এইচএসসি ২০২২ ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত ১ম পত্র সমাধান
বিজ্ঞান বিভাগের ২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি এইচএসসি, আলিম শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত প্রথম পত্রের সমাধান সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এইচএসসি ২০২২ ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত ১ম পত্র সমাধান কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। এই আর্টিকেলটি পড়ে তোমরা এইচএসসি পরীক্ষা ২০২২ ৫ম সপ্তাহের উচ্চতর গণিত প্রথম পত্র এ্যাসাইনমেন্ট সমাধান করতে পারবে।
এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত ১ম পত্র
চলমান কোভিড ১৯ অতিমারির কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। বিভিন্ন গুচ্ছ বিষয় থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহের সর্বমোট ২০ টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেন কতৃপক্ষ যার মাধ্যমে শিক্ষার্থীদের শিখন মূল্যায়ন করে শিক্ষকগণ তথ্য সংরক্ষণ করবেন। এ পরিপ্রেক্ষিতে কোভিড ১৯ সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।
নিচের ছবিতে এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত ১ম পত্র বিস্তারিত উল্লেখ করা হলো
অ্যাসাইনমেন্ট : কোনো একটি কলেজের একাদশ শ্রেণির মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের মোট শিক্ষার্থী সংখ্যা 1500 জন। কিছু সংখ্যক অনাবাসিক শিক্ষার্থী ব্যতীত অন্যরা M হল ও F হলের আবাসিক শিক্ষার্থী। F হলের 460 জন শিক্ষার্থীর মধ্যে কলেজটির মানবিকের 20%, ব্যবসা শিক্ষার 40% ও বিজ্ঞানের 30% শিক্ষার্থী রয়েছে। অন্যদিকে M হলের 540 জন শিক্ষার্থীর মধ্যে কলেজের মানবিক 40%, ব্যবসায় শিক্ষার 20% ও বিজ্ঞানের 50% শিক্ষার্থী রয়েছে। মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞানের শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে x, y ও z দ্বারা প্রকাশ করা হলো।
শিখনফল/বিষয়বস্তু :
- ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকারভেদ উদাহরণসহ বর্ণনা করতে পারবে।
- ম্যাট্রিক্স এর সমতা, যোগ, বিয়োগ ও গুণ করতে পারবে।
- নির্ণায়কের মান নির্ণয় করতে পারবে।
- নির্ণায়ক এর অনুরাশি ও সহগুণক ব্যাখ্যা করতে পারবে।
- বর্গ ম্যাট্রিক্স এর বিপরীত ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবে এবং প্রযোজ্য ক্ষেত্রে তা নির্ণয় করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি) :
- ক. তিনটি সমীকরণ গঠন করে AX=B আকারে প্রকাশ কর।
- খ. ম্যাট্রিক্সকে A ধরে উহা অভেদঘাতি ম্যাট্রিক্স কিনা যাচাই কর।
- গ. Adj (A) নির্ণয় কর।
- ঘ. A3+3A=2I3+11Y হলে, Y নির্ণয় কর।
- ঙ. সমীকরণগুলি সমাধান করে কলেজের মানবিক, ব্যবসা শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সংখ্যা নির্ণয় করো।
এইচএসসি পরীক্ষা ২০২২ দ্বাদশ শ্রেণি ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত ১ম পত্র সমাধান
২০২২ সালের এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ৫ম সপ্তাহের উচ্চতর গণিত প্রথম পত্রের অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনা অনুসরণ করে একটি বাছাইকরা নমুনা সমাধান প্রস্তুত করে দেয়া হলো। এটি অনুযায়ী এইচএসসি পরীক্ষা ২০২২ ৫ম সপ্তাহের উচ্চতর গণিত প্রথম পত্র এ্যাসাইনমেন্ট সমাধান লিখলে তোমাদের সর্বোচ্চ নম্বর পাওয়ার নিশ্চয়তা রয়েছে।
এই ছিল তোমাদের এইচএসসি, আলিম শ্রেণির ৫ম সপ্তাহের এ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত প্রথম পত্রের সমাধান।
এই সমাধানটি দিয়েছেন- রুপম (ফেনী)
আরো দেখুন-
প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।