যুগান্তর পত্রিকায় প্রকাশিত শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি : ১৮ সেপ্টেম্বর ২০
দৈনিক যুগান্তর পত্রিকায় শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের সুবিধার্থে সংগ্রহ করে প্রকাশ করা হল। দৈনিক যুগান্তর এর আবশ্যক কলামের বিজ্ঞপ্তিগুলো প্রতিদিন আমাদের ওয়েবসাইটে পাবেন। দৈনিক যুগান্তরের সকল শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখবেন।
দৈনিক যুগান্তর পত্রিকার আবশ্যক কলামে প্রকাশিত ১৮ সেপ্টেম্বর এর সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন-
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০১:
সংশােধিত পুনঃনিয়ােগ বিজ্ঞপ্তি : সরকারী বিধি মােতাবেক ২০১৮ এর এমপিও নীতিমালা অনুযায়ী বরকুল ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর-বরমী বাজার, উপজেলাশ্রীপুর, জেলা-গাজীপুর এর জন্য নবসৃষ্ট পদে ৮ম শ্রেণী পাস একজন নিরাপত্তাকর্মী (পুরুষ) ও একজন আয়া (মহিলা) আবশ্যক।
১০০০/টাকার পােস্টাল অর্ডার (অফেরৎযােগ্য), প্রয়ােজনীয় কাগজপত্র ও ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১ মাসের মধ্যে সুপার বরাবর আবেদন করতে হবে। মােবাইল : ০১৭১২৩৯২১২৫
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০২:
শিক্ষক আবশ্যক : জামিয়া মদীনাতুল উলুম-এর ইফতা বিভাগে শিক্ষকতার জন্য ৩ জন মুফতী শিক্ষক আবশ্যক।
যােগ্যতাঃ হাইয়াতুল উলইয়া বাের্ডের অধীনে দাওরায়ে হাদীসের বার্ষিক পরীক্ষায় মুমতাজ হতে হবে।
২. কওমী মাদরাসার ইফতা বিভাগ থেকে দুই বছরের কোর্স সম্পন্নকারী হতে হবে।
৩, অযীফা আলােচনা সাপেক্ষে।
প্রার্থীগণকে ২৯ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ২.৩০ মিনিটে কাগজপত্রসহ জামিয়ার অফিসে উপস্থিত হওয়ার অনুরােধ জানানাে যাচ্ছে।
শিক্ষা সচিব, জামিয়া মদীনাতুল উলুম, ভাটারা, ঢাকা। ০১৭২১১৫৮২৫৯, ১৭৪৮৪২৪০২৮। সি-১৪১৩/২০
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৩:
আবশ্যক: বাংগালপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ডাকঘরঃবাংগালপাড়া, অষ্টগ্রাম, কিশােরগঞ্জ এর জন্য সরকারী বিধিমােতাবেক আয়া এবং নিরাপত্তাকর্মী একজন করে আবশ্যক।
৩০০/= টাকার পােস্টাল অর্ডার (অফেরতযােগ্য)। যােগ্যতা জেডিসি/ জেএসসি সমমান। বয়স ১৮-৩৫ বৎসর। দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
পূর্বের আবেদনকারীদের পুনঃআবেদন অপ্রয়ােজন। সুপার, ০১৭১৮-৮১৯৪৬৩।
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৪:
পুনঃ আবশ্যক: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধিমােতাবেক জামালপুর কলেজ, ডাকঘরঃ নলিয়া, উপজেলাঃ বালিয়াকান্দি, জেলাঃ রাজবাড়ী এর জন্য ল্যাব সহকারী (তথ্য ও যােগাযােগ প্রযুক্তি) ১ জন এবং ল্যাব সহকারী (২য়পদ) ১ জন আবশ্যক।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামাে ও এমপিও নীতিমালা ২০১৮ অনুযায়ী শিক্ষাগত যােগ্যতা থাকতে হইবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার পােস্টাল অর্ডার [(অফেরতযােগ্য), ২ কপি পাসপাের্ট সাইজের ছবি ও প্রয়ােজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন পৌছাতে হইবে।
পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়ােজন নাই। অধ্যক্ষ। যাবু-১০৮৯/২০
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৫:
আবশ্যক: সরকারী বিধি মােতাবেক হুরমত উল্লাহ কলেজ, পােঃ-শিবগঞ্জ, উপজেলা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহ উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১ (এক) জন ICT বিষয়ে ল্যাব সহকারী পদে আবশ্যক।
বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকা ব্যাংক ড্রাফটসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।
—অধ্যক্ষ, হুরমত উল্লাহ কলেজ।
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৬:
নিয়ােগ বিজ্ঞপ্তি : আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, ডাকঘর:আলীগঞ্জ (৩১৩৪), উপজেলাছাতক, জেলা-সুনামগঞ্জে শূন্যপদে সরকারি বিধিমােতাবেক একজন প্রধান শিক্ষক আবশ্যক।
২ কপি সত্যায়িত ছবি, প্রয়ােজনীয় কাগজপত্রাদিসহ বিজ্ঞপ্তির ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করার অনুরােধ করা গেল। সভাপতি০১৭২৭৫৫১৮৪৪, ০১৩০৬৯১২০৩০
নিয়োগ বিজ্ঞপ্তি নং-০৭:
পুনঃনিয়ােগ বিজ্ঞপ্তি : সরকারি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী ধান্যখােলা ডি.এস, ফাজিল মাদ্রাসা, ডাকঘর: ধান্যখােলা, শার্শা, যশাের-এ নবসৃষ্ট শূন্যপদে এক (০১) জন গ্রন্থাগারিক নিয়ােগ করা হইবে।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের পনের (১৫) দিনের মধ্যে প্রয়ােজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করুন। পূর্বে আবেদনকারীদের আবেদন করার প্রয়ােজন নাই। -অধ্যক্ষ
আপনার জন্য আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি:
- নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত ১৪ সেপ্টেম্বর মাদ্রাসায় যত নিয়োগ বিজ্ঞপ্তি
- যুগান্তর পত্রিকায় ১২ সেপ্টেম্বর এর স্কুল, কলেজ ও মাদ্রাসার নিয়োগ বিজ্ঞপ্তি
- যুগান্তরে প্রকাশিত ১৩ সেপ্টেম্বর এর এমপিও স্কুল ও মাদ্রাসায় নিয়োগ বিজ্ঞপ্তি
- সমকালে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি – ১৪ সেপ্টেম্বর – শিক্ষক ও কর্মচারী নিয়োগ
- নয়াদিগন্ত পত্রিকায় প্রকাশিত ১২ সেপ্টেম্বর এর স্কুল-মাদ্রাসায় নিয়োগ বিজ্ঞপ্তি