সর্বশেষ আপটেড

এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান

কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের লক্ষ্যে অ্যাসাইনমেন্ট প্রকাশের ধারাবাহিকতায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ০৫ সেপ্টেম্বর ২০২১ এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে কর্তৃপক্ষ।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ২০২১ সালের দ্বাদশ শ্রেণী অর্থাৎ ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষার্থীদের জন্য প্রণীত হয় সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট গ্রেড অনুযায়ী এসাইনমেন্ট দেয়া হয়।

এর আগে গত ৩০ আগষ্ট ২০২১ এইচএসসি পরীক্ষা ২০২২ সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছিল।

এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

সরকারের গৃহীত সিদ্ধান্তের আলোকে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ থাকায় ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস এর আলোকে প্রণীত অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট এর বিষয় সমূহ প্রকাশ করা হয়।

www dshe gov bd 2021, www dshe gov bd online application, www dshe gov bd notice, ministry of education bangladesh mpo, directorate of secondary and higher education job circular 2021, www dshe gov bd 2020 assignment, www dshe gov bd 2021 assignment,

৫ সেপ্টেম্বর ২০২১ মাউশির অফিশিয়াল ওয়েবসাইটে দেশের সকল শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের কলেজসমূহের দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিজ্ঞান মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার অষ্টম সপ্তাহের বিষয়সমূহের অ্যাসাইনমেন্ট নির্ধারণ করে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

HSC Assignment 2022 8th Week

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য প্রণীত ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়- 

চলমান কোভিড-১৯ অতিমারির কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মােতাবেক পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে শিক্ষার্থীদের শিখন কার্যক্রমে পুরােপুরি সম্পৃক্তকরণ ও ধারাবাহিক মূল্যায়নের আওতায় আনয়নের জন্য ৮ম সপ্তাহের বাংলা, জীববিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগােল, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন বিষয়ের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন রুব্রিক্সসহ প্রণয়ন করা হয়েছে; যা এতদসঙ্গে প্রেরণ করা হলাে।

৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম ৬ সেপ্টেম্বর ২০২১ খ্রি. সােমবার থেকে শুরু হবে। কোভিড-১৯ অতিমারির কারণে সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনপূর্বক বর্ণিত বিষয়ে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরােধ করা হলাে।

এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট, www dshe gov bd 2021, www dshe gov bd online application, www dshe gov bd notice, ministry of education bangladesh mpo, directorate of secondary and higher education job circular 2021, www dshe gov bd 2020 assignment, www dshe gov bd 2021 assignment,
Class 12 8th Week Assignment 2021
এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট

একনজরে ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ৮ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ও সমাধান

সহজভাবে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সরকারি বেসরকারি কলেজ সমূহের দ্বাদশ শ্রেণি ২০২১ সালের শিক্ষার্থীদের মধ্যে যারা ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের নির্ধারিত বিষয় সমূহের অ্যাসাইনমেন্ট শিরোনাম, অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং সমাধান সংক্রান্ত তথ্য দেওয়া হল।

পূর্ণাঙ্গ সমাধান ও অ্যাসাইনমেন্ট এর প্রশ্নসমূহ ডাউনলোড করার জন্য নিচের উল্লেখিত বিষয়ের পাশে থাকা ডাউনলোড বাটনে ক্লিক করুন।

এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান? [ninja_tables id=”11781″]

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের বাংলা ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা; বিষয়: বাংলা ২য় পত্র ; বিষয় কোড: ১০২; মোট নম্বর: ২০; অ্যাসাইনমেন্ট নম্বর: ০৪

অ্যাসাইনমেন্ট: নিজের এলাকার সামাজিক সমস্যামূলক কোনাে বিষয় নিয়ে পত্রিকায় প্রকাশের উপযােগী প্রতিবেদন তৈরি;

শিখনফল/বিষয়বস্তু:

ক.  ব্যবহারিক জীবনে ভাষাশিক্ষার প্রয়ােজনীয়তার বিভিন্ন দিক বর্ণনা করতে পারবে;

