ইতোপূর্বে আপলোডকৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও নতুন তথ্য প্রসঙ্গে জরুরী বিজ্ঞপ্তি
২০১৯ সালে প্রথম শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে বৃত্তির টাকা পৌঁছানোর লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে আপলোড করার নির্দেশনা দেওয়া হয়। ইতোপূর্বে আপলোডকৃত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য সংশোধন ও নতুন তথ্য প্রসঙ্গে জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।
দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিকেল, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজস্বখাতভূক্ত বৃত্তিপ্রাপ্ত (মেধা/সাধারণ) নিয়মিত শিক্ষার্থীদের বৃত্তির টাকা G2P (EFT) পদ্ধতিতে ব্যাংক হিসেবে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের খসড়া তালিকা প্রকাশ এবং ভুল সংশোধন ও নতুন শিক্ষার্থী তথ্য সংযোজন প্রসঙ্গে একটি জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক ২০১৯-২০২০ অর্থবছর হতে রাজস্বখাতভূক্ত সকল ধরনের বৃদ্ধির অর্থ G2P পদ্ধতিতে অনলাইনে EFT এর মাধ্যমে শিক্ষার্থী হিসেবে প্রেরণ করা হবে।
এ লক্ষ্যে ইতোপূর্বে বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা সঠিক ব্যাংক হিসাব নম্বর, ব্যাংক শাখার সদস্য বিভিন্ন তথ্যে ভুল পরিলক্ষিত হয়। বর্ণিত ভুলের কারণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ব্যাংকে প্রেরণের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
এমতাবস্থায় আগামী ০৫-০৬-২০২০ তারিখের মধ্যে সংযুক্ত এমআইএস অনলাইন সফটওয়্যার লিংকে প্রকাশিত খসড়া তালিকা ভুল সংশোধন ও নতুন অথবা বাদ যাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য (২০১৯ সালের পিসি ও জেএসসি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী সহ) সংযোজন পূর্বক সংশোধিত চূড়ান্ত তালিকা প্রিন্ট কপি প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ও সিল সহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের dshe.stipend.f1@gmail.com এই ঠিকানায় ইমেইল প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রেরিত প্রিন্ট কপি বৃদ্ধিতে অর্থ প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই ত্রুটিপূর্ণ তথ্যের কারণে শিক্ষার্থীদের বৃত্তির অর্থ প্রাপ্তিতে বিঘ্ন ঘটলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন। উল্লেখ্য, পাঠ বিরতি দাড়ি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড হতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করা যাবে না। এছাড়া স্বাক্ষর ও সিল প্রধান ব্যতীত তালিকা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
এ বিষয়ে কারিগরি সহায়তায় প্রয়োজনে অর্থ বিভাগ, অর্থমন্ত্রণালয়ের SPFMSP প্রকল্পের টেকনিক্যাল টিম ও মাউশি EMIS এর টেকনিকেল টিমের সাথে আলোচনা করা যেতে পারে।
ওয়েবসাইটে বৃত্তির তথ্য আপলোড ও পূর্বের তথ্য সংশোধন করা সংক্রান্ত বিস্তারিত তথ্য আমাদের এই পেইজে দেওয়া হবে; আপনারা আমাদের পেইজটি লাইক ও ফলো করে রাখলে ভবিষ্যতে এই সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেয়ে যাবেন। শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যেকোন প্রশ্ন আপনারা আমাদের ফেসবুক পেইজে ইনবক্স করতে পারেন; আমার সাধ্যমত সহযোগিতা করবো।
বৃত্তির তথ্য দেখা ও নতুন তথ্য আপলোড করার লিংক: http://103.48.16.248:8080/HSPMIS/login
প্রশিক্ষণ ও অন্যান্য তথ্যের জন্য এই গ্রুপে যোগ দিন: https://www.facebook.com/groups/spbmu অথবা এই গ্রুপে যোগ দিন
ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত এবং কারিগরি সহায়তায় প্রয়োজনে এই নাম্বারগুলোতে ফোন দিন।
- জনাব কামরুন নাহার, সহকারী পরিচালক (মাউশি) – ০১৫৫২৪২৩৪৬৯
- জনাব মাসুদ রানা, সহকারী পোগ্রামার (EMIS), মাউশি – ০১৯১৬১৮৪৬১৬
- জনাব হাফিজুর রহমান, সহকারী পোগ্রামার, মাউশি – ০১৭৬৬৩৬৪৮২৯
- জনাব আব্দুল্লাহ আল নোমান, এসপিএফএমএসপি, অর্থমন্ত্রণালয় – ০১৯৩৪২৭৫৭৩৭
- জনাব শবনুরে জান্নাত, এসপিএফএমএসপি, অর্থমন্ত্রণালয় – ০১৫১৫২৪৬০১০
- জনাব জেরিন আক্তার, এসপিএফএমএসপি, অর্থমন্ত্রণালয় – ০১৯৮৬৩৫৭৭৬৪
এই সংক্রান্ত যেকোনো সহযোগিতা এবং শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোন তথ্য সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ টি লাইক করে রাখুন।
এই সংক্রান্ত আরও খবর-
http://103.48.16.248:8080/HSPMIS/login
এই লিংকটা ভুল আছে। ওয়েবসাইটে প্রবেশ করা যায় না