কোভিড-১৯ : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
কোভিড-১৯ : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য; প্রসঙ্গঃ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য।
অদৃশ্য প্রাণহীন নির্জীব শত্রু অপর দিকে সৃষ্টির সেরা জীব সভ্যতার ধারক-বাহক বোধবুদ্ধি সম্পন্ন মানুষ।সৃষ্টির সেরা জীব হয়েও অনুজীবের কাছে মানুষ হেরে যাচ্ছে প্রতিপলে,প্রতি মূহুর্তে। বিশ্ব ব্যাপী তান্ডবে ত্রাহি ত্রাহি রব। এ কেমন যুদ্ধ!
মানুষ প্রতিনিয়ত এগিয়ে চলেছে এক ভয়ংকর পরিণামের দিকে। তবুও হাল ছাড়েনি,হাল ছাড়বে না সহজে। এখানেই মানুষের শ্রেষ্ঠত্ব।মানুষই ঝাঁপিয়ে পড়েছে একে অপরের সাহায্যে। যেন,” সকলের তরে সকলে আমারা,প্রত্যেকে আমরা পরের তরে।” আর এ কারণেই মানুষ মানুষের জন্যে,জীবন জীবনের জন্যে।
বাংলাদেশ বিশ্বের এক দূর্যোগময় ভূখন্ড। বারবার আঘাত প্রাপ্ত হয়েছে। আবার উঠে দাঁড়িয়েছে। হয়তো আজও তার ব্যত্যয় হবে না। এ দূর্যোগ মোকাবেলা করে আবার উঠে দাঁড়াবে।
বাংলার আকাশে দূর্যোগের ঘনঘটা দেখে দেবদূতের মত এগিয়ে এসেছেন কিছু মানুষ যাদের কথা জাতি চিরকাল স্মরণ রাখবে। এসব দেবতুল্য মানুষের কথা আজ না বললেই নয়। জাতির এই ক্রান্তিলগ্নে তাঁরাই পথ দেখিয়ে, আশার আলো জাগিয়ে দিচ্ছে। নিজেকে উজাড় করে দিয়ে মানুষের সেবায় ব্রতী হয়েছে।
তাদের ভাবটা এমন,” নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই।”
হ্যাঁ। আমি আমাদের দেশের পুলিশ বাহিনীর কথা বলছি। যাদের সম্পর্কে এতদিন আমাদের নেতিবাচক ধারণা ছিল আজ যেন তাঁরা সকল গ্লানি মুছে দেবতা- ফেরেস্তার ভূমিকায় অবতীর্ণ। জাতির জন্য জীবন উৎসর্গ করে দিন রাত সেবা দিচ্ছে সে যেন শাসন আর সোহাগের সম্মিলিত অভিভাবকত্বের এক দৈব রূপ। কুর্নিশ জানাই তাঁদের। জাতির এ দুর্দিনে তাঁরাই প্রকৃত বন্ধু।
সেবার ব্রতে অটল আমাদের নৌবাহিনী, সেনাবাহিনী, র ্যব ও বিজিবি। জনগণকে বাঁচানোর তাগিদ দেখে মনে হচ্ছে এঁরাই দেশের সত্যিকারের মানবদরদী, সত্যিকারের বীর। তাঁদের জানাই হাজার সেলাম। রাত দিনে কর্ম ক্লান্তি ভুলে মানুষকে ঘরে রাখার অদম্য চেষ্টা। কখনো কঠোর, কখনো জোড় হাত করে বিনম্র অনুরোধ। দেশের সামরিক, আধাসামরিক, বেসামরিক প্রশাসনের এমন রূপ জাতি কোনদিন প্রত্যক্ষ করেনি। দেশপ্রেমিক, মানবহিতৈষী এ সন্তানদের জাতি স্মরণ রাখবে চিরকাল। সেলাম জানাই তাঁদের হাজার সেলাম।
বিশ্ব মহামারী করোনা যুদ্ধে আজ যাঁরা জয়ী হবে তাঁরাই পাবে সত্যিকারের বরমাল্য। প্রজাতন্ত্রের ভালো-মন্দ দেখভাল করার দায়িত্ব যাঁদের উপর অর্পিত তাঁদের নানা দোষের কথা শুনতে শুনতে জাতি ঘৃণায় মুখ ফিরিয়ে নিত, আশাহত হয়েছিল বারবার। আজ এই দুঃসময়ে ফুঁটে উঠেছে তাঁদের সত্যিকারের রূপ।তাঁরাই আজ সমগ্র জাতির কান্ডারী। বাস্তবে ভিতরে ভিতরে আমাদের দুষ্ট ক্ষত কখন সেরে উঠেছে তা বুঝতেই পারেনি বাংলাদেশ।