খ. চিঠিপত্র, দলিল-দস্তাবেজ, স্মারকলিপি, চাকরির দরখাস্ত, প্রতিবেদন, সারসংক্ষেপ, বক্তৃতা ইত্যাদি লিখতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. প্রতিবেদন লেখার যথাযথ কাঠামাে অনুসরণ করা;

২. বিষয়টি সামাজিক সমস্যামূলক ও নিজের এলাকার হওয়া;

৩. প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত যুক্ত করতে পারা;

৪. বানান ঠিক রাখা;

৫. ভাষা ও উপস্থাপনভঙ্গি আকর্ষণীয় হওয়া;

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: বিজ্ঞান; বিষয়: জীববিজ্ঞান ২য় পত্র ; বিষয় কোড: ১৭৯; মোট নম্বর: ১৩; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস;

অ্যাসাইনমেন্ট: প্রাণী শ্রেণিবিন্যাসের ভিত্তি ও প্রাণিজগতের প্রধান পর্বগুলাে পর্যালােচনা;

শিখনফল/বিষয়বস্তু:

ক. প্রাণীকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করার ভিত্তি ও নীতি ব্যাখ্যা করতে পারবে।

খ. নন-কর্ডাটা পর্বের প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে।

গ.  কর্ডাটা পর্বের প্রাণীকে প্রধান শ্রেণি পর্যন্ত বিন্যস্ত করতে পারবে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

১. শ্রেণিবিন্যাসের ভিত্তি গুলাের নাম;

২. শ্রেণিবিন্যাসের ভিত্তিতে হাইড্রা ও মানুষের পার্থক্য নির্ণয়;

৩. প্রাণিজগতের প্রধান পর্বগুলাের নাম (ইংরেজিতে);

৪. পর্বগুলাের দুইটি করে শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ (সাধারণ বৈশিষ্ট্য ব্যতীত);

৫. পর্বগুলির একটি করে প্রাণীর উদাহরণ (বৈজ্ঞানিক নাম ইংরেজিতে);

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: ব্যবসায় শিক্ষা; বিষয়: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র ; বিষয় কোড: ২৯৩; মোট নম্বর: ২০; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা;

অ্যাসাইনমেন্ট: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের ভূমিকা এবং ব্যাংকের শ্রেণিবিভাগকরণ;

শিখনফল/বিষয়বস্তু:

১. অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে;

২. ব্যাংক ব্যবসায়ের প্রকৃতি ও ধরন ব্যাখ্যা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. ব্যাংক, ব্যাংকিং ও ব্যাংকারের ধারণা ব্যাখ্যা;

খ. অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব বর্ণনা;

গ. বিভিন্ন ভিত্তিতে ব্যাংকের শ্রেণিবিভাগ ব্যাখ্যা;

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের ভূগােল ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের ভূগােল ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: বিজ্ঞান ও মানবিক; বিষয়: ভূগােল ২য় পত্র ; বিষয় কোড: ১২৬; মোট নম্বর: ১৬; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; মানব ভূগােল;

অ্যাসাইনমেন্ট: মানচিত্রে মহাদেশ গুলাের অবস্থান ও পরিচিতি;

শিখনফল/বিষয়বস্তু:

১. পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সম্পর্কে বর্ণনা করতে পারবে।

২. পৃথিবীর দেশ ও মহাদেশভিত্তিক মানচিত্র অংকন করতে পারবে এবং বাংলাদেশের মানচিত্রে প্রশাসনিক অঞ্চল প্রদর্শন করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. পৃথিবীর মানচিত্র;

খ. মানচিত্রে মহাদেশ ও মহাসাগর;

গ. মহাদেশ সম্পর্কিত তথ্য;

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের সমাজবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের সমাজবিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: মানবিক; বিষয়: সমাজবিজ্ঞান ২য় পত্র; বিষয় কোড: ১১৮; মোট নম্বর: ১৬; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-তৃতীয়; প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা (আংশিক);

অ্যাসাইনমেন্ট: বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান।

শিখনফল/বিষয়বস্তু:

