আজ আমরা তোমাদের সাথে কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি নিয়ে আলোচনা করবো; আজকের টিউনে তোমরা কৃষি বিষয়ক তথ্য – মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারবে-
কৃষি বিষয়ক তথ্য পেতে কোন উৎসের বিকল্প নেই, কেন?
কৃষি বিষয়ক তথ্য পেতে ইন্টারনেটের বিকল্প নেই। কারণ একজন কৃষকের যেকোনো চাষাবাদের শুরু থেকে ফসল তোলা পর্যন্ত যাবতীয় তথ্যাদি কেবল ইন্টারনেটের মাধ্যমে সম্পন্ন পাওয়া সম্ভব।
ফসলের চাষাবাদ পদ্ধতি রোগবালাই দমন, কিটনাশক প্রয়োগ, ফসল কর্তন, প্রভৃতি সম্পর্কে পুরো তথ্য ইন্টারনেটে পাওয়া যায়।
কৃষি গবেষক তাদের অর্জিত তথ্য বা গবেষণার ফল ইন্টারনেটে দিয়ে থাকে। ফলে সহজেই কৃষি বিষয়ক যে কোন তথ্য পেতে ইন্টারনেটের সাহায্য প্রয়োজন।
বনায়ন কাকে বলে?
বনায়ন হলো বনভূমিতে বৈজ্ঞানিক উপায়ে গাছ লাগানো পরিচর্যা ও সংরক্ষণ করা। বানান বলতে প্রাকৃতিক বনায়ন, সামাজিক বনায়ন এবং কৃষি বনায়ন বোঝায়।
নিচের ছকে পাঁচটি করে মাঠ ফসল উদ্যান ফসলের নাম লেখ
- উদ্যান ফসল- ১. লাউ, ২.শিম, ৩. ফুলকপি, ৪. টমেটো, ৫. আলু
- মাঠ ফসল- ১. ধান, ২. গম, ৩. ভুট্টা, ৪. পাট, ৫. তুলা
ঘ) নিজের কৃষি কাজ গুলো করতে যে সকল যন্ত্রপাতির ব্যবহার করা হয় তা ছকে উল্লেখ করো:
- জমি চাষ- লাঙ্গল, জোয়াল, কোদাল, বই, আচড়া, নিড়ানি, ইত্যাদি;
- বীজ বপন- বীজ বপন যন্ত্র;
- ওষুধ ছিটানো- ন্যাপসেক স্পেয়ার;
- ফসলের মাঠে সের্চ- বারি পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প ইত্যাদি;
এটাই ছিল মাঠ ফসল ও উদ্যান ফসল – কৃষিজ যন্ত্রপাতি বিষয়ক আজকের আলোচনা।
প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে বাংলা নোটিশ ডট কম এর ফেসবুক পেইজ লাইক ও ফলো করে রাখুন এবং ফেসবুক পেইজ Like ও Follow করে রাখুন;
ইউটিউবে শিক্ষা সংক্রান্ত তথ্য পেতে Bangla Notice ইউটিউব চ্যানেল Subscribe করে রাখুন।
দেশের নামকরা প্রতিষ্ঠানের শিক্ষকরা এবং মেধাবী শিক্ষার্থীরা তাদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নিচ্ছে বাংলা নোটিশ এর ফেসবুক গ্রুপে; তুমিও যোগ দাও > গ্রুপ লিংক