এইচএসসি ২০২১ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
দ্বাদশ শ্রেণির ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণই ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ৩১ আগস্ট ২০২১ খ্রি. তারিখে মাউশি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
২০২১ এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত অ্যাসাইনমেন্টসমূহের মধ্যে ৬ষ্ঠ সপ্তাহের জন্য গুচ্ছ-১ এর পদার্থবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, ইসলাম শিক্ষা, শিশুর বিকাশ, লঘু সংগীত ও গুচ্ছ-২ এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স,ব্যাংকি ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন বিষয়ের ১৬টি অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর;
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণীত অ্যাসাইনমেন্ট কার্যক্রম ৩১ আগস্ট ২০২১ খ্রি. থেকে শুরু হবে;
এর আগে গত সপ্তাহে এইচএসসি ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পঞ্চম সপ্তাহরে অ্যাসাইনমেন্ট ২৪ আগস্ট ২০২১ খ্রি. তারিখে প্রকাশিত হয়।
HSC 2021 6th Week Assignment
HSC 2021 6th Week Assignment. HSC students have to complete assignments in various subjects for Science, Humanities and Business Education groups. We have prepared various solutions for the topics published in the assignment and uploaded them on our website so that you can easily download them from here, let’s not know what is there.
এইচএসসি ২০২১ ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট বিজ্ঞপ্তি
কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড কর্তৃক ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলােকে প্রণীত অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে (মাউশি অধিদপ্তর);
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্টসমূহ প্রদান ও গ্রহণের ক্ষেত্রে কোভিড-১৯ এর সংক্রমণ রােধে সরকার ঘােষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণপূর্বক প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরােধ করা হলাে;
বাংলাদেশের প্রতিটি কোণে কোণে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষে আমাদের প্রচেষ্টা চলছে চলবে…
ত্রিশ লক্ষ্য পাঠকের আস্থা ও বিশ্বাসের সাথে বাংলা নোটিশ.কম এগিয়ে যাচ্ছে আগামীর পথে নতুন দিগন্তে;
২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বোঝার সুবিধার্থে ৬ষ্ঠ সপ্তাহের বিষয় ভিত্তিক অ্যাসিইনমেন্ট পর্যালোচনা করা হল
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়: পদার্থবিজ্ঞান, বিষয় কোড: ১৭৫, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; চল তড়িৎ।
অ্যাসাইনমেন্ট: বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলাের ভূমিকা বিশ্লেষণ
(ক) Fig-1 এর বর্তনীতে কার্শফের সূত্র ২টি কীরূপ হবে চিত্রসহ দেখাও।
(খ) V1 ব্যাটারির প্রান্ত পরিবর্তন করে সংযােগ দিলে তড়িৎ প্রবাহের কীরূপ পরিবর্তন হবে চিত্র এঁকে দেখাও।
এবার আরেকটি বর্তনী নিয়ে চিন্তা করা যাক:-
মনেকরাে, বর্তনীতে একটি বাল্ব ২টি ব্যাটারির সাথে সংযুক্ত রয়েছে। ব্যাটারি ২ টির তড়িচ্চালক বলের মান 12V, এদের অভ্যন্তরীণ রােধ 0.5Ω, বর্তনীর বহিস্থ রােধ 4.5Ω।
(গ) বর্তনীটিতে ব্যাটারির শ্রেণি সংযােগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহ নির্ণয় করাে।
(ঘ) বর্তনীর বাল্বটির অভ্যন্তরীণ রােধ r হলে ব্যাটারির শ্রেণি ও সমান্তরাল সমবায়ের কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে?
(ঙ) কোন শর্তে ব্যাটারির দুই রকম সমবায়ের ক্ষেত্রেই বাল্বটি একই রকম উজ্জ্বলতা দিবে?
(চ) যদি প্রবাহমাত্রা 25% হ্রাস পায় বাতিটির উজ্জ্বলতা শতকরা কত অংশ হ্রাস পাবে?