১. প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস ব্যাখ্যা করতে পারবে;

২. প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণিবিভাগের ছক তৈরি করতে পারবে;

৩. বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ প্রত্নস্থানের অবদান বর্ণনা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. প্রত্নতত্ত্বের ধারণা ও এর উৎস ব্যাখ্যা করতে হবে;

খ. সময়কালের ভিত্তিতে প্রতত্ত্বের শ্রেণিবিভাগ করতে হবে;

গ. বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে মহাস্থানগড়ের অবদান বর্ণনা করতে হবে;

ঘ. বাংলাদেশের সমাজ ও সভ্যতার বিকাশে ময়নামতির অবদান বর্ণনা করতে হবে;

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের সমাজকর্ম ২য় পত্র অ্যাসাইনমেন্ট

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের সমাজকর্ম ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: মানবিক; বিষয়: সমাজকর্ম ২য় পত্র ; বিষয় কোড: ১৭২; মোট নম্বর: ২০; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা;

অ্যাসাইনমেন্ট: বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতিতে মৌলিক মানবিক চাহিদা পূরণের চ্যালেঞ্জ মােকাবেলার মাধ্যমেই জীবনমান উন্নয়ন সম্ভব এর যৌক্তিকতা নিরূপণ;

শিখনফল/বিষয়বস্তু:

১. মৌলিক মানবিক চাহিদা ব্যাখ্যা করতে পারবে;

২. বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে পারবে;

৩. বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা বিশ্লেষণ করতে পারবে;

৪. বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদাপূরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা করতে পারবে;

নির্দেশনা/ (সংকেত/ধাপ/পরিধি):

ক. মৌলিক মানবিক চাহিদার ধারণা ব্যাখ্যা করা

খ. সম্প্রতিক তথ্যের আলােকে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি;

গ. বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা;

ঘ. পূরণের ক্ষেত্রে সমস্যা সমাধানের উপায়

ঙ. জীবন মান উন্নয়নের পক্ষে যৌক্তিকতা

এইচএসসি ২০২২ পরীক্ষার ৮ম সপ্তাহের গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র অ্যাসাইনমেন্ট

স্তর: এইচএসসি পরীক্ষা ২০২২; বিভাগ: মানবিক; বিষয়: গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র ; বিষয় কোড: ২৮৩; মোট নম্বর: ১৬; অ্যাসাইনমেন্ট নম্বর: ০২

অধ্যায়ের শিরােনাম: অধ্যায়-প্রথম; পরিবার ও পারিবারিক জীবন;

অ্যাসাইনমেন্ট:

সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা;

শিখনফল/বিষয়বস্তু:

১. পরিবারের ধারণা ও বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে;

২. সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিজ পরিবারের কাজ বর্ণনা করতে পারবে;

৩. পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা বর্ণনা করতে পারবে;

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি):

ক. পরিবারের ধারণা ও বিভিন্ন প্রকার পরিবারের বৈশিষ্ট্য ব্যাখ্যা;

খ. সামাজিক প্রতিষ্ঠান হিসেবে নিজ পরিবারের কাজ বর্ণনা;

গ. পরিবারের সদস্য হিসেবে ব্যক্তির ভূমিকা বর্ণনা;

ঘ. পরিবারের সদস্যদের পারস্পরিক সম্পর্কের গুরুত্ব মূল্যায়ন করে সামাজিক প্রতিষ্ঠান হিসেবে পরিবারের গুরুত্ব ব্যাখ্যা;

এইচএসসি ২০২২ অষ্টম সপ্তাহের বিভাগ ভিত্তিক অ্যাসাইনমেন্ট পিডিএফ

এইচএসসি ২০২২ সালের পরীক্ষার্থীদের জন্য ৮ম সপ্তাহে নির্ধারিত এসাইনমেন্ট সমূহের পূর্ণাঙ্গ প্রশ্নের পিডিএফ আকারে বিভাগভিত্তিক দেয়া হলো।

নিচের দেওয় ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার কাংখিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার অষ্টম সপ্তাহের বিভাগ ভিত্তিক এসাইনমেন্ট ডাউনলোড করে নিন।

