প্রাথমিক শিক্ষাশিক্ষাঙ্গণ

প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা

প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইবাস++ বাস্তবায়নের লক্ষ্যে ১২ জন কর্মকর্তার সমন্বয়ে হেল্পডেক্স গঠন করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ১২ জন কর্মকর্তার সমন্বয়ে  iBAS++-এর DDO Module-এর আওতায় Pay Bill Automation for Primary School Teacher বাস্তবায়নের জন্য এই হেল্পডেস্ক গঠন করা হয়েছে।

২২ ডিসেম্বর ২০২০ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে হেল্প ডেক্স এ অন্তর্ভুক্ত কর্মকর্তাদের নাম ও মোবাইল নম্বর সহ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইবাস প্লাস প্লাস ডিডিও মডিউল হেল্প ডেক্স সাপোর্ট টিমে যে সকল সদস্যগণ দায়িত্ব পালন করবেন-

বিভাগ ঢাকা

  • ১। জনাব মােঃ নুরুল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব), ০১৭৪২-৪৮০২০১
  • ২। জনাব তসলিম হােসেন, গবেষণা কর্মকর্তা, ০১৭১১-৭৮৪৪৫৬

খুলনা বিভাগ:

  • ১। জনাব তাপস কুমার সরকার, শিক্ষা অফিসার (অর্থ), ০১৭১১-৪৬১০৪৯
  • ২। জনাব মৃত্যুঞ্জয় সরকার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ), ০১৭১২-৭৫৯৬১৫

ময়মনসিংহ ও বরিশাল বিভাগ:

  • ১। জনাব শাহানা আহমেদ, গবেষণা কর্মকর্তা (অর্থ-রাজস্ব), ০১৭১৬-১০৮৫৪৫ (ময়মনসিংহ)
  • ২। জনাব আ ফ ম জাহিদ ইকবাল। প্রকিউরমেন্ট অফিসার (অর্থ-রাজস্ব), ০১৫৫২-৪৩৯১২৮ (বরিশাল বিভাগ)

রংপুর বিভাগ:

  • ১। জনাব জিয়াউল হক শিকদার, শিক্ষা অফিসার (পিইডিপি-৪), ০১৭১২-৯২২৮২৩
  • ২। জনাব মৌমিতা শাহনাজ, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ-রাজস্ব), ০১৭৫৪-৮২৫০৩২

রাজশাহী বিভাগ:

  • ১। জনাব এফএম মোস্তফা জামান, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (পরি ; ও মূল্যা.), ০১৯৮৩-৪৮২৮৯৩
  • ২। জনাব মামুনুর রশিদ, সহকারী শিক্ষা অফিসার (পরি : ও মূল্যা.), ০১৭১৫-৩১৭৬১৫

চট্টগ্রাম বিভাগ: ১। জনাব শরীফ উল ইসলাম, শিক্ষা অফিসার (আইএমডি), ০১৭৮৭-৬৮৭৩৯১

সিলেট বিভাগ: ১। জনাব মােঃ রাসেল মিয়া, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা (অর্থ), ০১৬৭১-৮২১২৬৩

উপরে বর্ণিত টিমকে যাবতীয় টেকনিক্যাল সাপাের্ট প্রদান করবেন-

  • জনাব কায়েস বিন হাবিব,
  • পরামর্শক, আইটি বেইজ ফিন্যান্সিয়াল ম্যানেজম্যান্ট, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
  • মােবাইল নম্বর: ০১৯১২১৬২৪৯০

একই সাথে বর্ণিত টিমের কার্যক্রম সমন্বয় করার জন্য নিম্নবর্ণিত সমন্বয় কমিটি গঠন করা হয়-

  • ১. প্রধান সমন্বয়ক: মোঃ জোবায়েদুর রহমান, পরিচালক অর্থ (অতিঃ দাঃ)
  • ২. সমন্বয়ক: শেখ মােঃ রায়হান উদ্দিন, উপ পরিচালক (অর্থ-রাজস্ব)
  • ৩. সমন্বয়ক:: এইচ এম আবুল বাশার, উপ-পরিচালক (অর্থ ও উন্নয়ন)

প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের জন্য গঠিত iBAS++ সফটওয়্যারের যাবতীয় সমস্যা সমাধানে শিক্ষকদের সহযোগিতা করবেন।

প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা;

প্রাথমিক শিক্ষকদের জন্য গঠিত iBAS++ সাপোর্ট টিমের কর্মকর্তাদের তালিকা

আপনার জন্য আরও কিছু বিজ্ঞপ্তি:

প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেকোন তথ্য, বিজ্ঞপ্তি, আদেশ, অর্ডার, পরিপত্র পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং বাংলা নোটিশ ফেসবুক গ্রুপে যোগ দিন।

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