শিখনফল/বিষয়বস্তু:
ক. কোষের অভ্যন্তরীণ রােধ এবং তড়িচ্চালক বলের গাণিতিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবে।
খ. বর্তনীতে কোষের শ্রেণি ও সমান্তরাল সমন্বয় সংযােগ ব্যাখ্যা করতে পারবে।
গ. কার্শফের সূত্র ব্যবহার করে বর্তনীর তড়িৎ প্রবাহ ও বিভব পার্থক্য নির্ণয় করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
(ক) এর সমাধানের ক্ষেত্রে রােধের সমবায় ও X ও Y জাংশন বিন্দু ব্যবহার করতে হবে এবং চিত্র এঁকে নিতে।
(খ) এর ক্ষেত্রে রােধের সমবায় করে নিতে হবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়: উচ্চতর গণিত, বিষয় কোড: ২৬৬, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-সপ্তম;
(বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ)।
অ্যাসাইনমেন্ট: ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ সংক্রান্ত সমস্যা সমাধান: f(x) = sinx এবং g(x) = tan-1 x
শিখনফল/বিষয়বস্তু:
১. ত্রিকোণমিতিক ফাংশনের বিপরীত অন্বয় ব্যাখ্যা করতে পারবে এবং এর মূখ্য মান নির্ণয় করতে পারবে।
২. ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করতে পারবে।
৩. নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান নির্ণয় করতে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক) দেখাও যে, sec2(g(5)) + cosec2 (g (1/2)) = 31
খ) f-1(x)- cos-1y =π/6 হলে প্রমাণ কর যে, 4(x2 + y2 – xy) = 3 (sin-1x + cos-1 x = π/2 সূত্র ব্যবহার করবে।
অথবা অন্য কোন যৌক্তিক উপায়ে ত্রিকোণমিতিক ফাংশন অপসারণ করবে)
গ. f(πecosØ) = f(π/2 ± sinØ)হলে দেখাও যে, 4Ø ± π= 4 sec-1(2√2)
ঘ) সমাধান কর: f/(2x) – √3/f(π/2-2x)=4ঙ) 0 < Ø < 2π ব্যবধিতে1+ f (π/2 -Ø) + f ( π/2 -2Ø)=0 সমীকরণটি সমাধান কর।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: বিজ্ঞান, বিষয়: জীববিজ্ঞান, বিষয় কোড: ১৭৯, মোট নম্বর: ১২, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; প্রাণীর পরিচিতি।
অ্যাসাইনমেন্ট: রুই/টাকি বা অনুরূপ মাছের বাহ্যিক গঠন পর্যবেক্ষণ।
শিখনফল/বিষয়বস্তু: রুই মাছের গঠন বর্ণনা করতে হবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রয়ােজনীয় উপকরণ: একটি রুই/টাকি মাছ (না পাওয়া গেলে যেকোনাে মাছ), স্কেল/ রুলার/ পরিমাপের ফিতা (সেন্টিমিটারে মাপার উপযুক্ত) প্রয়ােজনে সুতা দিয়ে মেপে স্কেলে বসিয়ে মাপ নিতে হবে। দৈর্ঘ্য-প্রস্থের যাবতীয় পরিমাপ সেন্টিমিটার এককে হবে।
২. অ্যাসাইনমেন্টের জন্য একটি এ-ফোর বা অনুরূপ আকারের কাগজে দুটি ছক তৈরি করতে হবে (পরের পৃষ্ঠা দ্রষ্টব্য)।
৩. মাছের দেহের আকার পরিমাপের সময় সর্বোচ্চ দৈর্ঘ্য হিসেবে মুখ থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত মাপ নিতে হবে। সর্বোচ্চ প্রস্থ হিসেবে দেহকাণ্ডের যে অংশটি বক্ষ থেকে পৃষ্ঠের দিকে সবচেয়ে বিস্তৃত সেই অংশের মাপ নিতে হবে। পাখনা বাদে এই মাপটি নিতে হবে।
৪. অন্যান্য অংশগুলাের ক্ষেত্রেও নির্দেশনা অনুসারে মাপ নিয়ে ছকে লিখতে হবে। পার্শ্বরেখা এবং কয়েকটি দূরত্বের ক্ষেত্রে কেবল দৈর্ঘ্য উল্লেখ করাই যথেষ্ট। পাখনাসমূহের ক্ষেত্রে সর্বোচ্চ দৈর্ঘ্য ও সর্বোচ্চ প্রস্থ। উল্লেখ করতে হবে।
৫. পৃষ্ঠদেশ থেকে একটি ও বক্ষদেশ থেকে একটি – মােট দুটি আঁইশ সংগ্রহ করে শুকিয়ে নিতে হবে। তারপর ছক-১ এর নির্ধারিত ঘরে (১-৪ ও ১-৫) তা বসিয়ে কলম দিয়ে আউটলাইন আঁকতে হবে। অতঃপর আঁইশ দুটির প্রতিটির উল্লম্ব ও অনুভূমিক অক্ষ বরাবর উপরের চিত্রের মতাে করে দৈর্ঘ্য ও প্রস্থ উল্লেখ করতে হবে। চিত্রের ?? এর স্থলে সংখ্যা বসবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, বিষয় কোড: ২৯৩, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; কেন্দ্রীয় ব্যাংক।
অ্যাসাইনমেন্ট: দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণ।
শিখনফল/বিষয়বস্তু:
ক. কেন্দ্রীয় ব্যাংকের ধারণা ও কার্যাবলি ব্যাখ্যা করতে পারবে।