এইচ এস সি ২০২২ পরীক্ষা ৮ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট পিডিএফ

নিচের ডাউনলোড বাটনে ক্লিক করে আপনার কাংখিত ২০২২ সালের এইচএসসি পরীক্ষার অষ্টম সপ্তাহের এসাইনমেন্ট ডাউনলোড করে নিন।

আপনার জন্য আরও কিছু তথ্যঃ

প্রতি সপ্তাহে সকল স্তরের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সকল তথ্য পাওয়ার জন্য বাংলা নোটিশ এর ফেসবুক পেজটি লাইক এবং ফলো করে রাখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং প্লেস্টোর থেকে অ্যান্ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে রাখুন।

www dshe gov bd 2021, www dshe gov bd online application, www dshe gov bd notice, ministry of education bangladesh mpo, directorate of secondary and higher education job circular 2021, www dshe gov bd 2020 assignment, www dshe gov bd 2021 assignment

আনসার আহাম্মদ ভূঁইয়া

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা নোটিশ ডট কম এর প্রকাশক ও সম্পাদক জনাব আনসার আহাম্মদ ভূঁইয়া। জন্ম ১৯৯৩ সালের ২০ নভেম্বর, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। বাবা আবদুল গফুর ভূঁইয়া এবং মা রহিমা বেগম। এক ছেলে এক মেয়ে। ছেলে আবদুল্লাহ আল আরিয়ান বয়স ৫ বছর। মেয়ে ফাবিহা জান্নাত বয়স ১ বছর। আনসার আহাম্মদ ভূঁইয়া এর শিক্ষাজীবন আনসার আহাম্মদ ভূঁইয়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ২০১৮ সালে ম্যানেজমেন্ট এ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি উত্তরা ইউনিভার্সিটি ঢাকা থেকে বিপিএড সম্পন্ন করেন। আজিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু। এরপর আজিয়ারা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম উচ্চ মাধ্যমিক স্তরে কিছুদিন ক্লাস করার পর। পারিবারিক কারণে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। শিক্ষা জীবনে তিনি কুমিল্লা সরকারি কলেজ এ কিছুদিন রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করার পর ভালো না লাগায় পুনরায় ব্যবসায় শিক্ষা বিষয়ে অধ্যয়ন করেন। ছাত্র জীবনে তিনি নানা রকম সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। কর্মজীবন কর্মজীবনের শুরুতে তিনি আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় যোগদেন। বেশ কিছুদিন পর তিনি ২০১৯ সালে উন্নত ভবিষ্যতের আশায় কুয়েত পারি জমান। কিন্তু সেখানকার কাজের পরিস্থিতি অনুকুলে না থাকায় পুনরায় আবার বাংলাদেশে ফিরে এসে পূর্বের পদে কাজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। এছাড়াও তিনি স্বপ্ন গ্রাফিক্স এন্ড নেটওয়ার্ক নামে একটি মাল্টিমিডিয়া এবং প্রিন্টিং প্রেস প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী সেই সাথে স্বপ্ন ইশকুল নামক একটি কম্পিউটার ট্রেণিং ইনস্টিটিউট এর মালিকানায় আছেন যেখানে তিনি নিজেই ক্লাস পরিচালনা করেন। লেখা-লেখি ও সাহিত্য কর্ম ছাত্র অবস্থায় তিনি লেখা-লেখি ও সাহিত্য কর্মের সাথে জড়িত আছেন। ২০১১ সালে রাইটার্স এসোসিয়েশন এর ম্যাগাজিনে তার প্রথম লেখা বন্ধু চিরন্তন প্রকাশিত হয়। এর পর তিনি বিভিন্ন পত্র পত্রিকায় গল্প, কবিতা ও প্রবন্ধ রচনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

অ্যাডস্ ব্লকার পাওয়া গেছে!

দয়া করে আমাদের সাপোর্ট করার জন্য আপনার এডস্ ব্লকার ডিজেবল করে পেইজটি রিলোড করুন! ধন্যবাদ