কুমিল্লা বোর্ডের সেবাসমূহকুমিল্লা শিক্ষাবোর্ড
ম্যানেজিং কমিটির আবেদনপত্রের ফরম ও কাগজপত্র
ম্যানেজিং কমিটির আবেদনপত্রের ফরম ও প্রয়োজনীয় কাগজপত্র প্রসঙ্গে-
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত সমৃদ্ধ। কাজেই একটি শিক্ষিত ও সমৃদ্ধ জাতি গঠন করার মানসে এবং শিক্ষার অধিকার নিশ্চিত করতে বাংলাদেশের সর্বত্র বিপুলসংখ্যক বিভিন্ন মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। রেগুলেটরি বডি হিসেবে বোর্ডগুলো মাধ্যমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে থাকে। কুমিল্লা শিক্ষাবোর্ড কুমিল্লার আওতাধীন নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা উন্নয়ন, তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণের দায়িত্ব পালনে সযত্ন প্রয়াস চালিয়ে যাচ্ছে।
সেবার নাম : ম্যানেজিং কমিটি।
সেবা প্রদানের সর্বোচ্চ সময় : আবেদন প্রাপ্তির পর ৬০ (ষাট) কর্মদিবস।
প্রয়োজনীয় কাগজপত্র :
আবেদন ফরমের সঙ্গে নিম্নোক্ত কাগজপত্র (প্রিজাইডিং কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) সংযুক্ত করতে হবে।
- ক) প্রবিধানমালার আলোকে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র ; নির্বাচনী প্রসিডিংস। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যদের ফলাফল বিবরণী। সভাপতি নির্বাচনের প্রসিডিংস ; প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের দানের প্রামাণ্য কাগজপত্র। প্রস্তাবিত সভাপতির পূর্ণ পরিচিতি ও কোন মামলা-মোকদ্দমায় সাজাপ্রাপ্ত নন মর্মে প্রত্যয়নপত্র। প্রধান শিক্ষক কর্তৃক নবগঠিত ম্যানেজিং কমিটি সদস্যবৃন্দ কোন মামলা মোকদ্দমায় সাজাপ্রাপ্ত নন মর্মে প্রত্যয়নপত্র।
ম্যানেজিং কমিটির আবেদনপত্রের প্রয়োজনীয় কাগজপত্র/আবেদন ফরম প্রাপ্তিস্থান : নাই।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :
২০০০/- (দুই হাজার) টাকা মাত্র।
অনলাইনে সোনালী সেবার মাধ্যমে অথবা সোনালী ব্যাংক থেকে সচিব শিক্ষাবোর্ড, কুমিল্লা বরাবর পে-অর্ডার/ডিডি সংগ্রহপূর্বক বোর্ডের হিসাব শাখায় জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল :
বিদ্যালয় শাখা
বিদ্যালয় পরিদর্শক
কক্ষ নং- ১০৫
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৭০০
e-mail : azharulislamliton1980@gmail.com
ঊর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ই-মেইল :
চেয়ারম্যান
কক্ষ নং- ৩০১
১৯/৬৭
ফোন নং- ০৮১-৭৬৩২৮
e-mail : comillaboard@gmail.com
আরো দেখুন-
- শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
- নির্বাহী কমিটি ও এডহক কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র
- সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি নির্বাচন স্থগিত
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।