আজ ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ৩য় এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) নিয়ে হাজির হলাম। তোমরা যারা ৬ষ্ঠ শ্রেণির ৩য় এস্যাইনমেন্ট এর গণিত সমাধান নিয়ে চিন্তায় আছো তাদের জন্যই আজকের আয়োজন-৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ৩য় এস্যাইনমেন্ট (নির্ধারিত কাজ) দেখে নাও;
- আরও পড়ুন:
আজকের এই পাঠ থেকে তোমরা সমাধান করতে পারবে-
প্রশ্ন- ০১: ১২, ১৫, ২০, ৩৫ চারটি সংখ্যা
- ক) সংখ্যাগুলাের ল,সা,গু নির্ণয় কর।
- খ) পাঁচ অংকের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলাে দ্বারা নিঃশেষে বিভাজ্য?
- গ) চার অংকের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলাে দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
প্রশ্ন-০১ এর (ক ও খ) উত্তর দেখে নাও-
প্রশ্ন-০১ এর (গ) উত্তর দেখে নাও-
প্রশ্ন-০২:
প্রশ্ন-০২ এর উত্তর দেখে নাও:
প্রশ্ন-০৩: দুইটি কম্পিউটারের দামের অনুপাত ৩:২। প্রথমটির দাম ৫৫০০০ টাকা হলে,
- ক) উদ্দীপকের অনুপাতটিকে ব্যাস্ত অনুপাতে রুপান্তর কর।
- খ) দ্বিতীয় কম্পিউটারটির দাম কত?
- গ) দ্বিতীয় কম্পিউটারের দাম ২০০০ টাকা বেশি হলে, কম্পিউটার দুইটির দামের অনুপাত কত?
প্রশ্ন-০৩ এর উত্তর দেখে নাও-
এই ছিল তোমাদের জন্য এটা ছিল আয়োজন; ৬ষ্ঠ শ্রেণির গণিত বিষয়ের ৩য় সমাধানটি তোমরা চাইলে PDF ডাউনলোড করে নিতে পারো;
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ফেসবুক পেইজ Like ও Follow করে রাখুন;
ইউটিউবে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে Bangla Notice ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
দেশের নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং মেধাবী শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে; তুমিও যোগ দাও > গ্রুপ লিংক
১ Comment
Thanks