৮ম/৯ম/১০ম শ্রেণীর ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সেবার নাম : অষ্টম/নবম/দশম শ্রেণীর ছাড়পত্র।
সেবা প্রদানের সর্বোচ্চ সময় : ১৫ (পনের) কর্ম দিবস।
৮ম/৯ম/১০ম শ্রেণীর ছাড়পত্রের প্রয়োজনীয় কাগজপত্র :
- ১) অষ্টম শ্রেণীর ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণের মূল প্রোগ্রেস রিপোর্ট ও অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশনের প্রিন্ট অডিট কপি।
- ২) নবম শ্রেণীর ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে জেএসসি পরীক্ষার উত্তীর্ণের সনদ/ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের প্রিন্ট অডিট কপি।
- ৩) দশম শ্রেণীর ছাত্র/ছাত্রীর ক্ষেত্রে জেএসসি পরীক্ষার উত্তীর্ণের সনদ/ট্রান্সক্রিপ্ট এর সত্যায়িত ফটোকপি। নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের কপি ও নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণের মূল প্রোগ্রেস রিপোর্ট।
- ৪) বিদ্যালয় পরিবর্তনের ফি বাবদ সোনালী সেবার মাধ্যমে ৬০০/-(ছয়শত) টাকা জমার রশিদ।
- ৫) বাসস্থান পরিবর্তনের বেলায় প্রার্থিত এলাকার ওয়ার্ড কাউন্সিলর/ইউপি চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র।
- ৬) পিতা/মাতা/অভিভাবকের বদলির বেলায় বদলির আদেশনামা ও যোগদানপত্র।
- ৭) অন্য বোর্ড হতে আগত ছাত্র/ছাত্রীর বেলায় সংশ্লিষ্ট বোর্ডের অনুমতিপত্র। রেজিস্ট্রেশনের প্রমাণক।
৮ম/৯ম/১০ম শ্রেণীর ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আবেদন ফরম প্রাপ্তিস্থান :
শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল :
৮ম/৯ম/১০ম শ্রেণীর ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- বিশেষ বিবেচনায় অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের সুযোগ দিল কুমিল্লা বোর্ড
- সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি