যেভাবে শিক্ষক-কর্মচারীদের HRM নিবন্ধন করবেন (ফরম ও গাইডলাইন)
যেভাবে শিক্ষক-কর্মচারীদের এইচআরএম নিবন্ধন করবেন। যেভাবে শিক্ষক-কর্মচারীদের HRM নিবন্ধন করবেন (ফরম ও গাইডলাইন)
গত পয়লা মার্চ ২০২০ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক EMIS সফটওয়্যার আপডেট করা হয়েছে।
এই নতুন সফট্ওয়ারে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কর্মরত শিক্ষক কর্মচারীদের তথ্য হালনাগাদ করার কথা বলা হয়েছে।
নতুন এমপিও করার ক্ষেত্রেও তথ্য হালনাগাদ করতে হয়।
শিক্ষক কর্মরত শিক্ষক কর্মচারীদের PDS তথ্য হালনাগাদ এর জন্য প্রথম ধাপ হচ্ছে Human Resource Management Registration করা।
HRM করার জন্য প্রথমেই আপনাকে EMIS এর ওয়েবসাইট http://emis.gov.bd প্রবেশ করতে হবে।
প্রবেশ করার পর Education Management Information System (EMIS) এর হোম পেইজটি ওপেন হবে।
ওখানে সর্বপ্রথম অপশনটির নাম HRM (Human Resource Management) হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট।
এই ট্যাবটি নিচে দেখা যাবে রেজিস্ট্রেশন অপশন। অথবা এখানে ক্লিক করুন
রেজিস্ট্রেশন লিংক এ প্রবেশ করার পর নিচের ছবির মত Online Registration নামে একটি পেজ ওপেন হবে।
এখানে এখানে প্রধানত দুটি অপশন আছে-
প্রথমটি হলো নতুন শিক্ষক কর্মচারীদের জন্য এবং এর পাশেই আছে যাদের অলরেডি ইনডেক্স আছে তাদের জন্য।
এখান থেকে যে সকল শিক্ষকগণ নতুন এমপিওভুক্ত করতে চাচ্ছেন তারা নিচের যেকোন একটি প্রতিষ্ঠানের ধরণ থেকে প্রতিষ্ঠান নির্বাচন করবেন।
ধরা যাক আপনি নতুন কোনো প্রতিষ্ঠান যোগদান করেছেন তাহলে অনলাইন রেজিস্ট্রেশন পেইজে নতুন শিক্ষক-কর্মচারীদের ট্যাপ থেকে বেসরকারি স্কুল টিচার অপশনটিতে ক্লিক করবেন। অথবা এখানে ক্লিক করুন
যদি কর্মচারী হন সে ক্ষেত্রে Employee (Institute and DSHE) এই বাটনে ক্লিক করবেন।
আর যাদের অলরেডি এমপিও আছে তারা
FOR EXISTING TEACHER/EMPLOYEE HAVING USERID/MPO INDEX বাটনে ক্লিক করবেন।
প্রথমেই আমি আপনাদেরকে ইনডেক্সধারী শিক্ষকদের HRM রেজিস্ট্রেশনের বিষয়টি বলবো।
ইনডেক্সধারী শিক্ষক কোন HRM রেজিস্ট্রেশন এর জন্য সর্বপ্রথম PDS নাম্বার সংগ্রহ করতে হবে।
PDS নাম্বার সংগ্রহ করার জন্য এই লিংকে ক্লিক করুন অথবা http://emis.gov.bd/portal প্রবেশ করে ড্রপ ডাউন মেনু থেকে প্রথমে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা তারপর আপনার প্রতিষ্ঠানের নাম নির্বাচন করলে আপনার প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষক কর্মচারী তথ্য পেয়ে যাবেন।
সেখান থেকেই PDS আইডি সংগ্রহ করার পর পুনরায় HRM রেজিস্ট্রেশনে চলে যাবেন।
HRM রেজিস্ট্রেশন পেইজ থেকে FOR EXISTING TEACHER/EMPLOYEE (লাল চিহ্নিত) বাটনে ক্লিক করবেন।
এরপর রেজিস্ট্রেশন ফরম আসবে-
এখান থেকে প্রথম আইডি/ ইনডেক্স নম্বর- এখানে আপনি আপনার পিডিএস আইডি নম্বরটি দিবেন। নাম্বার দেওয়ার পর অথবা এন্টার বাটনে প্রেস করলে আপনার তথ্য চলে আসবে।
এরপর ফরম উল্লেখিত সকল তথ্য পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করবেন।
মনে রাখবেন এই রেজিস্ট্রেশন করতে আপনার অবশ্যই একটি ইমেইল এড্রেস ও সচল মোবাইল নম্বর লাগবে।
আপনি সফলভাবে সাবমিট করার পর প্রতিষ্ঠান প্রধান এমপি ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এপ্রুভ করবেন।
প্রতিষ্ঠান প্রধানের প্রধান এপ্রুভ করার পর এরপর আপনার ইমেইল এড্রেস ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে।
এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার পিডিএস তথ্য আপডেট করতে হবে।
পিডিএস তথ্য আপডেট প্রক্রিয়াটি দেখুন।
প্রতিষ্ঠান প্রধানের পিডিএস অ্যাপ্রভাল প্রক্রিয়াটি দেখুন।
এইচআরএম রেজিস্ট্রেশন করার জন্য প্রয়োজনীয় ফরমটি ডাউনলোড করে নিন।
এইচআরএম রেজিষ্ট্রেশন পিডিএস আপডেট অনলাইন এমপিও ইএমআইএস আপডেট সকল ইনফরমেশন পেতে ম্যানুয়াল গুলো ডাউনলোড করুন।
এই আপডেটটি চলমান দয়া করে সাথেই থাকুন
আপনার জন্য আরও কিছু তথ্যঃ
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
যেভাবে শিক্ষক-কর্মচারীদের HRM নিবন্ধন করবেন (ফরম ও গাইডলাইন)
Very good
অনেক ধন্যবাদ
PDS ও HRM কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।
তথ্য ভুল হলে ডিলিট করার কোন সুযোগ আছে কি ?
আপডেট হওয়ার পর, ডিলেট করতে পারবেন। কিছুদিন অপেক্ষা করুন।
স্যার কোন স্থান থেকে বলছেন?
স্যার, অবশ্যই সুযোগ আছে;
শিক্ষা প্রতিষ্ঠানের পিডিএস আপডেট সংক্রান্ত সকল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেইজে; দয়া করে ফেসবুক পেইজ (বাংলা নোটিশ) এবং গ্রুপে (বাংলা নোটিশ) যুক্ত হোন; ধন্যবাদ
স্যার, যত তাড়াতাড়ি সম্পন্ন করা যায় ততই ভাল;
শিক্ষা প্রতিষ্ঠানের পিডিএস আপডেট সংক্রান্ত সকল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেইজে; দয়া করে ফেসবুক পেইজ (বাংলা নোটিশ) এবং গ্রুপে (বাংলা নোটিশ) যুক্ত হোন; ধন্যবাদ
Joining Letter & Appointed Letter ki format e dite
Hobe
স্যার, যোগদান ও নিয়োগপত্র PDF ফরম্যাটে আপলোড করতে হবে;
শিক্ষা প্রতিষ্ঠানের পিডিএস আপডেট সংক্রান্ত সকল তথ্য পাবেন আমাদের ফেসবুক পেইজে; দয়া করে ফেসবুক পেইজ (বাংলা নোটিশ) এবং গ্রুপে (বাংলা নোটিশ) যুক্ত হোন; ধন্যবাদ
একজন এমপিও ধারী শিক্ষক যদি ভুল করে আবার নতুন এপ্লিকেন্ট এর অপশনে রেজিঃ করে তবে তার কি/কোন ধরনের সমস্যা হবে ?
একবারে র বেশি অাবেদন জমা দিতে পারবেন না;
কত তারিখের মধ্যে করতে হবে?