হ্যাঁ, আমি সরকারি আমলাদের কথা বলছি। সরকারি অফিসের পিয়ন-পরিছন্নতা কর্মী থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট, এ.সি.ল্যান্ড, ইউএনও ও জেলা প্রশাসক মহোদয়গণ কী অনবদ্য ভূমিকাই না রাখলেন! মনে হচ্ছে এ এক নতুন বাংলাদেশ। এই ক’টা দিনেই যেন জাতিকে ঋণী করে ফেলেছে। বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে কী না করছেন তাঁরা? আমরা শ্রদ্ধা নিবেদন করছি নিরলসভাবে সেবাদানকারী সেই সব অকুতোভয় মহাত্মাদের।
প্রায় আঠারো কোটি মানুষের দেশ এই বাংলাদেশ। এদেশ মুক্তিযুদ্ধ নামক এক মহালয়প্রলয়ে মধ্যে থেকে জন্ম নেওয়া রক্তস্নাত ভূখন্ড। এক কালজয়ী মহামানবের সোনার বাংলাদেশ। তাঁরই মানবহিতৈষী মহৎপ্রাণ সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী সেই সোনার বাংলাকে নতুন থেকে নতুনতর করে গড়ে নিচ্ছে প্রতিনিয়ত ।
কবি সুকান্তের ভাষায়, ” মারিও মড়ক ঘন ঘন বন্যায়,
এখানে মৃত্যু হানা দেয় বারবার”। তবুও দমেনি বাঙালি। আজ এ চরম দুর্দিন অতিক্রম করে আমরা আবার মাথা তুলে দাঁড়াবো এ প্রত্যয় বুকে নিয়ে জনগণের সামনে আজ এক নতুন মানবতা।
ইতোমধ্যে, আমরা আমাদের দু’একজন মহাত্মাকে করোনা দূর্যোগে হারিয়ে ফেলেছি। তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি। ঈশ্বরের কাছে প্রার্থনা আর কোন মহাত্মা যেন হারিয়ে না যায়।
ভালো থাকুন আপনারা, ভালো থাক দেশের মানুষ।
জয়ন্ত কুমার ঢালী
প্রধান শিক্ষক
জয়নগর পিপুলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়
রামপাল, বাগেরহাট।
সকল স্তরের শিক্ষা সংক্রান্ত সঠিক তথ্য, সরকারি-বেসরকারি চাকুরি বিজ্ঞপ্তি, চাকুরির পরীক্ষা, এডমিট কার্ড, পরীক্ষার রুটিন, সরকারি বেসরকারি বৃত্তি, উপবৃত্তি ও প্রশিক্ষণ সংক্রান্ত তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজটি Follow করে রাখুন।
ইউটিউবে সর্বশেষ আপডেট পেতে বাংলা নোটিশ ডট কম এর ইউটিউব চ্যানেলটি Subscribe করে রাখুন।
আপনার প্রতিষ্ঠানের যেকোন বিজ্ঞপ্তি, খবর, নোটিশ ও জাতীয় রাজনৈতিক বিষয়ে লেখা প্রকাশ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন
দেশের অন্যতম প্রিয় অনলাইন পোর্টাল সর্বদাই সত্য ও বস্তুনির্ভর তথ্য প্রকাশে বদ্ধপরিকর। আপনার যেকোন অভিযোগ আপত্তি ও পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
ক্যাটাগরি ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য দেখুন–