প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা
প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইবাস++ বাস্তবায়নের লক্ষ্যে ১২ জন কর্মকর্তার সমন্বয়ে হেল্পডেক্স গঠন করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ১২ জন কর্মকর্তার সমন্বয়ে iBAS++-এর DDO Module-এর আওতায় Pay Bill Automation for Primary School Teacher বাস্তবায়নের জন্য এই হেল্পডেস্ক গঠন করা হয়েছে।
২২ ডিসেম্বর ২০২০ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হেল্প ডেক্স এ অন্তর্ভুক্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইবাস প্লাস প্লাস ডিডিও মডিউল হেল্প ডেক্স সাপোর্ট টিমে যে সকল সদস্যগণ দায়িত্ব পালন করবেন-
বিভাগ ঢাকা
- ১। জনাব মােঃ নুরুল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব), ০১৭৪২-৪৮০২০১
- ২। জনাব তসলিম হােসেন, গবেষণা কর্মকর্তা, ০১৭১১-৭৮৪৪৫৬
খুলনা বিভাগ:
- ১। জনাব তাপস কুমার সরকার, শিক্ষা অফিসার (অর্থ), ০১৭১১-৪৬১০৪৯
- ২। জনাব মৃত্যুঞ্জয় সরকার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ), ০১৭১২-৭৫৯৬১৫
ময়মনসিংহ ও বরিশাল বিভাগ:
- ১। জনাব শাহানা আহমেদ, গবেষণা কর্মকর্তা (অর্থ-রাজস্ব), ০১৭১৬-১০৮৫৪৫ (ময়মনসিংহ)
- ২। জনাব আ ফ ম জাহিদ ইকবাল। প্রকিউরমেন্ট অফিসার (অর্থ-রাজস্ব), ০১৫৫২-৪৩৯১২৮ (বরিশাল বিভাগ)
রংপুর বিভাগ:
- ১। জনাব জিয়াউল হক শিকদার, শিক্ষা অফিসার (পিইডিপি-৪), ০১৭১২-৯২২৮২৩
- ২। জনাব মৌমিতা শাহনাজ, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ-রাজস্ব), ০১৭৫৪-৮২৫০৩২
রাজশাহী বিভাগ:
- ১। জনাব এফএম মোস্তফা জামান, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (পরি ; ও মূল্যা.), ০১৯৮৩-৪৮২৮৯৩
- ২। জনাব মামুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার (পরি : ও মূল্যা.), ০১৭১৫-৩১৭৬১৫
চট্টগ্রাম বিভাগ: ১। জনাব শরীফ উল ইসলাম, শিক্ষা অফিসার (আইএমডি), ০১৭৮৭-৬৮৭৩৯১
সিলেট বিভাগ: ১। জনাব মােঃ রাসেল মিয়া, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ), ০১৬৭১-৮২১২৬৩
উপরে বর্ণিত টিমকে যাবতীয় টেকনিক্যাল সাপাের্ট প্রদান করবেন-
- জনাব কায়েস বিন হাবিব,
- পরামর্শক, আইটি বেইজ ফিন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
- মােবাইল নম্বর: ০১৯১২১৬২৪৯০
একই সাথে বর্ণিত টিমের কার্যক্রম সমন্বয় করার জন্য নিম্নবর্ণিত সমন্বয় কমিটি গঠন করা হয়-
- ১. প্রধান সমন্বয়ক: মোঃ জোবায়েদুর রহমান, পরিচালক অর্থ (অতিঃ দাঃ)
- ২. সমন্বয়ক: শেখ মােঃ রায়হান উদ্দিন, উপ পরিচালক (অর্থ-রাজস্ব)
- ৩. সমন্বয়ক:: এইচ এম আবুল বাশার, উপ-পরিচালক (অর্থ ও উন্নয়ন)
প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য গঠিত iBAS++ সফটওয়্যারের যাবতীয় সমস্যা সমাধানে শিক্ষকদের সহযোগিতা করবেন।
প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা;
আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:
প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য, বিজ্ঞপ্তি, আদেশ, অর্ডার, পরিপত্র পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে যোগ দিন।