খ. কেন্দ্রীয় ব্যাংক এর আওতা ব্যাখ্যা করতে পারবে ।
গ. অর্থ বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি বিশ্লেষণ করতে পারবে।
ঘ. নিকাশ ঘরের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
দেশের অর্থনৈতিক উন্নয়ন, মুদ্রা বাজার নিয়ন্ত্রণ এবং আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিস্পত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা নিরূপণে:-
১. কেন্দ্রীয় ব্যাংকের ধারণ ব্যাখ্যা করতে হবে।
২. কেন্দ্রীয় ব্যাংকের আওতা বর্ণনা করতে হবে।
৩. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি বর্ণনা করতে হবে।
৪. অর্থ বাজার নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা করতে হবে।
৫. নিকাশ ঘরের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বিষয় কোড: ২৭৮, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; ব্যবস্থাপনার নীতি।
অ্যাসাইনমেন্ট: একজন আদর্শ ব্যবস্থাপকের দক্ষাতা নির্ভর ব্যবস্থাপনার নীতিগুলাের সঠিক প্রয়ােগের উপর-কথাটির যথার্থতা মূল্যায়ন।
শিখনফল/বিষয়বস্তু:
ব্যবস্থাপনা নীতির ধারণা ব্যাখ্যা করতে পারবে।
ব্যবস্থাপনার নীতি বা আদর্শসমূহ বর্ণনা করতে পারবে।
আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
ব্যাবস্থাপনার নীতির ধারণা ব্যাখ্যা করতে হবে।
ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শসমূহ ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে হবে।
ব্যবস্থাপকের দক্ষতার সাথে নীতির প্রয়ােগ বিশ্লেষণ করতে পারবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: ব্যবসায় শিক্ষা, বিষয়: উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, বিষয় কোড: ২৮৭, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; বিপণন কার্যাবলি।
অ্যাসাইনমেন্ট: বিপণন কার্যাবলি বিশ্লেষণ;
শিখনফল/বিষয়বস্তু:
১. বিপণন কার্যাবলির ধারণা ব্যাখ্যা করতে পারবে।
২. ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
৩, পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে।
৪. প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে।
৫. মােড়কিকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. বিপণন কার্যাবলির। ধারণা ব্যাখ্যা করতে হবে।
খ. ক্রয় ও বিক্রয়ের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
গ. পরিবহন ও গুদামজাতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে।
ঘ. প্রমিতকরণ ও পর্যায়িতকরণের ধারণা ও সুবিধা ব্যাখ্যা করতে হবে।
ঙ. মােড়কিকরণের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে হবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ইতিহাস অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ইতিহাস, বিষয় কোড: ৩০৫, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: ফরাসি বিপ্লব।
অ্যাসাইনমেন্ট: ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা
শিখনফল/বিষয়বস্তু:
ক. প্রাক-বিপ্লব ফ্রান্সের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা বর্ণনা করতে পারবে।
খ. ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে।
গ. ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ বর্ণনা করতে পারবে।
ঘ. বিশ্বে ফরাসি বিপ্লবের ফলাফল মূল্যায়ন করতে পারবে।
ঙ. ফরাসি বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. প্রাক-বিপ্লব ফ্রান্সের অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে হবে।
২. ফরাসি বিপ্লব সংঘটনে দার্শনিকগণের ভূমিকা ব্যাখ্যা করতে হবে।
৩. ফরাসি বিপ্লবের ঘটনাপ্রবাহ ব্যাখ্যা করতে হবে।
৪. ফরাসি জনজীবনে বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে হবে।
৫. বিশ্বে ফরাসি বিপ্লবের প্রভাব ব্যাখ্যা করতে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ভূগোল অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ভূগোল, বিষয় কোড: ১২৬, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; জনসংখ্যা।
