বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের যেসকল প্রতিষ্ঠান তৃতীয় ধাপের নিয়োগ প্রক্রিয়ার ভূল ও ত্রুটিপূর্ণ রিকুইজেশন দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে শিক্ষামন্ত্রণালয়; ত্রুটিপূর্ণ রিকুইজেশন তালিকা প্রেরণ করতে ১৫ দিনের সময় দিছে মন্ত্রণালয়;
শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সকল প্রতিষ্ঠানের তালিকা চেয়ে এনটিআরসিএ চেয়ারম্যানকে চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ উপসচিব মোঃ কামরুল হাসান;
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি হল-
বিজ্ঞপ্তির বিষয়: পদ শুন্য না থাকা সত্ত্বেও কিংবা এক বিষয়ের চাহিদায় অন্য বিষয় উল্লেখ করে লুটিপূর্ণ ভুল চাহিদা প্রেরণকারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ
উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানাে যাচ্ছে যে,
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের এম,পি,ও ভুক্তির বিভিন্ন সমস্যার জটিলতা নিরসনের জন্য মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয় এর সভাপতিত্বে গত ০৯ জুন ২০২০ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ঢাকায় এক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভার কার্যবিবরণীর আলােচ্য বিষয় ০৪ এর সিদ্ধান্ত অনুযায়ী যে সকল শিক্ষা প্রতিষ্ঠান হতে পদ শুন্য না থাকা সত্ত্বেও শিক্ষক নিয়ােগের জন্য এনটিআরসিএ তে ত্রুটিপূর্ণ/ভূল চাহিদা প্রেরণ করা হয়েছে
ঐ সকল শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ০৩.০৮.২০২০ তারিখে ৩৭,০০,০০০০,০৭৪.০০২.০০৩.২০১৯১১২নং-স্মারকে পত্র প্রেরণ করা হয়।
উক্ত পত্রের আলােকে কতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কি ব্যবস্থা নেয়া হয়েছে তার তালিকা আগামী ০৭ কর্মদিবসের মধ্যে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরােধ করা হলাে।
শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি লাইক ও ফলো করে রাখুন;