সেবার নাম : i) নির্বাহী কমিটি ii) এডহক কমিটি
সেবা প্রদানের সর্বোচ্চ সময় : ৬০ (ষাট) কর্ম দিবস।
নির্বাহী কমিটি ও এডহক কমিটি গঠনের প্রয়োজনীয় কাগজপত্র :
- i) নির্বাহী কমিটি : প্রবিধানমালা আলোকে প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যের দানের প্রামাণ্য কাগজপত্র, জেলা প্রশাসক কর্তৃক ০২ জন সদস্য মনোনয়নের কপি।
- ii) এডহক কমিটি :
১) প্রবিধানমালার আলোকে সভাপতি হিসাবে ৩ (তিন) জনের জীবন বৃত্তান্তসহ নামের প্রস্তাব; উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক ১ জন অভিভাবক সদস্য মনোনয়নের কপি ; জেলা শিক্ষা অফিসার কর্তৃক ১ জন শিক্ষক প্রতিনিধি মনোনয়নের কপি।
সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি যদি থাকে :
শাখার নাম সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, রুম নম্বর, জেলা/উপজেলার কোড, অফিশিয়াল টেলিফোন ও ইমেইল :
- শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের জরুরী বিজ্ঞপ্তি
- সোনালী সেবা স্লীপ প্রিন্ট প্রসঙ্গে কুমিল্লা বোর্ডের বিজ্ঞপ্তি
- সকল প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গভর্নিং বডি নির্বাচন স্থগিত
দেশের শিক্ষা, চাকুরি, প্রশিক্ষণ, বৃত্তি ও উপবৃত্তিসহ যেকোন সরকারি বেসরকারি অফিসিয়াল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন এবং Bangla Notice এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।