প্রাথমিক শিক্ষকদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২১ সংক্রান্ত নির্দেশনা
প্রাথমিক শিক্ষকদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২১ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি এবং জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী (ন্যাপ); প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রণীত ২০২১ সালের ৯ম মাসের সংক্ষিপ্ত সিলেবাসের সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২১ সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়।
বার্ষিক পাঠ পরিকল্পনা – ২০২১ (শিখন ঘাটতি পূরণ পরিকল্পনাসহ) সংক্রান্ত নির্দেশনায় বলা হয়-
বিশ্বব্যাপী করােনা পরিস্থিতির কারণে অন্যান্য দেশের মত বাংলাদেশেও গত ১৭ মার্চ ২০২০ থেকে সকল ধরণের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ফলে সারা বছর শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের একটি বিশাল শিখন ঘাটতি তৈরি হয়েছে। তারপরও এই বছর সকল শিক্ষার্থীকে পরবর্তি শ্রেণিতে উন্নিত করা হয়েছে।
বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ সরকারও শিখন ঘাটতি পূরণে নানা ধরণের ইতিবাচক কর্মসুচি গ্রহণ করেছে। এই পরিকল্পনায় গত বছরের শিখন ঘাটতির অংশটিকে বিশেষভাবে বিবেচনায় রেখে পরবর্তি শ্রেণির পাঠের সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
এই পরিকল্পনাটি একই সাথে ২০২১ সালের বার্ষিক পাঠ পরিকল্পনা ও গত বছরের শিখন ঘাটতি পূরনের পরিকল্পনা, তাই শিক্ষকগণ এই পরিকল্পনা অনুসরণ করলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ করে এই বছরের নির্ধারিত শিখন অর্জন সম্ভব হবে।
প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২১ বৈশিষ্ট্যসমূহ:
- এই পরিকল্পনার শুরুতে কিছুদিন শিক্ষার্থীদের মনাে-সামাজিক সহায়তা প্রদানের জন্য রাখা হয়েছে এবং একটি নির্দেশিকা এর সাথে সংযুক্ত করে দেয়া হয়েছে।
- রিকভারি পরিকল্পনা ছকে কিছু সেলে সেড দিয়ে পূর্ববর্তী শ্রেণির নির্দিষ্ট পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনগুলাে সংযােগ করে দেয়া হয়েছে।
- এই পরিকল্পনাটি একই সাথে ২০২১ সালের বার্ষিক পাঠ পরিকল্পনা ও গত বছরের শিখন ঘাটতি পুরনের পরিকল্পনা।
- শিক্ষক সংস্করণ (টিজি) এর সাথে মিল রেখে শ্রেণি পাঠ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক সংস্করণের নির্ধারিত শ্রেণি পাঠ সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
- পূর্ববর্তি শ্রেণির যেসকল পাঠ বিষয়বস্তুসহ সরাসরি সংযুক্ত করা প্রয়ােজন সেগুলাের সম্পূর্ণ পাঠ বর্তমান শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলা ভাষার ক্ষেত্রে যেসকল পাঠের মধ্যে বিশেষভাবে ভাষার কাজ (যুক্ত, যতিচিহ্ন, সহজ ব্যাকরণ) রয়েছে সেসকল পাঠের ক্ষেত্রে সম্পূর্ণ পাঠ বা বিষয়বস্তু পুনরাবৃত্তি না করে বরং সুনির্দিষ্ট অংশ বা অনুশীলনীকেই শুধু বর্তমান শ্রেণির পাঠের সাথে সংযুক্ত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষকদের জন্য বার্ষিক পাঠ পরিকল্পনা-২০২১ ব্যবহার নির্দেশিকা
