এইচএসসি -২০২০ এর ফল প্রকাশ ও রিভিউ বিজ্ঞপ্তি : কুমিল্লা বোর্ড
এইচএসসি -২০২০ এর ফল প্রকাশ ও রিভিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুমিল্লা বোর্ড: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের অটো পাশের ফলাফল সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান স্বাক্ষরিত এইচএসসি -২০২০ এর ফল প্রকাশ ও রিভিউ বিজ্ঞপ্তিতে বলা হয়-
আগামী ৩০/০১/২০২১ রােজ শনিবার সকাল ১০.৩০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২০ এর ফুল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকাশিত হবে।
স্ব স্ব কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষার্থীরা সরাসরি অনলাইন থেকে সকাল ১১.০০ টায় ফল সংগ্রহ করতে পারবে।
- ১. মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবাের্ড কুমিল্লা এর ওয়েবসাইট web.comillaboard.gov.bd এ ফলাফল পাওয়া যাবে।
- ২. সমন্বিত শিক্ষাবাের্ড সমুহের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এর মাধ্যমে ব্যক্তিগত ও mail.educationboard.gov.bd এর মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক Result sheet download করা যাবে।
- ৩. ফল প্রকাশের দিন পরীক্ষার্থীদের কোন অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত করানাে যাবে না।
- ৪. ইতােমধ্যে প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের ফলাফল যথাসময়ে মােবাইলে পৌছে যাবে।
- ৫. উল্লেখ্য শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষাবাের্ড বা পত্রিকা অফিসে পরীক্ষার ফলাফল পাওয়া যাবেনা।
এইচএসসি -২০২০ এর ফল প্রকাশ ও রিভিউ বিজ্ঞপ্তি : কুমিল্লা বোর্ড
এইচএসসি ফলাফল রিভিউ আবেদনের পদ্ধতিঃ
রিভিউ এর জন্য এসএমএস এর মাধ্যমে ৩১/০১/২০২১ থেকে ০৬/০২/২০২১ পর্যন্ত আবেদন গ্রহন করা হবে।
শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মােবাইল থেকে ফল রিভিউ এর আবেদন করা যাবে।
মােবাইলের মেসেজ অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে বাের্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রােল নম্বর লিখে SMS করুন 16222 নম্বরে।
- উদাহরণ: REV <Space> COM <Space>123456 SMS করুন 16222 নম্বরে। ফিরতি SMS এ একটি PIN Number প্রদান করা হবে।
তারপর Message অপশনে গিয়ে REV লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে <Space> দিয়ে Contact Number (যেকোন অপারেটরের নম্বর) দিয়ে SMS করুণ 16222 নম্বরে।
- উদাহরণ: REV <Space>YES<Space>PIN Number <Space>Contact Number SMS করণ 16222 নম্বরে।
পরীক্ষার্থী প্রতি আবেদন ফি ১২৫/- (একশত পঁচিশ) টাকা। ম্যানুয়াল কোন আবেদন গ্রহন করা হবেনা
আপনার জন্য আরও কিছু তথ্য:
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–