অ্যাসাইনমেন্ট: বাংলাদেশে জনসংখ্যার আধিক্য এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিশ্লেষণ।
শিখনফল/বিষয়বস্তু:
১. ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বণ্টন ও বন্টনের কারণ ব্যাখ্যা করতে পারবে।
২. বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, বাসস্থান, আবাদজমি, খাদ্যশস্য ও যাতায়াত ব্যবস্থার উপর কিভাবে প্রভাব ফেলে তা বিশ্লেষণ করতে পারবে।
৩. প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যার মধ্যে সম্পর্ক এবং কাম্য। জনসংখ্যা বর্ননা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক. ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ ব্যাখ্যা।
খ. বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব।
গ. প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ সমাজকর্ম অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: সমাজকর্ম, বিষয় কোড: ২৭২, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়: সমাজকর্মের শাখা।
অ্যাসাইনমেন্ট: শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিতকরণ ও পাঠে মনােযােগী করার ক্ষেত্রে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা পর্যালােচনা।
শিখনফল/বিষয়বস্তু:
ক. বিদ্যালয় সমাজকর্মের ধারণা ব্যাখ্যা পারবে।
খ. বিদ্যালয় সমাজকর্মের ব্যাখ্যা করতে পারবে।
গ. শিক্ষার্থীর উন্নয়নে। বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা বর্ণনাকরতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. বিদ্যালয় সমাজকর্মের ধারণা।
২. বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব।
৩. শিক্ষার্থীর উন্নয়নে(পাঠে মনােযােগী ও নিয়মিতকরণ)।
৪. বিদ্যালয় সমাজকর্মী এর ভূমিকা ও কাজ (শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের সাথে)।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ সমাজ বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: সমাজবিজ্ঞান, বিষয় কোড: ১১৮, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-চতুর্থ অধ্যায়: বাংলাদেশের নৃগােষ্ঠীর জীবনধারা।
অ্যাসাইনমেন্ট: বাংলাদেশে বসবাসকারী নৃগােষ্ঠী এবং | তাদের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা।
শিখনফল বিষয়বস্তু:
ক. নৃগােষ্ঠীর ধারণা ও ব্যাখ্যা করতে পারবে।
খ. বাংলাদেশে র কয়েকটি নৃগােষ্ঠীর উৎপত্তি ও পরিচয় বর্ণনা করতে পারবে |
গ. বাংলাদেশে র কয়েকটি নৃগােষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা বর্ণনা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. নৃগােষ্ঠীর ধারণা ও প্রকৃতি লিখতে হবে বাংলাদেশের মগ/ মারমা নৃগােষ্ঠীর উৎপত্তি ও পরিচয় বর্ণনা অ।করতে হবে।
২. বাংলাদেশের মগ/ মারমা নৃগােষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার বিবরণ দিতে হবে।
৩. বাংলাদেশের মনিপুরী নৃগােষ্ঠীর উৎপত্তি ও পরিচয় বর্ণনা করতে হবে।
৪. বাংলাদেশের মনিপুরী নৃগােষ্ঠীর সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারার বিবরণ দিতে হবে।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ব্যবস্থাপনা ও পারিবারিক, বিষয় কোড: ২৮৩, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-দ্বিতীয়; পারিবারিক জীবনচক্র ও বিকাশমূলক কাজ।
অ্যাসাইনমেন্ট: পারিবারিক জীবনে যে কোন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানাের দক্ষতা অর্জন সম্পর্কে ব্যাখ্যা।
শিখনফল/বিষয়বস্তু:
ক. পারিবারিক জীবনক্রের ধাপ বর্ণনা করতে পারবে।
খ. বিকাশমূলক কার্যক্রমের ধারণা ব্যাখ্যা করতে পারবে।
গ. অবসর জীবনে পরিবারের বৈশিষ্ট্য ও বিকাশমূলক কার্যক্রম বিশ্লেষণ করতে পারবে।
ঘ. পারিবারিক জীবনে যে কোন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানাের দক্ষতা অর্জন করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
