একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ
মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের সবচাইতে বড় চ্যালেঞ্জ থাকে উচ্চ মাধ্যমিক স্তরে পছন্দের কলেজে ভর্তি হওয়া। ভাল ও পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য অবশ্যই একাদশ শ্রেণি অনলাইন আবেদন পূর্ব প্রস্তুতি ফরম ব্যবহার করা উচিত। একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন করার ক্ষেত্রে ভর্তি প্রস্তুতি ফরম টি অনেক বেশি কার্যকর;
সঠিকভাবে পছন্দক্রম না নির্বাচন করতে পারার কারণে অনেক শিক্ষার্থীর যোগ্যতা থাকা সত্বেও পছন্দের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায় না। কয়েকটি বিষয় খেয়াল করলে তুমি ও তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারবে। বাংলা নোটিশ ডটকমের আজকের আয়োজন একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়ার জন্য পূর্বপ্রস্তুতি ফর্ম ডাউনলোড ও পছন্দের কলেজে ভর্তি হওয়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইন।
একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম
১. পছন্দের কলেজের এর তালিকা তৈরি করা:
আবেদনকারীকে সঠিক ও সাবলিলভাবে আবেদন করার জন্য অবশ্যই পছন্দের কলেজের এর তালিকা প্রস্তুত করা উচিত। না হলে আবেদন করার সময় দ্বীধায় পড়ে যেতে হয়। পছন্দের কলেজের তালিকা প্রস্তুত করার জন্য বাংলা নোটিশ ডট কম এর একাদশ শ্রেণি অনলাইন আবেদন প্রস্তুতি ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করে পছন্দের কলেজের এর তালিকা তৈরি করা অনেক সহজ হয়ে যাবে।
সেই সাথে এই আবেদন ফরমটি ব্যবহার করলে তোমার কোন ডাটা মিস হওয়ার সম্ভবনা থাকবেনা। এই পোস্টের শেষে ফরম ডাউনলোড লিংক দেওয়া আছে; একাদশ শ্রেণি ভর্তি অনলাইন আবেদন প্রস্তুতি ফরম ডাউনলোড ও পরামর্শ দেওয়া হলো।
২. প্রাপ্ত জিপিএ ও নূন্যতম জিপিএ এর প্রতি নজর রাখা:
আবেদনকারীর প্রাপ্ত জিপিএ এবং কলেজ সমূহের নূন্যতম জিপিএ প্রতি গভীর লক্ষ্য রেখে কলেজ পছন্দক্রম দেওয়া উচিত। কারণ অনেক সময় দেখা যায় জিপিএ ৩.৫ চাওয়া কলেজে সমূহ আপনি যদি জিপিএ ৩.৫ পেয়ে আবেদন করেন তাহলে এখানে চাঞ্চ পাওয়ার সম্ভবনা অনেক কম থাকে।
সেই সাথে কলেজের এর রেপুটেশন যাচাই করে কলেজ নির্বাচন করা উচিত। কলেজ পছন্দক্রম দেওয়ার সময় অবশ্যই পরিবারের বড় বা আত্মীয়দের মধ্যে কেউ থাকলে তার পরার্মশ গ্রহণ করা ভাল।
৩. এলাকার কলেজকে পছন্দের তালিকায় রাখা:
আবেগের বসে এবং উচ্চ চিন্তার কারণে অনেক সময় আবেদনকারীরা নিজের অঞ্চলের কলেজকে পছন্দের তালিকায় রাখেনা। কিন্তু ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পর বিভিন্ন জটিলতা বা স্বেচ্ছায় কলেজ পরিবর্তন করতে চায়। নতুন করে জটিলতা সৃষ্টি হয়। তাই কলেজ পছন্দের তালিকায় অবশ্যই নিজের অঞ্চলের কলেজকে প্রাধান্য দেওয়া উচিত।
৪. কলেজের নামের দিকে খেয়াল রাখা:
সারা বাংলাদেশে অনেক কলেজ আছে যেগুলোর নাম অনেকটা একই রকম হয়। তাই কলেজ নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই নাম ও প্রতিষ্ঠানের EIIN নাম্বার এর দিকে খেয়াল রেখে, সঠিক নামটি নির্বাচন করে পছন্দক্রম তৈরি করতে হবে।
৫. সরকারি-বেসরকারি যাচাই করা:
আবেদন করার সময় অবশ্যই কলেজ এর অবস্থা যাচাই করে নিতে হবে। কলেজটি সরকারি নাকি বেসরকারি অথবা এমপিও ভুক্ত বা একেবারে প্রাইভেট কিনা তা যাচাই করে পছন্দক্রম তৈরি করতে হবে।
অনলাইনে কলেজ ভর্তি সংক্রান্ত অন্যকোন তথ্য ও সহযোগিতা প্রয়োজন হলে আমাদের ফেসবুক পেইজটি ফলো করে যেকোন প্রশ্ন করতে পার।
এই ফরমটি ওয়ার্ড ফাইল পেতে চাইলে আমাদের ফেসবুক পেইজ লাইক ও ফলো করে মেসেজ করলে আপনার ইনবক্সে পাঠিয়ে দেওয়া হবে। এই তথ্যটি শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন;
সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।