এই পরিকল্পনায় ১ম দিন হিসেবে যেই তারিখই থাকুক না কেন বিদ্যালয় খােলার তারিখ হতে ১ম দিন গণ্য করা হবে।
শিক্ষক সংস্করণে নির্ধারিত পাঠ উপস্থাপন পদ্ধতি অনুসরণ করে শিক্ষকগণ শ্রেণিতে পাঠ উপস্থাপন করবেন।
কোন নির্দিষ্ট বিষয়বস্তুর জন্য এই পরিকল্পনায় নির্ধারিত শ্রেণিপাঠ সংখ্যা অনুসরণ করতে হবে অন্যথায় পূর্ববর্তী শ্রেণির সংযুক্ত পাঠটি বাদ থেকে যাবে।
শিক্ষকবৃন্দ এই পরিকল্পনাটি অনুসরণ করে বর্তমান শ্রেণির সারা বছরের শ্রেণি পাঠ পরিচালনা করবেন।
শিক্ষার্থীদের কাছে যেহেতু পূর্বের শ্রেণির বই নেই তাই শিক্ষককে শ্রেণিতে প্রবেশের পূর্বে প্রয়ােজনীয় বই ও উপকরণ প্রস্তুতসংগ্রহ করে নিয়ে যেতে হবে।
১ম সাময়িক বা ২য় সাময়িক পরীক্ষার তারিখ পরিবর্তন হলে, পরিকল্পনায় পরীক্ষার জন্য নির্ধারিত তারিখসমূহে ধারাবাহিকভাবে শ্রেণি পাঠদান চলমান থাকবে এবং পরীক্ষার পূর্ব পর্যন্ত যেসকল বিষয়বস্তু পাঠদান সম্পন্ন হবে সেই সকল বিষয়বস্তুর উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
রিকভারি পরিকল্পনা ছকে সেড দিয়ে পূর্ববর্তী শ্রেণির নির্দিষ্ট পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনগুলো সংযােগ করে দেয়া হয়েছে।
সেড দেয়া ঘরের সংযুক্ত পূর্ববর্তী পাঠ বা পাঠ্যাংশ বা অনুশীলনগুলাে নির্দিষ্ট ক্লাসের প্রথম ১৫/২০ মিনিট বা শিক্ষকের বিবেচনায় প্রয়ােজনীয় সময়ে পাঠ দিয়ে বাকি সময়ে বর্তমান শ্রেণির পাঠ উপস্থাপন করবেন।
উদাহরণস্বরূপ
বাংলা:
২য় শ্রেণির আমার পরিচয়ঃ পিরিয়ড-১ পাঠদানের সময় প্রথম ১০/১৫ মিনিট প্রথম শ্রেণি, পাঠ: ৭, বর্ণ শিখি (অ, আ) পাঠ নিয়ে আলােচনা করা হবে।
ইংরেজি:
দ্বিতীয় শ্রেণির ইউনিটঃ ১, পাঠঃ ৪-৬ পাঠ্যাংশ: A , পু: ৩ পাঠদানের সময় প্রথম ১০/১৫ মিনিট ১ম শ্রেণি ইউনিট: ৭, পাঠ: ৪-৬ পাঠ্যাংশ: A, পু: ১৫ পাঠ নিয়ে আলােচনা করা হবে।
গণিত:
২য় শ্রেণির ১০ পৃষ্ঠার জোড় ও বিজোড় সংখ্যার সংখ্যার পাঠের শুরুতে ১ম শ্রেণির ২০ পৃষ্ঠার জোড়ায় সাজানাে নিয়ে আলােচনা করবেন।
-
আরও পড়ুন: কোভিড-১৯ এবং পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষার্থীদের মনাে-সামাজিক অবস্থার উন্নয়ন ও একীভূতকরণ সম্পর্কিত সাধারণ নির্দেশনা
-
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা-২০২১
-
প্রাথমিকের ১ম থেকে ৫ম শ্রেণির ৯ মাসের সংক্ষিপ্ত সিলেবাস
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–
আমাদের আরও কিছু ওয়েবসাইট: সফটডোড, গ্র্যাফিয়ার, ভিডিও বার্তা, বিডি রোস্টার, সাহসী বার্তা, বঙ্গ আয়না;