১. পারিবারিক জীবনচক্রের ধাপ বর্ণনা।
২. বিকাশমূলক কার্যক্রমের ধারণা ব্যাখ্যা।
৩. অবসর জীবনে পরিবারের বৈশিষ্ট্য ও বিকাশমূলক কার্যক্রম বিশ্লেষণ
৪. পারিবারিক জীবনে যে কোন পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়ানাের দক্ষতা অর্জন সম্পর্কে ব্যাখ্যা।
৫. পাঠ্যপুস্তক, অন্যান্য সহায়ক গ্রন্থ, শ্রেণি শিক্ষক ও অভিভাবকের সহায়তা গ্রহণ।
৬. ইন্টরনেট, ওয়েবসাইট এবং মুঠোফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ।
৭. নিজের বাস্তব অভিজ্ঞতা।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ইসলাম শিক্ষা, বিষয় কোড: ২৫০, মোট নম্বর: ২০, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; আল কুরআন।
অ্যাসাইনমেন্ট: সূরা আল বাকারার ২৩ থেকে ২৪ আয়াতের অর্থ, শানেনুযুল, শিক্ষা ও কুরআন মাজিদ আল্লাহর বাণী” -এর সঠিকতা বিশ্লেষণ।
শিখনফন/বিষয়বস্তু:
সূরা আল বাকারার ২৩ থেকে ২৪ আয়াতের শানেনুযুল জানব এবং অর্থসহ ব্যাখ্যা করতে পারব এবং উক্ত আয়াতদ্বয়ের শিক্ষা বাস্তব জীবনে প্রয়ােগ করতে উৎসাহী হবে।
নির্দেশনা (সংকেত/ ধাপ/পরিধি):
নিচের বিষয়গুলাে বিবেচনায় রেখে লিখতে হবে: সূরা আল বাকারার-
ক. ২৩ থেকে ২৪ আয়াতের অর্থ।
খ. ২৩ থেকে ২৪ আয়াতের শানেনুল।
গ. ২৩ থেকে ২৪ আয়াতের শিক্ষা।
ঘ. রাসূল (স) এর সর্বশ্রেষ্ঠ মুজিযা আল কুরআনউক্তিটির ব্যাখ্যা।
ঙ. “রিসালাত ও কুরআনে সন্দেহ পােষণকারীদের প্রতি চ্যালেঞ্জ” আয়াতদ্বয়ের আলােকে বিশ্লেষণ।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয় কোড: ২৬৮, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পঞ্চম; বাংলার ইতিহাস (পাকিস্তান আমল)।
অ্যাসাইনমেন্ট: পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের সীমাহীন বৈষম্যমূলক আচরণের ফলেই পূর্ববাংলায় বিভিন্ন আন্দলনের সূত্রপাত ঘটেছিল এ বিষয়ে যৌক্তিকতা নিরূপণ।
শিখনফল/বিষয়বস্তু:
পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের বৈষম্যমূলক আচরণ ব্যাখ্যা করতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ক), পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের রাজনৈতিক বৈষম্য ব্যাখ্যা।
খ). পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যেকার প্রশাসনিক ও সামরিক বৈষম্যের সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ।
গ), পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যেকার। আর্থ-সামাজিক বৈষম্যের তুলনামূলক চিত্র পর্যালােচনা।
ঘ) পূর্ব বাংলার শিক্ষা সংস্কৃতির উন্নয়নে বৈষম্যের ক্ষেত্রগুলাে পর্যালােচনা।
এইচএসসি ২০২১ ৬ষ্ঠ সপ্তাহ আরবি অ্যাসাইনমেন্ট
স্তর: এইচএসসি পরিক্ষা ২০২১, বিভাগ: মানবিক, বিষয়: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বিষয় কোড: ১৩৪, মোট নম্বর: ১৬, অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪
অ্যাসাইনমেন্ট ও অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-পদ্য; শাবাবুল ইসলাম।
অ্যাসাইনমেন্ট: শাবাবুল ইসলাম কবিতার আলােকে তারুণ্যের শক্তিকে যথাযথভাবে ব্যবহার করার প্রতি উৎসাহিতকরণ।
শিখনফল/বিষয়বস্তু:
আধুনিক আরবি বুঝতে, বলতে, পড়তে ও লিখতে পারবে।
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
ملكنا هذه الدنيا قرونا **
وأخضعها جدود خالدونا وسطرنا صحائف من ضياء**
فما نسي الزمان ولا نسينا حملناها سيوفا لامعات **
غداة الروع تأبى أن تلينا إذا خرجت من الأغماد يوما **
رأيت الهول والفتح المبينا
ক. প্রদত্ত কবিতার অনুবাদ।
খ. প্রদত্ত কবিতার সারমর্ম।
গ. কবিতার শিক্ষা।
ঘ. প্রদত্ত কবিতায় যুবকদের অনুপ্রেরণার দিকগুলাে।
এইচএসসি পরীক্ষা ২০২১ ষষ্ঠ সপ্তাহের বিভাগ ভিত্তিক পিডিএফ ডাউনলোড
এইচএসসি পরীক্ষা ২০২১ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড
নিচে দেওয় ডাউনলোড বাটনে ক্লিক করে এইচএসসি পরীক্ষা ২০২১ ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড করে নাও;