মহােদয়ের মৌখিক নির্দেশনা;
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশােধিত) তে এমপিওভুক্ত দাখিল ও আলিম মাদ্রাসার স্টাফ প্যাটার্ণে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার এবং ফাজিল ও কামিল মাদ্রাসার স্টাফ প্যাটার্ণে সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদ অন্তর্ভূক্ত আছে।
উক্ত পদগুলােতে (সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক) নিয়ােগের নিমিত্ত প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের প্রেক্ষিতে মহাপরিচালক (মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর) মহােদয় কর্তৃক প্রতিনিধি মনােনয়ন দেয়া হয়।
সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদে নিয়ােগের নিমিত্ত নিমােক্ত শর্তাবলী/নীতিমালার প্রস্তাব করা হলাে-
১। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণীত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশােধিত) অনুযায়ী সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার ও গ্রন্থাগারিক পদের প্রাপ্যতা থাকতে হবে।
২। পৃথক সুপরিসর কক্ষে একটি সমৃদ্ধ গ্রন্থাগার থাকতে হবে ।
৩। দাখিল ও আলিম মাদ্রাসার গ্রন্থাগারের আয়তন নূন্যতম ৩০০ বর্গফুট হতে হবে।
৪। ফাজিল ও কামিল মাদ্রাসার গ্রন্থাগারের আয়তন নূন্যতম ৪০০ বর্গফুট হতে হবে।
৫। দাখিল ও আলিম মাদ্রাসার গ্রন্থাগারে কমপক্ষে ২০০০ বই থাকতে হবে।
৬। ফাজিল ও কামিল মাদ্রাসার গ্রন্থাগারে কমপক্ষে ৩০০০ বই থাকতে হবে।
৭। মাদ্রাসার প্রতি শ্রেণির জন্য কম পক্ষে ৩ সেট পাঠ্য বই থাকতে হবে।
৮। তাফসীর, উসুলে তাফসীর, হাদীস (সিহাহ সিত্তাহসহ) উসুলে হাদীস, ফিকহ, বাংলা, ইংরেজি ও আরবি অভিধান, আরবি ভাষা ও ব্যকরণসহ পর্যাপ্ত আরবি বই থাকতে হবে।
৯। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বাংলার ইতিহাস, বাংলাদেশের ইতিহাস, ইতিহাস ও ইসলামের ইতিহাস, বিজ্ঞান, আত্নজীবনীসহ যুগের চাহিদা মাফিক পর্যাপ্ত বই-পুস্তক থাকতে হবে।
১০। ক্যাটালগ সিস্টেম থাকতে হবে।
১১। পর্যাপ্ত Reference বই থাকতে হবে।
১২। ছাত্র/ছাত্রীদের জন্য পৃথক পৃথক সংযুক্ত বাথরুম থাকতে হবে।
১৩। অন্তত ৩০ জন শিক্ষার্থী একসাথে অধ্যয়নের সুব্যবস্থা থাকতে হবে।
১৪। শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের পৃথকভাবে অধ্যায়নের ব্যবস্থা থাকতে হবে।
১৫। গ্রন্থাগারে পর্যাপ্ত চেয়ার, টেবিল, বুক সেলফ, র:যাক, আলমারীসহ প্রয়ােজনীয় আসবাবপত্র থাকতে হবে।
১৬। বিদ্যুৎ ব্যবস্থা ও পর্যাপ্ত ফ্যান থাকতে হবে।
১৭। আইপিএস/ইন্টারনেট/wifi কানেকশন থাকতে হবে।
১৮। e-book অধ্যায়নের সুবিধা থাকতে হবে।
১৯। উপরিউক্ত শর্তাবলী সম্বলিত গ্রন্থাগার আছে কিনা এ বিষয়ে সরেজমিনে তদন্তপূর্বক দাখিল ও আলিম মাদ্রাসার ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফাযিল ও কামিল মাদ্রাসার ক্ষেত্রে জেলা প্রশাসক/অতিরিক্ত জেলা প্রশাসক কর্তৃক সুনির্দিষ্ট মতামতসহ প্রত্যয়ন থাকতে হবে।
এমতাবস্থায়, এমপিওভুক্ত দাখিল, আলিম মাদ্রাসায় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে এবং ফাজিল ও কামিল মাদ্রাসায় গ্রন্থাগারিক পদে নিয়ােগের নিমিত্ত উপরিউক্ত শর্তাবলী/নীতিমালার প্রস্তাব সদয় অনুমােদন ও পরবর্তী প্রয়ােজনীয় নির্দেশনার জন্য মহােদয় সমীপে প্রেরিত হলাে।
আপনার জন্য আরও কিছু তথ্য:
মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের জন্য ফেসবুকের সবচেয়ে বড় গ্রুপ মাদ্রাসা শিক্ষা বাতায়ন-এ যোগ দিন।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–