১৮তম সপ্তাহের ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের নবম শ্রেণি ১৮তম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলে তোমাদের জন্য রয়েছে নবম শ্রেণি ১৮তম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান। মনোযোগ সহকারে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ো।
কোভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বাের্ড (এনসিটিবি) কর্তৃক প্রণয়নকৃত ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের জন্য ২০২১ খ্রিঃ শিক্ষাবর্ষের পাঠ্যসূচির আলােকে নির্ধারিত গ্রিড অনুযায়ী ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে প্রকাশিত হয়েছে।
৯ম শ্রেণির ১৮তম সপ্তাহ হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
অ্যাসাইনমেন্ট:
ক. মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার ০৩টি করে উপায় উল্লেখসহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানেরঃ-
- ২টি মুনাফা জাতীয় প্রাপ্তি;
- ২টি মুনাফা জাতীয় ব্যয় এবং
- ২টি মূলধন জাতীয় প্রাপ্তি;
- ২টি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন লেখ।
খ. নিম্মের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, কোনটি মূলধন জাতীয় ব্যয় , কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত কর।
- বেতন প্রদান,
- ঋণ গ্রহণ,
- আলমারি ক্রয়,
- পুরাতন যন্ত্রপাতি বিক্রয়,
- ভাড়া প্রাপ্তি,
- বিদ্যুৎ বিল পরিশােধ,
- কমিশন প্রদান,
- বিনিয়ােগের সুদ প্রাপ্তি,
- ব্যাংক চার্জ,
- কম্পিউটার ক্রয়;
নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):
- ১। পাঠ্য বইয়ের সংশ্লিষ্ট বিষয়গুলাে সম্পর্ক ধারণা নেওয়া।
- ২। প্রয়ােজন হলে মােবাইল বা ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে বিষয় শিক্ষকের শরণাপন্ন হওয়া।
১৮তম সপ্তাহের ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান
ক. মূলধন ও মুনাফা জাতীয় প্রাপ্তি এবং ব্যয় সংক্রান্ত লেনদেন চিহ্নিত করার ০৩ টি করে উপায় উল্লেখসহ একটি ব্যবসায় প্রতিষ্ঠানের-
মূলধন জাতীয় আয়-ব্যয় এর বৈশিষ্ট্য :
- অনিয়মিত ভাবে সংঘটিত হয়।
- বৃহৎ অঙ্কের লেনদেন।
- একাধিক হিসাব কালে প্রভাব ফেলে।
- এ ধরনের লেনদেন এর ফলে স্থায়ী সম্পত্তি বা অফেরত যোগ্য দায়ের সৃষ্টি হয়।
- আর্থিক বিবরণীর উদ্বৃত্ত পত্রে প্রকাশ করা হয়।
২ টি মুনাফা জাতীয় প্রাপ্তি-
- যেসব প্রাপ্তি নির্দিষ্ট সময় পরপর নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে মুনাফা-জাতীয় প্রাপ্তি (সাধারণত আয়-সংক্রান্ত হিসাব) বলে।
- মুনাফা-জাতীয় প্রাপ্তি ও মুনাফা-জাতীয় আয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। যেমন চলতি বছর বিনিয়োগের সুদ বাবদ পাওয়া গেল ৬,০০০ টাকা, এর মধ্যে ২,০০০ টাকা আগামী বছরের। এখানে মুনাফা-জাতীয় প্রাপ্তি হলো (মোট প্রাপ্ত টাকা) ৬,০০০ টাকা এবং মুনাফা-জাতীয় আয় হলো চলতি বছরের অংশ (৬,০০০-২,০০০) =৪,০০০ টাকা।
২ টি মুনাফা জাতীয় ব্যয়-
- ব্যবসায়ের দৈনন্দিন কার্যসম্পাদনের জন্য নিয়মিত যেসব ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংঘটিত হয় এবং স্বল্প সময়ের মধ্যেই উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে মুনাফা-জাতীয় প্রদান/ব্যয় (সাধারণত ব্যয়-সংক্রান্ত হিসাব) বলে।
- মুনাফা-জাতীয় প্রদান ও মুনাফা-জাতীয় ব্যয় একই অর্থবোধক হলেও এদের মধ্যে পার্থক্য বিদ্যমান। ব্যয়-সংক্রান্ত হিসাব খাতে চলতি, বিগত ও পরবর্তী (অগ্রিম) হিসাবকাল সংশ্লিষ্ট মোট পরিশোধকৃত অর্থ মুনাফা-জাতীয় প্রদান। এর মধ্যে শুধু চলতি হিসাবকালের অংশটুকুই মুনাফা-জাতীয় ব্যয় হিসেবে গণ্য হবে।
২ টি মূলধন জাতীয় প্রাপ্তি-
- যেসব প্রাপ্তি অনিয়মিত, টাকার পরিমাণ বড় এবং এক বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, তা-ই মূলধন-জাতীয় প্রাপ্তি। মূলধন-জাতীয় প্রাপ্তি ও মূলধন-জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। মূলধন-জাতীয় আয় মূলধন-জাতীয় প্রাপ্তিরই একটি অংশ।
- যেমন ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি মেশিন ২৫,০০০ টাকায় ক্রয় করে কোনো কারণে ৩০,০০০ টাকায় বিক্রয় করা হলে, মূলধন-জাতীয় প্রাপ্তি হবে (মোট প্রাপ্ত টাকা) ৩০,০০০ টাকা এবং মূলধন-জাতীয় আয় হবে লাভের অংশটুকু (৩০,০০০-২৫,০০০) =৫,০০০ টাকা।
২ টি মূলধন জাতীয় ব্যয় সংক্রান্ত লেনদেন-
- ৫০০০ টাকা একটি টিভি ক্রয় করা হলো।
- জমি ক্রয় করা হলো ৮০০০০ টাকা।
খ . নিম্নের তথ্য থেকে কোনটি মূলধন জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় ব্যয় চিহ্নিত করা-
বিবরন | লেনদেনের ধরন |
বেতন প্রদান | মুনাফা জাতীয় ব্যয় |
ঋণ গ্রহণ | মূলধন জাতীয় আয় |
আলমারি ক্রয় | মূলধন জাতীয় ব্যয় |
পুরাতন যন্ত্রপাতি বিক্রয় | মূলধন জাতীয় আয় |
ভাড়া প্রাপ্তি | মুনাফা জাতীয় আয় |
বিদ্যুৎ বিল পরিশােধ | মুনাফা জাতীয় ব্যয় |
কমিশন প্রদান | মুনাফা জাতীয় ব্যয় |
বিনিয়ােগের সুদ প্রাপ্তি | মুনাফা জাতীয় আয় |
ব্যাংক চার্জ | মুনাফা জাতীয় ব্যয় |
কম্পিউটার ক্রয় | মূলধন জাতীয় ব্যয় |
এই ছিল তোমাদের ১৮তম সপ্তাহের ৯ম শ্রেণির হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান।
আপনার জন্য আরো কিছু তথ্য…
- বুড়িগঙ্গাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে জনগণের সহায়তায় করণীয়
- Bangladesh can reach in the level of developed countries by making unskilled people to skilled workforce
- নবম শ্রেণি ১৭তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ও সমাধান
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন। ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন। আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন।